রয় কৃষ্ণ প্রথম একাদশে নেই। ডেভিড উইলিয়ামস রিজার্ভ বেঞ্চে। তবু মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় উঠল। আর এর আসল কারিগর কোনও বিদেশি নন। বরং দুই দেশি ফুটবলারের দাপটেই কেঁপে গেল গোয়ার রক্ষণ। তবে তরুণ দুই স্ট্রাইকার মনবীর সিং এবং লিস্টন কোলাসোর অভিজ্ঞতা কিছুটা কম। যে কারণে ব্যবধান বাড়ল না। ২-০ ম্যাচ জিতল এটিকে মোহনবাগান। জোড়া গোল মনবীরের। যদি সব সুযোগ ত কাজে লাগাত পারত সবুজ-মেরুন ব্রিগেড, তা হলে আরও ৩ গোল আনায়াস হয়ে যেতে পারত।
শুধু ফরোয়ার্ডেই তো নয়। মঙ্গলবার গোটা ম্যাচ জুড়েই দেশি ফুটবলারদের দাপট দেখল ভারতের ফুটবল মহল। এ দিন মাত্র দু'জন বিদেশিকে প্রথম একাদশে রেখেছিলেন ফেরান্দো। জনি কাউকো এবং তিরিকে। তিরি পুরো ম্যাচ খেললেও, ৬৫ মিনিটে জনি কাউকোকে তুলে নেন ফেরান্দো। পরিবর্তে নামান আর এক দেশি ফুটবলার আশুতোষ মেহেতাকে। তার পর প্রায় আধ ঘণ্টা এক জন বিদেশি নিয়ে খেলেছে বাগান। আর মোট দশ জন দেশি প্লেয়ার মাঠে লড়াই চালাচ্ছিল। এবং সেই লড়াই ২-০-এ জিতে শেষ হাসি হাসেন সবুজ-মেরুনের দেশি ফুটবলাররাই।
ম্যাচের পর সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ বলেন, ‘ওরা যথেষ্ট লড়াই করছে। ওদের সবাইকে কুর্নিশ। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়রা খেলতে পারছে না, সে জন্য আমি অখুশি। তবে দলের বাকিরা বিদেশিদের স্তরের ফুটবলই খেলছে, এটা ভাল বিষয়।’