ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতল ভারতের অনুর্ধ্ব ২৩ দল। গতকালকের সেই ম্যাচে ভারতের হয়ে দুটি গোলই করেন সুহেল ভাট। উল্লেখ্য, বর্তমানে জাকার্তায় আছে ভারতের অনূর্ধ্ব ২৩ দল। সেখানে ২টি ম্যাচ খেলার কথা তাঁদের। এই সফরের প্রথম ম্যাচটি ছিল গতকাল। বেঙ্গালুরুতে মাত্র ৪ দিনের প্রস্তুতি শিবির করিয়ে দল নিয়ে ইন্দোনেশিয়ায় যান কোচ নওশাদ মুসা। আর তাতেই এই সাফল্য। এদিকে ম্যাচে সুহেলের ২টো গোলই ছিল অনবদ্য। এবং গোল মেরে তাঁকে রোনাল্ডোর মতো উদযাপন করতে দেখা গেল মাঠে।
এর কয়েকদিন আগেই অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে ভারতের থেকে ৪৪ ধাপ ওপরে থাকা বাহারিনকে হারিয়েছিল ভারতীয় তরুণরা। উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে ৪৪টি দল অংশ নিয়েছিল। এর মধ্যে মূল পর্বে খেলার সুযোগ পেল ১৫টি দল। দুর্ভাগ্যবশত ভারত শেষ করল ১৬ নম্বরে। বাছাই পর্বের শেষ ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় ভারত। তবে বাছাই পর্বে কাতারের কাছে হেরে গিয়েছিল ভারত। যার জেরে খুব কাছে এসেও প্রথমবারের মতো অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপে খেলা হয়নি ভারতের।
অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপ বাছাই পর্বে গ্রুপ শীর্ষে উঠতে হলে ভারতকে কাতারের সঙ্গে ড্র করতে হত বা শেষ ম্যাচে ব্রুনেইকে ১৪ গোলের ব্যবধানে হারাতে হত। কাতারের সঙ্গে লড়াই করেও হারতে হয়েছিল ভারতের তরুণ ব্রিগেডকে। আর ব্রুনেই বিরুদ্ধে ডবল ফিগারে যায়নি ভারতের গোল সংখ্যা। এদিকে অন্যান্য যে সব ফলের দিকে ভারত তাকিয়ে ছিল, তাও ভারতের অনুকূলে যায়নি। থাইল্যান্ড-মালয়েশিয়া ম্যাচ ড্র হলে ভারত মূলপর্বে চলে যেত। তবে সেই ম্যাচের স্কোরলাইন ৯১ মিনিট পর্যন্ত ১-১ থাকার পর শেষ লগ্নে গোল মেরে থাইল্যান্ড জিতে যায়। অপরদিকে উজবেকিস্তান-প্যালেস্তাইন ম্যাচ ড্র হলেও ভারত মূলপর্বে চলে যেত। তবে সেটাও হয়নি। উজবেকিস্তান জিতে যায়। তবে ভারতের তরুণ ব্রিগেডের লড়াই ফুটবলপ্রেমীদের মন জয় করেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।