বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মেয়াদ বাড়ানো হল স্টিম্যাচের, সুনীলদের কোচের নতুন চুক্তি কত দিনের?

মেয়াদ বাড়ানো হল স্টিম্যাচের, সুনীলদের কোচের নতুন চুক্তি কত দিনের?

মেয়াদ বাড়ল, নতুন চুক্তিপত্রে সই করলেন ইগর স্টিম্যাচ।

গত মাসে কলকাতায় ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে টেকনিক্যাল কমিটির পরামর্শ গৃহীত হয়, স্টিম্যাচের মেয়াদ বাড়ানো হবে। সেই মতোই স্টিম্যাচের সঙ্গে চুক্তি বাড়ান হল। মঙ্গলবার দিল্লিতে এআইএফএফের সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণের উপস্থিতিতে নতুন চুক্তি সই করলেন ইগর।

এআইএফএফের টেকনিক্যাল কমিটি কিছু দিন আগে স্টিম্যাচের সঙ্গে চুক্তি বৃদ্ধির ব্যাপারে সম্মতি দিয়েছিল। আর মঙ্গলবার সরকারি ভাবে স্টিম্যাচের চুক্তির মেয়াদ বাড়াল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপ পর্যন্ত স্টিম্যাচই থাকবেন সুনীল ছেত্রীদের হেড কোচের দায়িত্বে।

আরও পড়ুন: জঘন্য রক্ষণ, মাঝমাঠ-আক্রমণ বর্ণহীন- ৩ গোলে ভিয়েতনামের কাছে উড়ে গেল সুনীলের ভারত

গত মাসে কলকাতায় ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে টেকনিক্যাল কমিটির পরামর্শ গৃহীত হয়, স্টিম্যাচের মেয়াদ বাড়ানো হবে। সেই মতোই স্টিম্যাচের সঙ্গে চুক্তি বাড়ান হল। মঙ্গলবার দিল্লিতে এআইএফএফের সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণের উপস্থিতিতে নতুন চুক্তি সই করলেন ইগর। জানা গিয়েছে, এশিয়ান কাপের শেষ আটে ভারত পৌঁছতে পারলে, স্টিম্যাচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে।

ইগর ২০১৯ সাল থেকে ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন। ৫৫ বছরের ক্রোট কোচের প্রশিক্ষণে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে পৌঁছেছে ভারত। চুক্তি সই করার পর সুনীলদের কোচ বলেছেন, ‘আমার কাজে এআইএফএফ আস্থা রাখায় আমি খুশি। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আমরা যথেষ্ট ভালো খেলেছি। এশিয়ান কাপের মূল পর্বের আগে আমাদের আরও উন্নতি প্রয়োজন। তা নিশ্চিত করতে হবে। মহাদেশীয় স্তরের প্রতিযোগিতা এশিয়ান কাপে ভালো ফল ভারতীয় ফুটবলের গুরুত্ব বাড়াবে। আমাদের সেরাটা দিতেই হবে।’

আরও পড়ুন: ক্রিকেটারদের নিয়ে সিনেমার মাঝে বায়োপিক হচ্ছে দুই প্রধানে খেলা মেহতাবেরও,মুক্তি কবে?

তিনি আরও যোগ করেন, ‘আমাদের যোগ্যতা অর্জন করা হয়ে গিয়েছে। এশিয়ান কাপ পর্যন্ত আমাদের উন্নতি করে যেতে হবে এবং দলের সেরা ভারসাম্য তৈরির কাজ করতে হবে। পদ্ধতিটা সহজ নয়। কাঙ্খিত জায়গায় পৌঁছতে অনেক কষ্ট করতে হবে। নির্দিষ্ট পদ্ধতি আঁকড়ে থাকতে পারলে এবং ফাঁকি না দিলে, আমরা প্রতিযোগিতার নকআউট পর্বে পৌঁছতে পারি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন