শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের আই লিগে দারুণ ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যেই তারা তিনটি ম্যাচ খেলে ফেলেছে। শুক্রবার তারা মুখোমুখি হয়েছিল দিল্লি এফসির। সেই ম্যাচেই জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে শুরু করে মহমেডান। এদিনের ম্যাচে তাদের দুই ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড। তাতে ও দমানো যায়নি মহমেডানকে। ম্যাচে দাঁতে দাঁত চেপে লড়াই করে জয় পায় সাদা কালো ব্রিগেড। দিল্লি এফসিকে হারানোর পরে দীর্ঘদিন বাদে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এল মহমেডান স্পোর্টিং।
টু্র্নামেন্টে এদিনের ম্যাচ মিলিয়ে মোট তিনটি ম্যাচ খেলা হয়ে গেল মহমেডানের। দুটিতে তারা জয় পেয়েছে। একটি ম্যাচ ড্র হয়েছে। প্রথম ম্যাচে আইজলের বিরুদ্ধে তারা ২-১ গোলে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচ এগিয়ে গিয়ে ও ম্যাচ ড্র হয়। আর তৃতীয় ম্যাচে তো নয়জনে খেলেও দিল্লি এফসিকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল তারা। এদিন চলতি আই লিগে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং। ম্যাচের শুরুতে বেশ সতর্ক ছিল সাদা-কালো শিবির। আর শুক্রবার দিনের শেষে আন্দ্রে চেরনিশভের ছেলেরা ২-১ গোলে হারাল দিল্লি এফসিকে।
এ দিন খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ডেভিড গোল করে এগিয়ে দেন মহমেডান স্পোর্টিংকে। ম্যাচে তারা দ্বিতীয় গোলটি করে খেলার ১৪ তম মিনিটে।মহমেডানের হয়ে গোলটি করেন ফানাই। বিরতিতে যাওয়ার আগেই মহমেডানের দুজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। নয়জনে নেমে যায় মহমেডান। অ্যালেক্সিজ গোমেজ এবং কাসিমভ লাল কার্ড দেখেন।রেফারি এই কার্ড দেখিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। ম্যাচের বাকি সময়টা নয়জনে খেলে মহমেডান স্পোর্টিং। বিরতিতে স্কোর ছিল মহমেডানের পক্ষে ২-০। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বালি গগনদীপ একটি গোল করেন দিল্লির হয়ে। তবে দলের হার বাঁচাতে পারেননি তিনি। এই ম্যাচ জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে মহমেডান স্পোর্টিং লিগ তালিকায় শীর্ষে উঠে এল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।