১৯৬২ সালে এশিয়ান গেমসে ফুটবলে সোনা জিতেছিল ভারত। সেবার ইন্দোনেশিয়ায় হয়েছিল প্রতিযোগিতাটি। সেই ইন্দোনেশিয়ার মাটিতেই অপরাজেয় থাকল ভারতের অনূর্ধ্ব ২৩ দল। গতকাল এই সফরের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে ভারত। গতকাল কোরো সিং থিংগুজাম ভারতের হয়ে একমাত্র গোলটি করেন। এর আগে সফরের প্রথম ম্যাচে ভারত জিতেছি ২-১ ব্যবধানে।
এদিকে সফরের দ্বিতীয় ম্যাচটি ড্র হলেও ভারতের তরুণরা অনেক সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল। রিকি মেইতেইয়ের একটি শট ইন্দোনেশিয়ার গোলের খুব কাছ দিয়ে চলে যায়। বক্সের কোণা থেকে বিভিন মোহনের শট বাঁচিয়ে দেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত বদলি হয়ে নামা হর্ষ পলন্দেলের ক্রসে গোল করে যান কোরো সিং। সেই গোলের একমিনিট পর ভারতের হয়ে বদলি হিসেবে মাঠে নামেল মহম্মদ সুহেল। তিনি মাঠে নামতেই গোলে শট নিয়েছিলেন তবে গোলরক্ষক তা পাঞ্চ করে বাঁচিয়ে দেন। পরে ম্যাচের ৭১তম মিনিটে সমতা ফেরায় ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব ২৩ দল।
এর আগে সফরের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জেতে ভারত। বেঙ্গালুরুতে মাত্র ৪ দিনের প্রস্তুতি শিবির করিয়ে দল নিয়ে ইন্দোনেশিয়ায় যান কোচ নওশাদ মুসা। আর তাতেই এই সাফল্য। অপরাজিত হিসেবে সফর শেষ করে দেশে ফিরছেন সুহেলরা। গত ম্যাচে কাশ্মীরের সুহেল ভাট ২টো অনবদ্য গোল মেরেছিলেন।
এর কয়েকদিন আগেই অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে ভারতের থেকে ৪৪ ধাপ ওপরে থাকা বাহারিনকে হারিয়েছিল ভারতীয় তরুণরা। উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে ৪৪টি দল অংশ নিয়েছিল। এর মধ্যে মূল পর্বে খেলার সুযোগ পেল ১৫টি দল। দুর্ভাগ্যবশত ভারত শেষ করল ১৬ নম্বরে। বাছাই পর্বের শেষ ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় ভারত। তবে বাছাই পর্বে কাতারের কাছে হেরে গিয়েছিল ভারত। যার জেরে খুব কাছে এসেও প্রথমবারের মতো অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপে খেলা হয়নি ভারতের। তবে ভারতের তরুণ ব্রিগেডের লড়াই ফুটবলপ্রেমীদের মন জয় করেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।