বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > I League 2022-23: রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে I League চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি

I League 2022-23: রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে I League চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি

আই লিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। ছবি- টুইটার 

রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে এবারের আই লিগ চ্যাম্পিয়ন হল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। 

এবারের আই লিগ চ্যাম্পিয়ন হল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। শনিবার রাজস্থান ইউনাইটেডকে হারানোর সঙ্গে সঙ্গে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল পঞ্জাবের এই দলটি। ৪-০ গোলে রাজস্থানকে উড়িয়ে দিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি।

শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে একটি গোলও করতে পারেনি রাজস্থান ইউনাইটেড। চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচ জিততেই হত পঞ্জাবকে। তবে ম্যাচের প্রথম গোলটি করেননি পঞ্জাবের কোনও ফুটবলার। রাজস্থান ইউনাইটেডের মিডফিল্ডার যশ ত্রিপাঠী আত্মঘাতী গোল করেন। ম্যাচের ১৬ মিনিটের মাথায় ০-১ ব্যবধানে এগিয়ে যায় পাঞ্জাব। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাদের।

প্রথমার্ধে আত্মঘাতী গোলের পর ম্যাচের ৪১ মিনিটের মাথায় পঞ্জাবের দ্বিতীয় গোলটি করেন বিদেশি ফুটবলার লুকা মাজসেন। ২ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রাউন্ডগ্লাস। দ্বিতীয়ার্ধে ম্যাতে ফেরার চেষ্টা করে রাজস্থান। কিন্তু কোনও ভাবেই গোল করতে পারেনি তারা। বরং তার বদলে গোল হজম করতে হয় রাজস্থানকে।

 

৬৭ মিনিটের মাথায় গোল করেন হুয়ান মেরা। কোনও ভাবেই গোল করতে পারেনি রাজস্থান। সময় যত গড়ায় পঞ্জাবের ড্রেসিংরুমে সেলিব্রেশনের প্রস্তুতি বাড়তে থাকে। নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমেও গোল করে পঞ্জাব। ৯১ মিনিটের মাথায় গোল করেন হিমথাংমাইওয়া। ২১ ম্যাচ খেলে পঞ্জাবের সংগ্রহ ৪৯ পয়েন্ট। আর এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল তারা।

২০১৭-১৮ মরশুমেক পর প্রথমবার আই লিগ ট্রফি পঞ্জাবে ফিরে এল। সেবার প্রথমবার মিনার্ভা পঞ্জাব আই লিগ জেতে। আই লিগে জেতার ফলে পঞ্জাব সরাসরি সুপার কাপ খেলতে পারবে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আই লিগ খেলার সময় এই আই লিগ মাতিয়ে রাখত বাংলার দুই প্রধান। আই লিগ নিয়েও উত্তেজনা থাকতো চরমে । সেই জৌলুষ কিছুটা ফিকে হয়েছে। তবে কলকাতার আরও এক প্রধান মহামেডান স্পোর্টিং আই লিগ খেলছে। ২০ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে সাদা কালো ব্রিগেড রয়েছে নবম স্থানে।

বন্ধ করুন