বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC U-20 Asian Cup Qualifiers: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় ভারতের, লড়েও যাওয়া হল না মূল পর্বে

AFC U-20 Asian Cup Qualifiers: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় ভারতের, লড়েও যাওয়া হল না মূল পর্বে

অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের। (ছবি-AIFF)

অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ২-০ ব্যবধানে জয় ভারতের। ভালো লড়েও মূল পর্বে যাওয়া হল না অনূর্ধ্ব ২০ ভারতীয় ফুটবল দলের।  

অনূর্ধ্ব ২০ AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্ৰুপের শেষ ম্যাচে জয় পেল ভারত।  রবিবার লাওসকে ২-০ ব্যবধানে পরাজিত করে তারা। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুরন্ত খেলে জয় ছিনিয়ে নেয় ভারত। ৬৯ মিনিটে ভারতের প্রথম গোলটি করে গয়ারি, এরপর ৮৪ মিনিটে দ্বিতীয় গোলটি করে গাঙতে। নিজেদের শেষ ম্যাচ জিতে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারত।  এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের মোট ১০টি গ্রুপের প্রথম স্থানে থাকা দলগুলি মূলপর্বে জায়গা করে নেবে। পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা ৫টি সেরা দলও মূলপর্বে পৌঁছে যাবে। ভারত লড়াই করেও মূলপর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে তারা, গোল পার্থক্য ৪। অন্যদিকে ৩টি ম্যাচের ৩ জিতে গ্ৰুপ শীর্ষে থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান।   

প্রথমার্ধে ভারত ভালোই শুরু করে। পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য বজায় রাখে। প্রথম ৪৫ মিনিটের বেশিরভাগ সময়টাই প্রতিপক্ষের গোলের আশেপাশে ঘুরে বেড়ায় ভারতীয় ফুটবলাররা, তবে গোল করতে ব্যর্থ হয়। গোল শূন্য অবস্থায় শেষ হয় খেলার প্রথমভাগ। দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার লক্ষ্যে আরও আক্রমণ বাড়ায় ভারত। দু’বার গোল করার সুযোগ পায় হোম টিম লাওস। তবে ভারতের গোলরক্ষক সাহিল দুরন্ত ভাবে তা আটকে দেয়। এরপরই কিপগেনের পাস থেকে গোল করে গয়ারি। ৬৯ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ৮৪ মিনিটে পরিবর্তিত খেলোয়াড় গাঙতে বক্সের মধ্যে থেকে জোরাল শট থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।  

প্রসঙ্গত, ২০২৫ সালে চিনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ। তার আগে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছিল। ভারত যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ জি-তে ছিল। একই গ্রুপে ছিল ইরান, লাওস এবং মঙ্গোলিয়া। ইরানের সঙ্গে দুরন্ত লড়াই করেও ১-০ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। অন্যদিকে প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছিল তারা এবং শেষ ম্যাচে লাওসকে ২-০ ব্যবধানে পরাজিত করল। তবে মূল পর্বে যাওয়া হল না ভারতের। যতই গোল পার্থক্যে ৪ গোলে এগিয়ে থাকুক পরবর্তী রাউন্ডে যাওয়াটা বেশ কঠিনই ছিল তাদের জন্য। কারণ দ্বিতীয় স্থানে থাকা অনেক দলেরই গোল পার্থক্য ভারতের থেকে অনেক বেশি। সেক্ষত্রে ভারতকে কিছুটা নির্ভর করতে হতো তাদের ভাগ্যের ওপর। তাই ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায়  ভালো লড়েও এশিয়ান কাপের মূল পর্বে যাওয়া হল না অনূর্ধ্ব ২০ ভারতীয় দলের।  

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চার-ছক্কায় সর্বাধিক রান, বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে বিশ্বরেকর্ড ভারতের বড় ডিজাইনাররাও ‘বহিরগত’দের পোশাক দেন না! বলিউড নিয়ে আর কী ক্ষোভ জানলেন মীরা? মায়ানগরীতেই লিভ ইনে বাবা! মাকে নিয়ে সারা-জারা মুম্বই যেতে, কী প্রতিক্রিয়া যিশুর 'ডিএনএ পরীক্ষায় ৫০০ বছরের রহস্য ভেদ', স্পেনের সেভিলেই শায়িত রয়েছেন কলম্বাস! রামবাম জোট, সুবিধাবাদী রাজনীতি, মোদীকে চিঠি লিখতেই ডাক্তারদের আক্রমণ কুণালের MI-এ কি ভারতের T20 WC 2024 জয়ী দলের কোচের এন্ট্রি হবে? কোথায় বসবে IPL 2025 নিলাম সিবিআই চার্জশিটে লম্বা সাক্ষীর তালিকা, ১২৮ জনের মধ্যে পুলিশ–চিকিৎসক আরও অনেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিন, দলের কর্মীদের নির্দেশ সুকান্তর, রাখঢাক উধাও! দশেরা উপলক্ষ্যে জেহ আলি খান সহ স্কুলের শিশুদের সঙ্গে ডান্ডিয়া খেললেন নীতা জলে গেল ইরফান-ইউসুফের ঝোড়ো ইনিংস, লেজেন্ডস লিগের ফাইনালে কেদারের সুপারস্টার্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.