চ্যাম্পিয়ন হতে দরকার আর মাত্র এক পয়েন্ট। আজ আই লিগে শিলং লাজং এফসির বিরুদ্ধে নামবে মহমেডান স্পোর্টিং।
SLFC vs MSC LIVE: আইলিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং
অবশেষে প্রতিক্ষার অবসান হল, আন্দ্রে চেরনিশভের হাত ধরে আই লিগ চ্যাম্পিয়ন হল মহমেডান। ২০২১-২২ মরশুমে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মহমেডান স্পোর্টিংকে। তবে এবার স্বপ্ন সফল করলেন আন্দ্রে চেরনিশভ। চ্যাম্পিয়ন হতে মহমেডান স্পোর্টিংয়ের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। এই লক্ষ্যে শিলং লাজং এফসির বিরুদ্ধে প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল। তবে এরপরে আক্রমণের ঝড় তোলে শিলং। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতায় ফেরে লাজং। ৬২ মিনিটে ইভজেনি কোজলভের দুরন্ত গোলে ২-১ করে মহমেডান। এর পরে আর কোনও দল গোল করতে পারেনি, তবে এই রেজাল্টেই আইলিগ চ্যাম্পিয়ন হয় মহমেডান স্পোর্টিং ক্লাব।
SLFC vs MSC LIVE: শেষ ৯০ মিনিটের খেলা
৯০ মিনিটের খেলা শেষ সাত মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। কোনও অঘটন না ঘটলে আজই চ্যাম্পিয়ন হতে চলেছে মহমেডান।
SLFC vs MSC LIVE: মহমেডান কি আজই চ্যাম্পিয়ন হতে পারবে?
২০২১-২২ মরশুমে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মহমেডান স্পোর্টিংকে। তবে আজই কি ২০২৩-২৪ মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে মহমেডান? শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন।
SLFC vs MSC LIVE: ৭৫ মিনিট: শিলং-১ মহমেডান-২
আর ১৫ মিনিট কি এই ব্যবধান ধরে রাখতে পারবে মহমেডান?
SLFC vs MSC LIVE: গোললললল
ম্যাচের ৬২ মিনিটে ২-১ এগিয়ে গেল মহমেডান। ইভজেনি কোজলভের দারুণ দুরপাল্লার শটে এগিয়ে যায় মহমেডান। তবে গোল করে সেলিব্রেশন করার সময়ে নিজের গেঞ্জি খুলে ফেলার জন্য তাঁকে লাল কার্ড দেখতে হয়।
SLFC vs MSC LIVE: ৬০ মিনিট: শিলং-১ মহমেডান-১
কোনও দলই এখনও তাদের জন্য দ্বিতীয় গোলটি খুঁজে পেল না। তবে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছে। যদি সে গুলোতে তারা সফল হত তাহলে খেলার ফল অন্য হতেই পারত।
SLFC vs MSC LIVE: মহমেডানের একাধিক পরিবর্তন
দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করল মহমেডান। ডেভিড লালহ্লানসাঙ্গা বদলে মাঠে নামেন স্যামুয়েল লালমুয়ানপুইয়ার। অন্যদিকে মহম্মদ জাসিমের বদলে ভ্যানলালজুইডিকা ছকছুয়াক মাঠে নামেন।
SLFC vs MSC LIVE: শুরু দ্বিতীয়া্র্ধ, খেলার ফল শিলং-১ মহমেডান-১
শেষ ৪৫ মিনিটের লড়াইয়ের দিকে তাকিয়ে মহমেডান সমর্থকেরা।
SLFC vs MSC LIVE: শেষ প্রথমার্ধ, খেলার ফল শিলং-১ মহমেডান-১
৪৫ মিনিটের খেলা শেষ হতে ২ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। তবে সেই সময়েও ম্যাচের ফল বদলায়নি। তবে এই সময়ে লাজং দারুণ একটা সুযোগ পেয়েছিল। তবে মহমেডানের গোলরক্ষক দারুণ একটা সেভ দেন।
SLFC vs MSC LIVE: ৩৫ মিনিট: শিলং-১ মহমেডান-১
খেলার ফল এখনও বদলায়নি, তবে বেশ কয়েকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, যখন ম্যাচে এগিয়ে যেতে পারত মহমেডান। তবে শিলংও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। মহমেডানের বিকাশ একটি সহজ সুযোগ মিস করেন।
SLFC vs MSC LIVE: ২৫ মিনিট: শিলং-১ মহমেডান-১
দুই দলই এখনও পর্যন্ত দুরন্ত ফুটবল খেলছে, আক্রমণ-প্রতিআক্রমণের খেলা চলছে। এর মাঝেই অ্যালেক্সিস গোমেজকে তুলে নিয়েছেন মহমেডান কোচ। বদলে নেমেছে ইভজেনি কোজলভ। এদিকে হলুদ কার্ড দেখেছেন মহম্মদ জাসিম।
SLFC vs MSC LIVE: গোললল…লড়াইয়ে ফিরল শিলং
পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরল শিলং লাজং। ম্যচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ডগলাস টারডিন।
SLFC vs MSC LIVE: পেনাল্টি পেল শিলং
ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পেল শিলং।
SLFC vs MSC LIVE: গোললললল, এগিয়ে গেল মহমেডান
অ্যালেক্সিস গোমেজের গোলে প্রথম মিনিটেই এগিয়ে গেল মহমেডান।
HT লাইভ ব্লগে আপনাকে স্বাগত জানাই
চ্যাম্পিয়ন হতে দরকার আর মাত্র এক পয়েন্ট। আজ আই লিগে শিলং লাজং এফসির বিরুদ্ধে নামবে মহমেডান স্পোর্টিং। শ্রীনিধি যে মাঠে নেরোকার সঙ্গে ড্র করেছিল, আজ সেই মাঠেই ম্যাচ খেলতে নামছে মহমেডান। তবে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হওয়ার যে প্রত্যাশার পারদ চড়ছে আর উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে মহমেডান সমর্থকদের মধ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।