শুভব্রত মুখার্জি: বিশ্বকাপ ফুটবল আর ব্রাজিল যেন অঙ্গাঙ্গীভাবে যুক্ত। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল তাঁরা। ২৮ নভেম্বর অর্থাৎ সোমবার কাতার বিশ্বকাপের ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল সুইৎজারল্যান্ডের। আর এবার সেই ম্যাচ জিতেই কাতার বিশ্বকাপেই তাঁরা গড়ে ফেলল একাধিক নজির। একমাত্র দল হিসেবে পরপর ১৪টি বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়া একমাত্র দল ব্রাজিল। এখানেই রেকর্ডের শেষ হচ্ছে না। গ্রুপ পর্বে ১৭ টি ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল ব্রাজিল।
আরও পড়ুন… ডারবান সুপার জায়ান্টস দলের অধিনায়ক নির্বাচিত হলেন কুইন্টন ডি'কক
কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলের জয় পেল সেলেকাওরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৮ শতাংশ বল দখলে রেখেও গোল করতে পারেনি সেলেকাওরা। বিরতির পরও আক্রমণাত্মক খেলা জারি রাখে ব্রাজিল। এই ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচের ৮৩তম মিনিটে রড্রিগোর পাসে গোল করেন ক্যাসেমিরো। ক্যাসেমিরোর 'টাচ'দেখে মুগ্ধ হয়ে যান সকলে। এরপর ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগেজের গোলের সহজ সুযোগ মিস করায় ব্যবধান আর বাড়েনি। চোটের কারণে এদিন নেইমার খেলতে পারেননি।
আরও পড়ুন… সেলিম মালিক স্বার্থপর ছিলেন, চাকরের মতন ব্যবহার করত: বিস্ফোরক ওয়াসিম আক্রম
খেলেননি ডিফেন্ডার ড্যানিলোও। নেইমারহীন ব্রাজিল কাজের কাজটা করে চলে যায় নক আউট পর্বে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে অতীত ইতিহাস ভালো ছিল না আর্জেন্তিনার। বিশ্বকাপে সুইসদের কখনও হারাতে পারেনি সেলেকাওরা। গত বিশ্বকাপেও গ্রুপ পর্বে সুইসদের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। তবে এবার নতুন ইতিহাস রচনা করল ব্রাজিল। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠল ব্রাজিল। সমান ম্যাচে সুইসদের পয়েন্ট ৩। ক্যামেরুন ও সার্বিয়ার রয়েছে ১ পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।