শেষ হতে চলেছে সাল ২০২৪। আর কিছুদিন পর আমরা পা রাখব ২০২৫-এ। এবছর বেশ বর্ণময় ছিল বিশ্ব ফুটবল। সেই কারণে কোনও একটা বিশেষ ঘটনাকে বেছে নেওয়ার বিষয়টা খুবই কঠিন। বিগত কয়েক বছর কোনও একটা ঘটনা বেছে নেওয়ার কাজটা অনেক সোজা ছিল। যেমন আমরা যদি ২০২৩-এর কথা বলি, তাহলে সবচেয়ে আগে যেই কথাটা মনে পড়ে সেটা হল ম্যানচেস্টার সিটির ‘ট্রেবল’ ট্রফি জয়। ২০২২-এ মেসির কাতার বিশ্বকাপ জয়ের থেকে আর বড় কোনও ঘটনা থাকতে পারে বলে মনে হয় না। তবে এবছর যেকোনও একটা ঘটনাকে বেছে নেওয়া খুব কঠিন।
ব্যালন ডি’অর-এর টপ ৩০-এ নাম ছিল না মেসি-রোনাল্ডোর:
যদি এবছরের ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ঘটনা বেছে নিতে হয় তাহলে অবশ্যই তা মেসি-রোনাল্ডোর ব্যালন ডি’অর-এর মঞ্চে না থাকা। একটা সময় এই অ্যাওয়ার্ড এবং মেসি-রোনাল্ডোর নাম সমার্থক হয়ে গিয়েছিল। কিন্তু এবছর ব্যালন ডি’অর-এর নমিনেশন তালিকার টপ ৩০-এ জায়গা পাননি তাঁরা। এবছর ব্যালন ডি’অর ওঠে ম্যানচেস্টার সিটির মিডফিলাডের রড্রির হাতে। লড়াইয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রও। তবে শেষ পর্যন্ত বাজিমাত করেন রড্রি।
লেভারকুসেনের বুন্দেশলিগা জয়:
বেয়ার লেভারকুসেনের স্বপ্নের দৌড়ের কথা কে ভুলতে পারে, জার্মানের ঘরোয়া ফুটবল লিগ জিতে বাজিমাত করে তারা। জাভি আলেন্সোর হাত ধরে টানা ৩৪টি ম্যাচে অপরাজিত ছিল জার্মানের এই ক্লাবটি। একটা সময় বুন্দেশলিগা বলতেই বায়ার্ন মিউনিখ এবং বুরুশিয়া ডর্টমুন্ডের কথা মনে পড়ে যেত। কিন্তু ২০২৩-২৪ মরশুমে এই দুই হেভিওয়েটকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। প্রথমবার তারা বুন্দেশলিগা জেতে। শুধু তাই নয়, এই বছর জার্মান কাপ এবং সুপার কাপ চ্যাম্পিয়নও হয় লেভারকুসেন।
স্পেনের ইউরো কাপ জয়:
ইউরো কাপ ২০২৪ শুরু হওয়ার আগে প্রতিযোগিতার ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল জার্মানকে। ঘরের মাঠে তাদেরকেই এগিয়ে রেখেছিল বিশেষজ্ঞরা। ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল ফ্রান্সকেও। কিন্তু সবাইকে অবাক করে চ্যাম্পিয়ন হয় স্পেন। তারুণ্যের উপর ভর করে পুরো প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স করে স্পেন। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে জার্মানের মুখোমুখি হয়েছিল স্পেন। সেখানে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল তারা। মুখোমুখি হয়েছিল অপর ফেভারিট ফ্রান্সের, সেখানেও ২-১ গোলে জয় পায় স্পেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই ম্যাচেও ২-১ গোলে জয় পেয়েছিল স্পেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।