বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > India vs Iran: পরপর সুযোগ নষ্টের খেসারত, ইরানের কাছে আটকে গেল ভারত
সুযোগ হাতছাড়া ভারতের। ছবি- এআইএফএফ।

India vs Iran: পরপর সুযোগ নষ্টের খেসারত, ইরানের কাছে আটকে গেল ভারত

গ্রুপের প্রথম ম্যাচে ইরানের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হল ভারতীয় দলকে।

এএফসি মহিলা এশিয়ান কাপের গ্রুপ-এ'র প্রথম ম্যাচে চিন ৪-০ গোলে পরাজিত করেছে চাইনিজ তাইপেকে। এবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরানের সঙ্গে ড্র করে ভারত।

20 Jan 2022, 09:45:16 PM IST

লিগ টেবিলে অবস্থান

প্রথম রাউন্ডের ম্যাচের শেষে চিন ৩ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের শীর্ষে রয়েছে। তারা প্রথম ম্যাচে ৪-০ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করে। ভারত ও ইরান, উভয়ের খাতায় রয়েচে ১ পয়েন্ট করে। আগামী ২৩ জানুয়ারি তাইপের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে ভারত।

20 Jan 2022, 09:37:06 PM IST

জিততে পারল না ভারত

দুই অর্ধেই গোলের সুযোগ তৈরি হয়েছিল বেশ কয়েকটা। যদিও কোনওভাবেই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি ভারত। ফলে ঘরের মাঠে এএফসি মহিলা এশিয়ান কাপের প্রথম গ্রুপ ম্যাচে ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্লু টাইগ্রেসরা। শেষমেশ ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে।

20 Jan 2022, 09:25:28 PM IST

বড় সুযোগ হাতছাড়া

শেষবেলায় গোলের সহজ সুযোগ নষ্ট করল ভারত। ৯০ মিনিটের মাথায় দাংমেইয়ের কাছে থেকে বল ছিনিয়ে নেন তাহেরখানি। তার আগে ৮৮ মিনিটের মাথায় জান্দিকে তুলে নিয়ে ইরান মাঠে নামায় আফসানেকে।

20 Jan 2022, 09:18:04 PM IST

জোড়া পরিবর্ত

৮২ মিনিটে মনীষাকে তুলে নিয়ে সুমতিকে মাঠে নামায় ভারত। রতনবালা দেবীর বদলে মাঠে নামেন শিল্কি দেবী। 

20 Jan 2022, 09:12:18 PM IST

দুর্দান্ত সেভ

৭৭ মিনিটে অরক্ষিত গ্রেসের আক্রমণ প্রতিহত করেন ইরানের গোলকিপার জোহরে। বক্সের ভিতরে সহজ সুযোগ পেলেছিলেন দাংমেই। যদিও তা কাজে লাগাজে পারেননি তিনি। এখনও ম্যাচের স্কোর-লাইন ০-০।

20 Jan 2022, 09:09:32 PM IST

জোড়া পরিবর্ত

৭১ মিনিটে জোড়া পরিবর্ত ফুটবলার মাঠে নামায় ইরান। সানার বদলে মাঠে নামেন ফারমানি। হাজারকে তুলে নিয়ে ইরান মাঠে নামায় সারাকে।

20 Jan 2022, 08:59:12 PM IST

হলুদ কার্ড

৬৮ মিনিটে হলুদ কার্ড দেখেন ইরানের সানা। ৬৯ মিনিটে হলুদ কার্ড দেখেন ভারতের মনীষা। তার আগে ৬৫ মিনিটে পিয়ারিকে তুলে নিয়ে রেনুকে মাঠে নামায় ভারত। ৬৪ মিনিটে দাংমেইয়ের শট বাঁচিয়ে দেন ইরানের গোলকিপার।

20 Jan 2022, 08:50:24 PM IST

পরিবর্ত

দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ভারত অন্তত দু'বার আক্রমণ শানায় প্রতিপক্ষের বক্সে। তবে গোল করতে পারেনি। ৫৫ মিনিটের মাথায় সান্ধিয়াকে তুলে নিয়ে দাংমেইকে মাঠে নামায় ভারত। ৬০ মিনিটে সার্বালির বদলে ইরান মাঠে নামায় মারজিয়েকে। চাকান্ডির বদলে মাঠে নামেন জাহরা।

20 Jan 2022, 08:47:38 PM IST

হাফ-টাইমে ম্যাচ গোলশূন্য

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করে ভারত। যদিও তার একটাকেও গোলে পরিণত করতে পারেনি তারা। ইরান একবার গোল করে ফেলেছিল প্রায়। তবে বল পোস্টে প্রতিহত হওয়ায় সে যাত্রায় রক্ষা পায় ভারত। আপাতত বিরতিতে ম্যাচ গোলশূন্য।

20 Jan 2022, 08:16:15 PM IST

বল দখলে এগিয়ে ভারত

প্রথমার্ধের ৪০ মিনিটে বল দখলের লড়াইয়ে এগিয়ে ভারত। ৫৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ভারত। ৩২ মিনিটে ইরানের বক্সে বল পেয়ে গিয়েছিলেন মণীষা। যদিও ফিনিশ করতে পারেননি। ৩৪ মিনিটে ইন্দুমতির শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।

20 Jan 2022, 08:03:23 PM IST

প্রথম ৩০ মিনিটে ম্যাচ গোলশূন্য

ম্যাচের ৩০ মিনিট অতিক্রান্ত। এখনও কোনও দল প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ১৬ মিনিটের মাথায় মণীষার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ২৪ মিনিটের মাথায় ইন্দুমতির শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৮ মিনিটে ডালিমার পাস ধরে পিয়ারি গোলের সুযোগ তৈরি করেছিলেন। বাধ সাধেন ইরানের গোলকিপার।

20 Jan 2022, 07:50:14 PM IST

পোস্টে প্রতিহত বল

বরাত জোরে বেঁচে গেল ভারত। ১৩ মিনিটের মাখায় ফ্রি-কিক থেকে চাকান্দির ফ্রি-কিক থেকে ইরানিয়ান তারকার হেডার পোস্টে প্রতিহত হয়। ফিরতি বল বাইরে বার করে দিয়ে বিপদ থেকে রক্ষা পায় ভারত।

20 Jan 2022, 07:43:43 PM IST

শুরুতেই আক্রমণ ভারতের

৫ মিনিটের মাথায় মণীষা তাঁর মার্কারকে এড়িয়ে বাঁ-দিক দিয়ে ক্রস বাড়িয়ে দেন বক্সে। তবে সান্ধিয়া হেডে বল জালে জড়ানোর চেষ্টা করেন। যদিও ফাউল হয় শেষমেশ।

20 Jan 2022, 07:34:48 PM IST

ম্যাচ শুরু

দু'দলের জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে ম্যাচ শুরু। বিশ্বব়্যাঙ্কিংয়ে দু'দলের মধ্যে যদিও বিস্তর ফারাক নেই। ভারত অবস্থান করছে ইরানের ঠিক পিছেনই। ভারতের বিশ্বব়্যাঙ্কিং ৫৭। ইরান অবস্থান করছে ৫৬ নম্বরে। ভারত তাদের পরিচিত নীল জার্সিতেই মাঠে নেমেছে। ইরান খেলছে সাদা জার্সিতে।

20 Jan 2022, 07:25:49 PM IST

ভারতের পরিবর্ত

সৌমিয়া, পানথই চানু, ঋতু রানি, শিল্কি দেবী, কমলা দেবী, কার্তিকা, মারিয়াম্মাল, সুমতি, রেনু, প্রিয়াঙ্কা দেবী, দাংমেই গ্রেস।

20 Jan 2022, 07:22:43 PM IST

ভারতের প্রথম একাদশ

অদিতি চৌহান (গোলকিপার), ডালিমা ছিব্বার, আশালতা দেবী (ক্যাপ্টেন), মনীষা পান্না, সঞ্জু যাদব, অঞ্জু তামাং, ইন্দুমতি, রতনবালা দেবী, সান্ধিয়া রঙ্গনাথন, পিয়ারি, মনীষা কল্যাণ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.