এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ সামনে এল। আগামী বছর মার্চ মাস থেকে শুরু হবে খেলা। ভারত রয়েছে গ্রুপ সি-তে, সঙ্গে আছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। অর্থাৎ খুব বেশি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে না আনোয়ার-লিস্টনদের। ২০২৭ সালে সৌদি আরবে আয়োজিত হবে এশিয়ান কাপ। এর আগে গত দু’বার এই প্রতিযোগিতার মূল পর্বে খেললেও সেই ভাবে দাগ কাটতে পারেনি ভারত। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল প্রতিবার। এবারও টুর্নামেন্টের মূল পর্ব খেলার লক্ষ্য নিয়েই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ভারত। তবে লড়াইটা সহজ হবে না। চলতি বছরে একটিও ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া।
তবে কোচ মানোলো মার্কুয়েজ বেশ আশাবাদী যোগ্যতা অর্জন পর্ব নিয়ে। তিনি বলেন, ‘ আমরা একটি পট ১ দল এবং আমাদের দেখাতে হবে কেন আমরা যোগ্যতা অর্জনের জন্য ফেভারিট। গ্ৰুপের বাকি দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। প্রতিটি দলই কঠিন। ন্যাচারালাইজড খেলোয়াড় এবং তাদের কোচ অ্যাশলে ওয়েস্টউডের তত্ত্বাবধানে হংকং অনেক উন্নতি করেছে। ওয়েস্টউডের বিরুদ্ধে ভারত বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিল (তখন তিনি আফগানিস্তানের দায়িত্বে ছিলেন)। আমরা মার্চে প্রথমে বাংলাদেশের বিপক্ষে খেলব, যারা সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের নিয়মিত প্রতিপক্ষ। আমরা ইতিমধ্যেই ক্রীড়াসূচি জানি। আমাদের ছয়টি খেলা আছে। আমাদের গ্রুপের শীর্ষে থাকতে হবে এবং এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করতে হবে।’
জানা যাচ্ছে, ISL শেষ হলেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন কোচ মানোলো। সেই মত ১৪ মার্চ থেকে জাতীয় দলের শিবির শুরু হবে। এবছরের একটি ম্যাচেও জয় না পেলেও নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি। এবারের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ শীর্ষের ৬টি দল সরাসরি পৌঁছে যাবে মূল পর্বে। আগেই ১৮টি দল মূলপর্ব খেলার ছাড়পত্র পেয়েছে। এবার কোয়ালিফাই করে টানা ৩ বার টুর্নামেন্টের মূল পর্বে যাওয়ার রেকর্ড গড়তে চাইছে ভারত। নভেম্বরের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ১২৭ নম্বরে রয়েছে ইন্ডিয়া। গ্রুপের বাকি ৩টি দল পিছিয়ে রয়েছে ভারতের থেকে, যথাক্রমে- হংকং রয়েছে ১৫৬ নম্বরে, সিঙ্গাপুর রয়েছে ১৬১ নম্বরে এবং বাংলাদেশ রয়েছে ১৮৫ নম্বরে।
AFC এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বের ভারতের ক্রীড়াসূচি:
২৫ মার্চ ২০২৫- ভারত বনাম বাংলাদেশ (হোম)
১০ জুন ২০২৫- ভারত বনাম হংকং (অ্যাওয়ে)
৯ অক্টোবর ২০২৫- ভারত বনাম সিঙ্গাপুর (হোম)
১৪ অক্টোবর ২০২৫- ভারত বনাম সিঙ্গাপুর (অ্যাওয়ে)
১৮ নভেম্বর ২০২৫- ভারত বনাম বাংলাদেশ (অ্যাওয়ে)
৩১ মার্চ ২০২৬ - ভারত বনাম হংকং (হোম)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।