শনিবার নেপালকে ৪-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার মুখোমুখি হবে বাংলাদেশের। ভুটানের রাজধানী থিম্পুর ছাঙলিমিথাং স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত এবং নেপাল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের মুখ খোলে ভারত। ৬১ মিনিটে প্রথম গোল করে বিশাল যাদব। এরপর ৬৮ মিনিটে আরও একবার গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয় বিশাল। ৮১ মিনিটে নেপালের হয়ে ব্যবধান কমায় সুভাষ বাম। এরপর ৮৫ মিনিটে ঋষি সিং গোল করে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয়। ৮৯ মিনিটে ভারতের মহম্মদ কাইফের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় নেপাল। খেলার ইনজুরি টাইমে গোল করে নেপালের কফিনে শেষ পেরেক পোতে হেমনিচুং লুঙ্কিম।
শুরু থেকে বল নিজেদের দখলে রেখেছিল ভারত। বিশেষ করে ভারতীয় মিডফিল্ডাররা মাঝ মাঠে বেশ আধিপত্য বিস্তার করেছিল। তবে নেপালের ডিফেন্স বেশ শক্তিশালী দেখায়। খেলার ১২ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল ভারত। নেপালের বক্সের মধ্যে ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে যায় ভারতের মহম্মদ আরবাজ, কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৩৮ মিনিটে আরও একটি সুযোগ পায় ভারত। এক্ষেত্রেও গোল করতে ব্যর্থ হয়। যদিও দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। কম সময়ের ব্যবধানে দ্রুত ২ গোলে এগিয়ে যায়। লড়াইটা ভালো দেওয়ার চেষ্টা করলেও সেভাবে ম্যাচ নিজেদের দখলে নিতে পারেনি নেপাল।
অন্যদিকে সেমিফাইনালের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ। একসময় হারতে বসা ম্যাচে স্বপ্নের প্রত্যাবর্তন করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। এমনকি ইনজুরি টাইম পর্যন্তও ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। এরপর শেষ বাঁশি বাজার একদম আগে গোল করে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর ম্যাচ ট্রাইব্রেকারে গেলে সেখানে জয় লাভ করে। ট্রাইব্রেকারেও বাংলাদেশ এবং পাকিস্তান সমানে সমানে লড়াই করছিল। প্রথম ৫টি শট কোনও দলই মিস করেনি। এরপর শেষ পর্যন্ত সাডেন ডেথে ৮(২)–৭(২) ব্যবধানে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে নির্ধারিত সময়ের মধ্যে গোল ২টি করে পরিবর্তিত খেলোয়াড় মহম্মদ মানিক। পাকিস্তানের হয়ে গোল ২টি করে শাহাব আহমেদ এবং আব্দুল রেহমান। এখন দেখার বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করতে পারে কিনা ভারত। সোমবার ৩০ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল ৫:৩০ থেকে শুরু হবে ফাইনাল ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।