বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL-এর সেরা কিপার হয়েও স্টিমাচের ২৩ জনের দলে নেই বিশাল, রয়েছেন ATKMB-র ২ ফুটবলার

ISL-এর সেরা কিপার হয়েও স্টিমাচের ২৩ জনের দলে নেই বিশাল, রয়েছেন ATKMB-র ২ ফুটবলার

২৩ জনের দল ঘোষণা করলেন ইগর স্টিমাচ।

আইএসএলের সেরা গোলরক্ষক হয়েও ভাগ্যের শিকে ছেঁড়েনি বিশাল কাইথের। বিশাল এ বার দুরন্ত ছন্দে রয়েছেন। বারবার সবুজ-মেরুনের ত্রাতা হয়েছেন তিনি। সেমিফাইনালের টাইব্রেকারে হায়দরাবাদ এফসি-র পেনাল্টি আটকে এটিকে মোহনবাগানকে ফাইনালে তুলেছেন। তবু তাঁকে ২৩ জনের দলেও রাখেননি ইগর।

২২ মার্চ থেকে ইম্ফলে শুরু হতে চলেছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। সেখানে ভারতের সঙ্গে অংশ নেবে মায়ানমার এবং কিরগিজ রিপাবলিক। তার আগে ১৫ মার্চ থেকে কলকাতায় শুরু হবে প্রস্তুতি শিবির। সেই শিবিরের আগে ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতের প্রধান কোচ ইগর স্টিমাচ। ২৩ জনের মধ্যে ১৪ জন প্লেয়ার বুধবারই শিবিরে যোগ দেবেন। বেঙ্গালুরু এফসি এবং এটিকে মোহনবাগান টিমে রয়েছেন বাকিরা। তাঁরা যোগ দেবেন আইএসএল ফাইনালের পর দিন ১৯ মার্চ।

২৩ ফুটবলারের মধ্যে এটিকে মোহনবাগান থেকে রয়েছেন শুধুমাত্র ২ জন। গ্লেন মার্টিন্স ও মনবীর সিং সুযোগ পেয়ছেন। অথচ আইএসএলের সেরা গোলরক্ষক হয়েও ভাগ্যের শিকে ছেঁড়েনি বিশাল কাইথের। বিশাল এ বার দুরন্ত ছন্দে রয়েছেন। বারবার সবুজ-মেরুনের ত্রাতা হয়েছেন তিনি। সেমিফাইনালের টাইব্রেকারে হায়দরাবাদ এফসি-র পেনাল্টি আটকে এটিকে মোহনবাগানকে ফাইনালে তুলেছেন। গোটা লিগেই তিনি নজর কেড়েছেন। সবুজ-মেরুনকে ফাইনালে তুলতে কার্যত প্রধান ভূমিকাই নিয়েছেন বিশাল। কিন্তু ইগরের টিমে সুযোগ পাননি তিনি।

আরও পড়ুন: টাইব্রেকারে মনে রাখতে হয় সেটপিসের ব্যাকরণ- ATKMB-র সাফল্যের রহস্য ফাঁস ফেরান্দোর

এ দিকে সেমিফাইনালের টাইব্রেকারের শেষ পেনাল্টিতে বাগানের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন অধিনায়ক প্রীতম কোটাল। তিনি সেই ম্যাচে প্রশংসনীয় ফুটবল খেলেন। বাগান ডিফেন্সের বড় ভরসা ছিলেন প্রীতম। অথচ তাঁরও জায়গা হয়নি ২৩ জনের দলে। গত মরসুমে আইএসএলে ভালো খেলেছিলেন লিস্টন কোলাসো। কিন্তু এ বার তিনি একেবারে ভালো ছন্দে নেই। গোলের মুখই খুলতে পারছেন না। যুক্তিসঙ্গত কারণে তাঁকে দলে রাখা হয়নি। তবে বিশাল এবং প্রীতমের জায়গা না হওয়া নিয়ে চলছে তীব্র সমালোচনা।

আরও পড়ুন: ISL ফাইনালে ATKMB-BFC ম্যাচের উত্তেজনার সঙ্গে থাকবে ডিজে আর ব্যান্ডের পারফরম্যান্সও

বাগানের মাত্র দুই ফুটবলার ইগর স্টিমাচের দলে সুযোগ পেলেও, আর এক ফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি-র মোট সাত জন ফুটবলার সুযোগ পেয়েছেন। ২৩ জন ফুটবলারের পাশাপাশি রিজার্ভে আরও ১১ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন ইগর স্টিমাচ। সেই দলে অবশ্য এটিকে মোহনবাগানের পাঁচ ফুটবলার রয়েছেন। বিশাল, প্রীতম, লিস্টন ছাড়া শুভাশিস বসু এবং আশিস রাই সেই দলে রয়েছেন।

ভারতীয় দল:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, পূর্বা লাচেংপা, অমরেন্দ্র সিং।

ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্গাল, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা, রাহুল ভেকে, মেহতাব সিং, গ্লেন মার্টিন্স।

মিডফিল্ডার: সুরেশ ওয়াংজাম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জিকসন সিং, লালিনজুয়ালা ছাংতে, বিপিন সিং।

ফরোয়ার্ড: মনবীর সিং, সুনীল ছেত্রী, শিবশক্তি নারায়ণন।

রিজার্ভ তালিকা:

গোলরক্ষক: বিশাল কাইথ, প্রভসুখন গিল।

ডিফেন্ডার: শুভাশিস বসু, প্রীতম কোটাল, আশিস রাই, নরেন্দ্র গহলৌত।

মিডফিল্ডার: লিস্টন কোলাসো, নিখিল পুজারি, সাহাল আব্দুল সামাদ, নাওরেম মহেশ সিং।

ফরোয়ার্ড: ঈশান পণ্ডিতা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এই শ্রাদ্ধ পক্ষে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে করুন এই ব্যবস্থা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে খসড়া প্রস্তাব, উত্তরের অপেক্ষা শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি! দাবি Zee-র ‘আমি সাধ্যমতো করেছি, এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি, এটা রাজনীতির সময় নয়’ ডোভাল ও ভারত সরকারের বিরুদ্ধে মার্কিন মুলুকে মামলা খলিস্তানি পান্নুনের! ‘ক্ষমা চেয়েছিলাম...’ সলমন-সঙ্গীতার বিয়ের ভাঙার কারণ কি তিনিই? কী বললেন সোমি? প্রথম টেস্টে বাংলাদেশের দাদাগিরি! পন্ত বললেন,‘আমায় কেন মারছ’…লড়ছে অশ্বিন-জাড্ডু একমাথা চুল,মিষ্টি হাসি! শুভশ্রীর কোলে ইয়ালিনি,'পুরো রাজদার মুখ বসানো' বলছে সকলে আরজি কর নিয়ে নয়া তথ্য সামনে, এবার সামনে সন্দীপের আরও এক 'কুকীর্তি' ফাস্ট বোলার থেকে হয়েছেন স্পিনার! KKR-র ১৮ বছরের বোলারকে ভয় পাচ্ছেন প্রোটিয়ারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.