বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > King's Cup 2023 India vs Iraq Match: ভারতের দুরন্ত লড়াই, টাইব্রেকারে জিতল ইরাক
দারুণ লড়াই করেও হারল ভারত (ছবি-এক্স)

King's Cup 2023 India vs Iraq Match: ভারতের দুরন্ত লড়াই, টাইব্রেকারে জিতল ইরাক

থাইল্যান্ডের চিয়াং মাই শহরে কিংস কাপের সেমিফাইনাল ম্যাচের ১৭ মিনিটে মহেশের গোলে এগিয়ে যায় ভারত। পরে সন্দেশের ভুলে পেনাল্টি পায় ইরাক। ম্যাচের ২৭ মিনিটে সমতায় ফেরে ইরাক। ম্যাচের ৫১ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। পেনাল্টি থেকে সমতায় ফেরে ইরাক। শেষ পর্যন্ত টাইব্রেকারে ইরাকের কাছে ৫-৪ ব্যবধানে হেরে যায় ভারত।

ভারতের দুরন্ত লড়াই, টাইব্রেকারে জিতল ইরাক। এদিন দুবার প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত। তবে দুবারই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ইরাক। শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্লু টাইগারদের হারায় ইরাক।

07 Sep 2023, 06:04:19 PM IST

ভারত-৪, ইরাক-৫

ভারতের ব্র্যান্ডন মিস করলেন। ইরাক তাদের প্রথমে শটে গোল করতে ভুল করেননি। দ্বিতীয় শটে সন্দেশ গোল করেন। আলি আনান দ্বিতীয় শটটিতে গোল করেন। সুভাষ ২-২ করেন। এরপরে ফের ইরাক গোল করে এগিয়ে যায় ইরাক। এরপরে আসেন আনোওয়ার আলি। তিনিও গোল করতে ভুল করেননি। ৩-৩ করে ভারত। এরপরের শটটি নেন ইরাকের আল হাম আলি। তিনি গোল করতে ভুল করেননি। পঞ্চম পেনাল্টিটা নেন রহিম আলি। তিনিও গোল করেন। শেষ পর্যন্ত পাঁচ নম্বর শটে গোল করে ৫-৪ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ জেতে ইরাক। ফলে ফাইনালের টিকিট পাকা করে ইরাক। 

07 Sep 2023, 05:58:37 PM IST

শেষ দ্বিতীয়ার্ধ

৯০ মিনিটের খেলা শেষ, ভারত-২ ও ইরাক-২। এবার টাইব্রেকারের দিকে গড়াল ম্যাচ।

07 Sep 2023, 05:57:03 PM IST

লাল কার্ড দেখল ইরাকের ফুটবলার

ম্যাচের ৯০+৪ মিনিটে লাল কার্ড দেখল ইরাকের ফুটবলার জিদান। 

07 Sep 2023, 05:52:16 PM IST

শেষ ৯০ মিনিটের খেলা

থাইল্যান্ডের চিয়াং মাই শহরে কিংস কাপের সেমিফাইনালে ভারত শক্তিশালী ইরাকের বিরুদ্ধে খেলতে নেমেছে। ম্যাচের ১৭ মিনিটে মহেশের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এরপরে সন্দেশের ভুলে পেনাল্টি পায় ইরাক। ম্যাচের ২৭ মিনিটে সমতা ফেরে ইরাক। ম্যাচের ৫১ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। ফের পেনাল্টি থেকে সমতায় ফেরে ইরাক। ৯০ মিনিটের খেলার পরে চার মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। 

07 Sep 2023, 05:49:22 PM IST

আবার পরিবর্তন

সাহালের জায়গায় মাঠে নামলেন মেহতাব।

07 Sep 2023, 05:47:12 PM IST

৮৫ মিনিট- ভারত-২ ইরাক-২

এখনও দুই দল দুটি করে গোল করেছে। আর পাঁচ মিনিটের খেলা বাকি। এই সময়ে আক্রমণের ঝড় তুলেছে ইরাক। 

07 Sep 2023, 05:45:27 PM IST

সন্দেশের দারুণ সেভ 

আক্রমণের ঝড় তুলেছে ইরাক। ম্যাচের ৮৪ মিনিটে ভারতের গোলের মুখ প্রায় খুঁজে পেয়েছিল ইরাক। তবে দারুণ সেভ দিলেন সন্দেশ। 

07 Sep 2023, 05:42:34 PM IST

গোল, পেনাল্টি থেকে গোল করল ইরাক

সন্দেশ ঝিঙ্গান ও নিখিল পূজারীর ভুলে পেনাল্টি পায় ইরাক। সেখান থেকে ভুল করেননি ইরাকের ফুটবলার। ফের পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরল ইরাক। এবারে গোল করলেন আমিন।

07 Sep 2023, 05:40:19 PM IST

আবার পেনাল্টি পেল ইরাক

ম্যাচে ৭৮ মিনিটে ফের পেনাল্টি পেল ইরাক। ফের ভুল করে বসলেন সন্দেশ।

07 Sep 2023, 05:37:45 PM IST

বাইসাইকেল কিক মারতে ব্যর্থ সাহাল

দারুণ একটা সুযোগ তৈরি করেছিল ভারত। ইরাকের বক্সে পৌঁছে গিয়েছিলেন সাহাল। সেই সময়ে তিনি বাই সাইকেল কিক করে একটি গোল করতে চেয়েছিলেন কিন্তু তাঁর পায়ে বলটি লাগেনি। তবে তাঁর প্রচেষ্টাকে কুর্নিশ করতেই হবে।

07 Sep 2023, 05:35:42 PM IST

কারা মাঠে নামলেন, কাদের উঠিয়ে নেওয়া হল

মাঠে এসেছেন রোহিত কুমার, সুরেশ, রাহুল কেপি, ব্রেন্ডান ফার্নান্ডেজ। উঠে গেলেন অনিরুদ্ধ থাপা, মহেশ নাওরেম, মনবীর সিং, জ্যাসন সিং। 

07 Sep 2023, 05:33:40 PM IST

আবার সেভ দিলেন গুরপ্রীত

ম্যাচের ৭১ মিনিটে দারুণ একটি সেভ দিলেন গুরপ্রীত। 

07 Sep 2023, 05:31:26 PM IST

চারটে পরিবর্তন করল ভারত

ম্যাচে ৬৯ মিনিটে উঠিয়ে নেওয়া হল মহেশকে। এক সঙ্গে মোট চারটে পরিবর্তন করল ভারত।

07 Sep 2023, 05:25:21 PM IST

আরও দুটো পরিবর্তন করল ইরাক

ম্যাচের ৬৪ মিনিটে জোড়া পরিবর্তন করল ইরাক। ভারতের উপর চাপ বাড়াতে চাইছে ইরাক।

07 Sep 2023, 05:21:08 PM IST

ভারতের প্রথম পরিবর্বতন

ম্যাচের ৫৭ মিনিটে আশিক কুরুনিয়ানের জায়গায় মাঠে নামলেন রহিম আলি।

07 Sep 2023, 05:15:54 PM IST

গোলললল

৫১ মিনিটে ইরাকের গোলরক্ষকের গোলে আবারা এগিয়ে গেল ভারত। মনবীর সিং বল নিয়ে ইরাকের বক্সে এগিয়ে যান, সেখানে আকাশ মিশ্র উপস্থিত ছিলেন। আকাশকে বল দেন মনবীর। সেই বল ইরাকের গোলে মারেন আকাশ। সেখানে বল সেভ দেন ইরাকের গোলরক্ষক জালাল হাসান। তবে বলটি জালাল সেভ দেওয়ার পরিবর্তে বলটি তাঁর হাতে লেগে গোলে ঢুকে যায়। ২-১ এগিয়ে যায় ভারত।  

07 Sep 2023, 05:10:32 PM IST

ইরাকে ফুটবলার পরিবর্তন

ইরাক তিনটি পরিবর্তন করেছে। জিদান, আমিন আলহামাউই, আয়মেন গাদবান সকলেই মাঠে নেমেছেন। হাফ টাইমের পরে ইরাক ট্রিপল পরিবর্তন করলেও ভারত অপরিবর্তিত রয়েছে।

07 Sep 2023, 05:07:44 PM IST

শুরু দ্বিতীয়ার্ধ ভারত-১, ইরাক-১

দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটে পরিবর্তন করল ইরাক। ভারতকে সহজ ভাবে নিতে পারছে না ইরাক। তারা নিজেদের সেরাটা দিতে তৈরি। ফলে বলা যায় জমে উঠবে শেষ ৪৫ মিনিট।

07 Sep 2023, 04:52:05 PM IST

শেষ প্রথমার্ধ

শেষ হল ম্যাচের প্রথমার্ধ। ম্যাচের প্রথমার্ধে ইরাককে কঠিন চ্যালেঞ্জের মধ্যে রেখেছে ভারত। যদিও ইরাক এই অর্ধেবল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল, তবু এই ম্যাচে প্রথমে গোল পেয়েছিল ভারত। সন্দেশ ঝিঙ্গান ভুল না করলে, প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকতে পারত ভারত। 

07 Sep 2023, 04:48:25 PM IST

আক্রমণের ঝড় তুলেছে ইরাক

প্রথমার্ধ শেষ হওয়ার শেষ পাঁচ মিনিটে আক্রমণের ঝড় তুলেছে ইরাক। ৪৫ মিনিটের খেলা শেষ, ২ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হল। 

07 Sep 2023, 04:43:51 PM IST

৪০ মিনিট- ভারত-১ ইরাক-১

শক্তিশালী ইরাকের বিরুদ্ধে এখনও পর্যন্ত দারুণ ফুটবল খেলছে ভারত। প্রথমে এগিয়ে গিয়েছিল ভার। পরে সন্দেশের ভুলে গোল হজম করতে হয় তাদের।   

07 Sep 2023, 04:38:51 PM IST

আবার গুরপ্রীতের দারুণ সেভ

ম্যাচের ৩৩ মিনিটে ফ্রি কিক থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল ইরাক। তবে শেষ মুহূর্তে গুরপ্রীত দারুণ একটা সেভ দেন এবং বলটি পোস্টে লেগে বেরিয়ে যায়। এটা গুরপ্রীত সেভ না দিলে ব্যবদান বাড়িয়ে নিত ইরাক।  

07 Sep 2023, 04:32:37 PM IST

গোল করল ইরাক

পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরল ইরাক। ম্যাচের ২৮ মিনিটে করিম পেনাল্টি থেকে গোল করে ইরাককে সমতায় ফেরাল। ম্যাচের ফল ইরাক-১, ভারত-১  

07 Sep 2023, 04:30:21 PM IST

পেনাল্টি পেল ইরাক

বক্সের ভিতরে বল হাতে লাগল সন্দেশ ঝিঙ্গানের। পেনাল্টি পেল ইরাক। 

07 Sep 2023, 04:26:52 PM IST

দারুণ মুভ

ম্যাচের ২৩ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল ভারত।বাঁ দিক থেকে মনবীর বল নিয়ে উঠে আশিককে বল দিয়েছিল।ভার ইরাকের বক্সে ঢুকে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ গোলের মুখ খুলতে পারেনি ভারত।  

07 Sep 2023, 04:20:50 PM IST

গোলললল

ম্যাচের ১৭ মিনিটে মহেশের গোলে এগিয়েগেল ভারত। ইরাকের বিরুদ্ধে লিড নিল ভারত। সামাদের পাশ থেকে গোল করলেন মহেশ।

07 Sep 2023, 04:17:43 PM IST

জেনে নিন এই ম্যাচের কিছু নিয়ম

এই ম্যাচে কোনও VAR নেই। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফল না পাওয়া গেলে, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে না, সরাসরি টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে।   

07 Sep 2023, 04:16:16 PM IST

১২ মিনিট- ভারত-০ ইরাক-০

প্রথমে শুরুটা ভালো করেছিল ইরাক, তবে ধীরে ধীরে ম্য়াচের রাশ ধরছে ভারত। মাঝ মাঠের হাল ধরতে চাইছে ভারত।

07 Sep 2023, 04:12:46 PM IST

দারুণ সেভ দিলেন গুরপ্রীত

ম্যাচের ৯ মিনিটে ফ্রি কিক পেয়েছিল ইরাক, গোলের মুখ প্রায় খুঁজে পেয়েছিল তারা। শেষ পর্যন্ত দারুণ সেভ দিলেন গুরপ্রীত।  

07 Sep 2023, 04:10:38 PM IST

৬ মিনিট- ভারত-০ ইরাক-০

এখনও দুই দল কোনও গোল করতে পারল না। দারুণ ফুটবল খেলছে ব্লু টাইগাররা। শক্তিশালী ইরাককে বেশ চ্যালেঞ্জ দিচ্ছেন আশিক কুরুনিয়ানরা।

07 Sep 2023, 04:03:44 PM IST

শুরু হয়ে গেল কিংস কাপের সেমিফাইনাল 

নীল জার্সি গায়ে মাঠে নেমেছে ভারতীয় দল, সাদা জার্সি পরে মাঠে নেমেছে ইরাক।

07 Sep 2023, 04:01:39 PM IST

মাঠে নেমে পড়েছে দুই দল

দুই দলই এখন থাইল্যান্ডের চিয়াং মাইয়ে স্টেডিয়ামে নেমে পড়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হতে চলেছে এই ম্যাচ। সুনীলের অনুপস্থিতিতে গুরপ্রীত দলের নেতৃত্ব করবেন। 

07 Sep 2023, 03:58:34 PM IST

ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা কী?

ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে তাদের সেরা তারকা সুনীল ছেত্রীর অনুপস্থিতি। পারিবারিক কারণে তিনি এই টুর্নামেন্টে খেলছেন না। সুনীলের অনুপস্থিতিতে দলের বাকি ফুটবলাররা দলকে কতটা উজ্জীবিত করে এবং কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটাই দেখার।

07 Sep 2023, 03:49:51 PM IST

দেখে নিন ভারতের প্রথম একাদশ 

গুরপ্রীত (গোলরক্ষক); নিখিল, আনোয়ার, সন্দেশ, আকাশ, জ্যাকসন, থাপা, মহেশ, সাহাল, আশিক, মনভীর

07 Sep 2023, 03:48:06 PM IST

হেড টু হেডে এগিয়ে কারা

ফুটবল মাঠে এখনও পর্যন্ত ছয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত ও ইরাক। চারবার জিতেছে ইরাক এবং দুটো ম্যাচ ড্র হয়েছে। ফলে এখনও পর্যন্ত ইরাকের বিরুদ্ধে জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। শেষ সাক্ষাতে ২০১১ এশিয়ান কাপে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল ইরাক।

07 Sep 2023, 03:40:12 PM IST

HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত 

ঘরের মাঠে টানা সাফল্যের পর এ বার বিদেশের মাটিতে ভারতীয় ফুটবল দলের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এবারে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতের সিনিয়র ফুটবল দল। বৃহস্পতিবার থাইল্যান্ডের চিয়াং মাইয়ে, কিংস কাপের সেমিফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। চলতি বছরে ভারত এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ন’টিতে জিতেছে এবং দু’টিতে ড্র করেছে। অর্থাৎ এই বছরে এখন পর্যন্ত হারের মুখে দেখেনি ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের ভারতীয় দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডেটিং, বিয়ে এবং ডিভোর্স... ‘ফ্ল্যাশ ম্যারেজ’ করে ৩৫ লক্ষ টাকা কামালেন মহিলা! ডায়েটে এই ১ বদল করেই ৪ মাসে কমেছে ৮ কেজি, মহিলার রোগা হওয়ার সহজ উপায় ‘ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম’… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং SA vs SL 2nd Test: ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা! ছিটকে গেলেন কোয়েটজি, দলে মাফাকা ‘কেউ আপোস করলে তাঁর চাকরি আগে খাবো’, কোন ইস্যুতে মমতার বার্তা প্রশাসনকে? বাংলায় বললেও শুনতে হবে হিন্দিতে! আগ্রাসন এবার সংসদ টিভিতে! দাবি TMC এমপির ভক্তের সঙ্গে লড়াইয়ে হার মানলেন রোনাল্ডো! হাতছাড়া ১ মিলিয়ন ডলার… জিতলেন ভক্ত ‘তুই সত্যি বাপের ব্যাটা…’, ডবল রোলে দেব, যিশুর ধামাকা! রইল খাদানের প্রি-ট্রেলার কাটছাঁট অনেক, ফের উচ্চমাধ্যমিকের সিলেবাস পালটে গেল! কবে প্রকাশ করবে সংসদ?

IPL 2025 News in Bangla

IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.