ভারতের দুরন্ত লড়াই, টাইব্রেকারে জিতল ইরাক। এদিন দুবার প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত। তবে দুবারই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ইরাক। শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্লু টাইগারদের হারায় ইরাক।
ভারত-৪, ইরাক-৫
ভারতের ব্র্যান্ডন মিস করলেন। ইরাক তাদের প্রথমে শটে গোল করতে ভুল করেননি। দ্বিতীয় শটে সন্দেশ গোল করেন। আলি আনান দ্বিতীয় শটটিতে গোল করেন। সুভাষ ২-২ করেন। এরপরে ফের ইরাক গোল করে এগিয়ে যায় ইরাক। এরপরে আসেন আনোওয়ার আলি। তিনিও গোল করতে ভুল করেননি। ৩-৩ করে ভারত। এরপরের শটটি নেন ইরাকের আল হাম আলি। তিনি গোল করতে ভুল করেননি। পঞ্চম পেনাল্টিটা নেন রহিম আলি। তিনিও গোল করেন। শেষ পর্যন্ত পাঁচ নম্বর শটে গোল করে ৫-৪ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ জেতে ইরাক। ফলে ফাইনালের টিকিট পাকা করে ইরাক।
শেষ দ্বিতীয়ার্ধ
৯০ মিনিটের খেলা শেষ, ভারত-২ ও ইরাক-২। এবার টাইব্রেকারের দিকে গড়াল ম্যাচ।
লাল কার্ড দেখল ইরাকের ফুটবলার
ম্যাচের ৯০+৪ মিনিটে লাল কার্ড দেখল ইরাকের ফুটবলার জিদান।
শেষ ৯০ মিনিটের খেলা
থাইল্যান্ডের চিয়াং মাই শহরে কিংস কাপের সেমিফাইনালে ভারত শক্তিশালী ইরাকের বিরুদ্ধে খেলতে নেমেছে। ম্যাচের ১৭ মিনিটে মহেশের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এরপরে সন্দেশের ভুলে পেনাল্টি পায় ইরাক। ম্যাচের ২৭ মিনিটে সমতা ফেরে ইরাক। ম্যাচের ৫১ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। ফের পেনাল্টি থেকে সমতায় ফেরে ইরাক। ৯০ মিনিটের খেলার পরে চার মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
আবার পরিবর্তন
সাহালের জায়গায় মাঠে নামলেন মেহতাব।
৮৫ মিনিট- ভারত-২ ইরাক-২
এখনও দুই দল দুটি করে গোল করেছে। আর পাঁচ মিনিটের খেলা বাকি। এই সময়ে আক্রমণের ঝড় তুলেছে ইরাক।
সন্দেশের দারুণ সেভ
আক্রমণের ঝড় তুলেছে ইরাক। ম্যাচের ৮৪ মিনিটে ভারতের গোলের মুখ প্রায় খুঁজে পেয়েছিল ইরাক। তবে দারুণ সেভ দিলেন সন্দেশ।
গোল, পেনাল্টি থেকে গোল করল ইরাক
সন্দেশ ঝিঙ্গান ও নিখিল পূজারীর ভুলে পেনাল্টি পায় ইরাক। সেখান থেকে ভুল করেননি ইরাকের ফুটবলার। ফের পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরল ইরাক। এবারে গোল করলেন আমিন।
আবার পেনাল্টি পেল ইরাক
ম্যাচে ৭৮ মিনিটে ফের পেনাল্টি পেল ইরাক। ফের ভুল করে বসলেন সন্দেশ।
বাইসাইকেল কিক মারতে ব্যর্থ সাহাল
দারুণ একটা সুযোগ তৈরি করেছিল ভারত। ইরাকের বক্সে পৌঁছে গিয়েছিলেন সাহাল। সেই সময়ে তিনি বাই সাইকেল কিক করে একটি গোল করতে চেয়েছিলেন কিন্তু তাঁর পায়ে বলটি লাগেনি। তবে তাঁর প্রচেষ্টাকে কুর্নিশ করতেই হবে।
কারা মাঠে নামলেন, কাদের উঠিয়ে নেওয়া হল
মাঠে এসেছেন রোহিত কুমার, সুরেশ, রাহুল কেপি, ব্রেন্ডান ফার্নান্ডেজ। উঠে গেলেন অনিরুদ্ধ থাপা, মহেশ নাওরেম, মনবীর সিং, জ্যাসন সিং।
আবার সেভ দিলেন গুরপ্রীত
ম্যাচের ৭১ মিনিটে দারুণ একটি সেভ দিলেন গুরপ্রীত।
চারটে পরিবর্তন করল ভারত
ম্যাচে ৬৯ মিনিটে উঠিয়ে নেওয়া হল মহেশকে। এক সঙ্গে মোট চারটে পরিবর্তন করল ভারত।
আরও দুটো পরিবর্তন করল ইরাক
ম্যাচের ৬৪ মিনিটে জোড়া পরিবর্তন করল ইরাক। ভারতের উপর চাপ বাড়াতে চাইছে ইরাক।
ভারতের প্রথম পরিবর্বতন
ম্যাচের ৫৭ মিনিটে আশিক কুরুনিয়ানের জায়গায় মাঠে নামলেন রহিম আলি।
গোলললল
৫১ মিনিটে ইরাকের গোলরক্ষকের গোলে আবারা এগিয়ে গেল ভারত। মনবীর সিং বল নিয়ে ইরাকের বক্সে এগিয়ে যান, সেখানে আকাশ মিশ্র উপস্থিত ছিলেন। আকাশকে বল দেন মনবীর। সেই বল ইরাকের গোলে মারেন আকাশ। সেখানে বল সেভ দেন ইরাকের গোলরক্ষক জালাল হাসান। তবে বলটি জালাল সেভ দেওয়ার পরিবর্তে বলটি তাঁর হাতে লেগে গোলে ঢুকে যায়। ২-১ এগিয়ে যায় ভারত।
ইরাকে ফুটবলার পরিবর্তন
ইরাক তিনটি পরিবর্তন করেছে। জিদান, আমিন আলহামাউই, আয়মেন গাদবান সকলেই মাঠে নেমেছেন। হাফ টাইমের পরে ইরাক ট্রিপল পরিবর্তন করলেও ভারত অপরিবর্তিত রয়েছে।
শুরু দ্বিতীয়ার্ধ ভারত-১, ইরাক-১
দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটে পরিবর্তন করল ইরাক। ভারতকে সহজ ভাবে নিতে পারছে না ইরাক। তারা নিজেদের সেরাটা দিতে তৈরি। ফলে বলা যায় জমে উঠবে শেষ ৪৫ মিনিট।
শেষ প্রথমার্ধ
শেষ হল ম্যাচের প্রথমার্ধ। ম্যাচের প্রথমার্ধে ইরাককে কঠিন চ্যালেঞ্জের মধ্যে রেখেছে ভারত। যদিও ইরাক এই অর্ধেবল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল, তবু এই ম্যাচে প্রথমে গোল পেয়েছিল ভারত। সন্দেশ ঝিঙ্গান ভুল না করলে, প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকতে পারত ভারত।
আক্রমণের ঝড় তুলেছে ইরাক
প্রথমার্ধ শেষ হওয়ার শেষ পাঁচ মিনিটে আক্রমণের ঝড় তুলেছে ইরাক। ৪৫ মিনিটের খেলা শেষ, ২ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হল।
৪০ মিনিট- ভারত-১ ইরাক-১
শক্তিশালী ইরাকের বিরুদ্ধে এখনও পর্যন্ত দারুণ ফুটবল খেলছে ভারত। প্রথমে এগিয়ে গিয়েছিল ভার। পরে সন্দেশের ভুলে গোল হজম করতে হয় তাদের।
আবার গুরপ্রীতের দারুণ সেভ
ম্যাচের ৩৩ মিনিটে ফ্রি কিক থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল ইরাক। তবে শেষ মুহূর্তে গুরপ্রীত দারুণ একটা সেভ দেন এবং বলটি পোস্টে লেগে বেরিয়ে যায়। এটা গুরপ্রীত সেভ না দিলে ব্যবদান বাড়িয়ে নিত ইরাক।
গোল করল ইরাক
পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরল ইরাক। ম্যাচের ২৮ মিনিটে করিম পেনাল্টি থেকে গোল করে ইরাককে সমতায় ফেরাল। ম্যাচের ফল ইরাক-১, ভারত-১
পেনাল্টি পেল ইরাক
বক্সের ভিতরে বল হাতে লাগল সন্দেশ ঝিঙ্গানের। পেনাল্টি পেল ইরাক।
দারুণ মুভ
ম্যাচের ২৩ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল ভারত।বাঁ দিক থেকে মনবীর বল নিয়ে উঠে আশিককে বল দিয়েছিল।ভার ইরাকের বক্সে ঢুকে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ গোলের মুখ খুলতে পারেনি ভারত।
গোলললল
ম্যাচের ১৭ মিনিটে মহেশের গোলে এগিয়েগেল ভারত। ইরাকের বিরুদ্ধে লিড নিল ভারত। সামাদের পাশ থেকে গোল করলেন মহেশ।
জেনে নিন এই ম্যাচের কিছু নিয়ম
এই ম্যাচে কোনও VAR নেই। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফল না পাওয়া গেলে, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে না, সরাসরি টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে।
১২ মিনিট- ভারত-০ ইরাক-০
প্রথমে শুরুটা ভালো করেছিল ইরাক, তবে ধীরে ধীরে ম্য়াচের রাশ ধরছে ভারত। মাঝ মাঠের হাল ধরতে চাইছে ভারত।
দারুণ সেভ দিলেন গুরপ্রীত
ম্যাচের ৯ মিনিটে ফ্রি কিক পেয়েছিল ইরাক, গোলের মুখ প্রায় খুঁজে পেয়েছিল তারা। শেষ পর্যন্ত দারুণ সেভ দিলেন গুরপ্রীত।
৬ মিনিট- ভারত-০ ইরাক-০
এখনও দুই দল কোনও গোল করতে পারল না। দারুণ ফুটবল খেলছে ব্লু টাইগাররা। শক্তিশালী ইরাককে বেশ চ্যালেঞ্জ দিচ্ছেন আশিক কুরুনিয়ানরা।
শুরু হয়ে গেল কিংস কাপের সেমিফাইনাল
নীল জার্সি গায়ে মাঠে নেমেছে ভারতীয় দল, সাদা জার্সি পরে মাঠে নেমেছে ইরাক।
মাঠে নেমে পড়েছে দুই দল
দুই দলই এখন থাইল্যান্ডের চিয়াং মাইয়ে স্টেডিয়ামে নেমে পড়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হতে চলেছে এই ম্যাচ। সুনীলের অনুপস্থিতিতে গুরপ্রীত দলের নেতৃত্ব করবেন।
ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা কী?
ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে তাদের সেরা তারকা সুনীল ছেত্রীর অনুপস্থিতি। পারিবারিক কারণে তিনি এই টুর্নামেন্টে খেলছেন না। সুনীলের অনুপস্থিতিতে দলের বাকি ফুটবলাররা দলকে কতটা উজ্জীবিত করে এবং কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটাই দেখার।
দেখে নিন ভারতের প্রথম একাদশ
গুরপ্রীত (গোলরক্ষক); নিখিল, আনোয়ার, সন্দেশ, আকাশ, জ্যাকসন, থাপা, মহেশ, সাহাল, আশিক, মনভীর
হেড টু হেডে এগিয়ে কারা
ফুটবল মাঠে এখনও পর্যন্ত ছয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত ও ইরাক। চারবার জিতেছে ইরাক এবং দুটো ম্যাচ ড্র হয়েছে। ফলে এখনও পর্যন্ত ইরাকের বিরুদ্ধে জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। শেষ সাক্ষাতে ২০১১ এশিয়ান কাপে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল ইরাক।
HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
ঘরের মাঠে টানা সাফল্যের পর এ বার বিদেশের মাটিতে ভারতীয় ফুটবল দলের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এবারে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতের সিনিয়র ফুটবল দল। বৃহস্পতিবার থাইল্যান্ডের চিয়াং মাইয়ে, কিংস কাপের সেমিফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। চলতি বছরে ভারত এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ন’টিতে জিতেছে এবং দু’টিতে ড্র করেছে। অর্থাৎ এই বছরে এখন পর্যন্ত হারের মুখে দেখেনি ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।