AFC অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে লড়াই করেও ইরানের বিরুদ্ধে হার ভারতের। শুক্রবার ৬ বারের অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হয়েছিল ভারত। লড়াইটা ভালোই দিয়েছিল, তবে শেষে ৮৮ মিনিটে এক গোল হজম করে পরাজিত হয় ভারত। যদিও এখনও টিম ইন্ডিয়ার সামনে টুর্নামেন্টের মূল পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্ৰুপ সি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ১০টি গ্রুপের প্রথম স্থানাধিকারীরর পাশাপাশি ৫টি দ্বিতীয় স্থানে থাকা দল চিনে আয়োজিত ২০২৫ AFC অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে অংশগ্রহণের সুযোগ পাবে। বর্তমানে ভারত গোল পার্থক্যের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ২টি ম্যাচে ৪টি গোল করেছে এবং ২টি গোল খেয়েছে। রবিবার গ্ৰুপের পরবর্তী ম্যাচে লাওসের মুখোমুখি হবে ভারত। লাওস গত ম্যাচে ইরানের কাছে ৮-০ ব্যবধানে পরাজিত হয়েছে।
ইরান পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে রয়েছে। এদিন প্রথমার্ধে দুই দলই সমান আক্রমণাত্মক ছিল। ভারত বেশ কয়েকবার ইরানের রক্ষণ ভেঙে গোলের সামনে পৌঁছলেও গোল দিতে পারেনি। প্রথমার্ধে ইরানও বেশ কয়েকবার সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হয়। ৫ মিনিটে নিজেদের প্রথম কর্নার কিক অর্জন করে নিয়েছিল ইরান, কিন্তু ভারতের ডিফেন্ডাররা দক্ষতার সঙ্গে রক্ষণ সামলে রাখে। তবে এদিন ভারতের খেলা মুগ্ধ করেছে সকল ফুটবলপ্রেমিকে। শক্তিশালী ইরানের বিরুদ্ধে তারা শুধু ডিফেন্স করে যায়নি, বরং বেশ কয়েকবার ভালো আক্রমণও করে তারা। তবে প্রথমার্ধ গোলশূন্যই ছিল।
দ্বিতীয়ার্ধে লড়াইটা সমানে সমানেই শুরু হয়। ভারতের ডিফেন্ডাররা তাদের গোলকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করার জন্য দাঁড়িয়ে ছিল, বেশ কিছু আক্রমণও তৈরি করে ভারত। শুরুর দিকে ইরানের খেলোয়াড়দের তাদের অর্ধেই খেলতে বাধ্য করে ভারতের আক্রমণভাগের খেলোয়াড়রা। ৫৪ থেকে ৬০ মিনিটের মধ্যে ভারত ইরানের গোল লক্ষ্য করে বেশ কিছু আক্রমণ করে। একসময় ভারতের তরফে একটি হ্যান্ড বলের জন্য পেনাল্টির আবেদন করা হয়, কিন্তু রেফারি তা দিতে অস্বীকার করেন। অন্যদিকে ৬ বারের AFC অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন ইরানের ফুটবলারদের গোল না পেয়ে কিছুটা হতাশাগ্রস্ত দেখাতে থাকে। একের পর এক ফাউল চলতে থাকে ম্যাচে। অবশেষে ৮৮ মিনিটে গোল করে লিড নেয় ইরান। যদিও তারপর সেরকমভাবে ভারত আর সুযোগ তৈরি করতে পারেনি ম্যাচে। এখন রবিবার গ্রুপের শেষ ম্যাচে ভারত কেমন প্রদর্শন করে সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।