চলতি বছরে ভারতীয় ফুটবল দলকে দারুণ সাফল্যে তাক লাগিয়ে দিয়েছেন কোচ ইগর স্টিম্যাচ। তবে এর মধ্যে তাকে নিয়ে বিতর্কেও সৃষ্টি হয়েছে। শোকজ নোটিস ধরানো হয়েছে কোচকে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আজ ভারতীয় দলের প্রধান কোচ ইগরের জন্মদিন। এএফসি এবং কিংস কাপ খেলতে নামার আগে বেশ বিতর্ক মন্তব্য করেছেন ‘বার্থডে বয়’।
ইরাকের বিরুদ্ধে কিংস কাপ খেলতে নামার আগে ভারতীয় দলের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। অনেকজন ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন। ভারত প্রস্তুতির জন্য সময়ও কম পেয়েছে। এই বিষয়ে সংবাদ প্রতিদিনে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ ইগর বলেন, 'আমার জন্মদিনের উপহার হিসেবে চাইবো দল যেন ইরাকের বিরুদ্ধে জেতে। এর থেকে বড় উপহার আর কিছু হবে না। তবে সত্যি বলতে দলের অবস্থা খুব একটা ভালো নেই। প্রস্তুতির জন্য আমরা খুব কম সময় পেয়েছি। সেই জায়গায় ইরাক দুই সপ্তাহ ট্রেনিং করে এখানে খেলতে আসছে। দলের ছেলেদের মধ্যে ছাংতের জ্বর। শুভাশিস বসুর ক্র্যাম্প। আকাশের অবস্থাও ভালো নয়, ওর হাত ভেঙে গিয়েছে। তবে সহজে আমরা হাল ছেড়ে দেব না। ছেলেদের বলেছি শেষ পর্যন্ত লড়ে যেতে। যাতে আয়নার সামনে দাঁড়ালে বলা যায় যে আমরা সব দিয়ে চেষ্টা করেছি।'
ভারতীয় দলের বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন ইগর। সেই বিষয়ে বিতর্ক ছড়িয়ে পরে চারিদিকে। এই ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। এই নিয়ে তিনি বলেন, 'মিডিয়ায় অনেক জায়গায় বলা হচ্ছে আমাকে এই বিষয়গুলো নিয়ে অভ্যন্তরে কথা বলা উচিত ছিল। আমি একটা বিষয়ে পরিষ্কার করতে চাই। অভ্যন্তরীণ মিটিংয়েও আমি এই বিষয়গুলো তুলে ধরেছি। অল ইন্ডিয়া ফেডারেশনের চাপ কতটা তা আমি বুঝি। এটা ভাবার কোন দরকার নেই যে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। আমি যা বলেছি দলের ভালোর জন্যই বলেছি। যা করছি ও বলছি তা ভারতীয় ফুটবলের স্বার্থেই।'
কিছুদিন পরেই শুরু হবে এশিয়ান গেমস। এই টুর্নামেন্ট নিয়ে ফুটবলারদের পাওয়া নিয়ে ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের একটা দড়ি টানাটানি চলছে। এ বিষয়ে তিনি বলেন, 'আমি জানিনা এই টুর্নামেন্টে কি হবে। ক্লাবগুলোর খুব একটা দোষ নেই। ফিফা উইন্ডোর সময় এই টুর্নামেন্ট হচ্ছে না। ফলে আইএসএল এর সঙ্গে একটা তো সংঘাত বাঁধবেই। বেঙ্গালুরুর অবস্থা খারাপ ওদের দু'জন গোলকিপার নেই মনে হয় না গুরপ্রীতকে এশিয়ান কাপে পাব। আমি ক্লাবগুলির কাছে অনুরোধ করছি কমপক্ষে দু'জন করে ফুটবলার ছাড়তে যার ফলে আমরা লড়াই করার জন্য একটা দল তৈরি করতে পারব। আমি বিশ্বাস করি চীনকে হারিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। জানিনা বিষয়টা কি হবে তবে আগামী দুদিনে একটা পরিষ্কার ছবি পাব বলে আশা করছি।'
ভারত অধিনায়ক সুনীল ছেত্রী সবে মাত্র বাবা হয়েছেন। তার জন্য কিংস কাপে তিনি খেলছেন না। এশিয়ান কাপে তিনি থাকবেন কিনা এই বিষয়ে কোচ জানান, 'অধিনায়ক আমাদের সঙ্গে থাকে না এরকম খুব কম হয়। তবে ও এখন দায়িত্বশীল পিতাও বটে। আশা করছি এশিয়ান গেমসে ও খেলবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।