শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএলে ইতিমধ্যেই খেলছে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বেশ কয়েক মরশুম খেলা হয়ে গিয়েছে তাদের। সামনের মরশুমে তাদের সঙ্গেই কি আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব? এমন একটা জোরালো জায়গা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। চলতি আই লিগে আর এক ম্যাচ জিতলেই ২০২৪-২৫ মরশুমে আইএসএলে খেলার স্বপ্নপূরণ হবে সাদা কালো সমর্থকদের। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল ইন্টার কাশির। দুই দলের মধ্যে খেলা এই ম্যাচ ড্র হয়েছে।
ইন্টার কাশির বিরুদ্ধে এদিনের ম্যাচে তিন পয়েন্ট পেলেই আইএসএলে খেলা এই সপ্তাহেই নিশ্চিত করে ফেলত মহামেডান স্পোর্টিং। তবে ম্যাচটি তারা ড্র করেছে। ফলে এই সপ্তাহেই তাদের আইএসএল খেলা নিশ্চিত করতে তাকিয়ে থাকতে হবে রাজস্থান ইউনাইটেড এফসি-র দিকে। রবিবার রাজস্থান মুখোমুখি হবে শ্রীনিধি ডেকানের। এই ম্যাচে ডেকানকে যদি হারিয়ে দেয় রাজস্থান, তবেই নিশ্চিত হবে মহামেডানের আইএসএল খেলা। আর তা যদি নাও হয়, তাহলেও মহামেডানের হাতে থেকে যাচ্ছে আরও তিনটি ম্যাচ। এই তিনটি ম্যাচের একটিতে জিততে পারলেই ২০২৪-২৫ মরশুমে আইএসএলে খেলা নিশ্চিত হবে মহামেডানের।
এদিনের ম্যাচে নামার আগে মহামেডানের কাছে সমীকরণটা ছিল স্পষ্ট। তাদের দরকার ছিল আর চার পয়েন্টের। তা হলেই তারা আইলিগ জিতবে প্রথম বারের মতন। পাশাপাশি তাদের আইএসএল খেলাও নিশ্চিত হবে। এমন অবস্থায় দাঁড়িয়ে ইন্টার কাশির বিরুদ্ধে এক পয়েন্ট পেল তারা। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই এদিন লিড নেয় মহামেডান স্পোর্টিং। ৮ মিনিটে অ্যালেক্সিস গোমেজ গোল করে এগিয়ে দেন মহামেডান দলকে। তবে হাল ছাড়েনি ইন্টার কাশি। তারা ক্রমাগত আক্রমণ করে ব্যস্ত রেখেছে মহামেডান গোলরক্ষক পদম ছেত্রীকে। এরপরেও ১-০ গোলে এগিয়েই বিরতিতে গিয়েছিল মহামেডান দল। বিরতির পরে একাধিক সুযোগ পেলেও, ম্যাচে সমতা ফেরাতে পারছিল না ইন্টার কাশি। তাদের অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। বাঁদিক থেকে জর্ডন লামেলার করা ক্রসে হেডে গোল করে সমতা ফেরান মারিও বার্কো। এর পর ম্যাচে আর গোল হয়নি। খেলা ১-১ ফলেই শেষ হয়েছে। এদিন অবশ্য মহামেডানের ভাগ্য সুপ্রসন্ন ছিল। না হলে ইন্টার কাশির বিরুদ্ধে ম্যাচে হারতেও পারত তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।