Manvir Singh released from India squad: মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ভারত। চোট পেয়ে ছিটকে গেলেন মনবীর সিং। ভারতীয় দলের প্রীতি ম্যাচের প্রস্তুতিতেই মোহনবাগানের বড় ক্ষতি। দেখে নিন ভারত বনাম মালদ্বীপের ম্যাচটি কখন শুরু হবে? কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ?
বড় ধাক্কা খেল ভারতীয় দল-
ভারতের জাতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনবীর সিং চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। এই ঘটনা ঘটেছে বুধবার, যখন ভারত শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। মনবীর, যিনি ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মোহনবাগানের হয়ে উইঙ্গার হিসেবে খেলেন, এখন শিলংয়ের প্রশিক্ষণ শিবির ছেড়ে কলকাতায় ফিরে যাবেন মনবীর সিং। ভারতীয় ফুটবল দল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মনবীর সিং-কে নিয়ে শিবিরে চিন্তা
পঞ্জাবে জন্মগ্রহণকারী মনবীর সিং জাতীয় দলের হয়ে ৪৭টি ম্যাচে অংশ নিয়ে সাতটি গোল করেছেন। তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে পরিচিত। কিন্তু এবার চোটের কারণে মালদ্বীপের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অংশ নিতে পারছেন না মনবীর সিং। মানোলো মার্কুয়েজের অধীনে ভারতীয় দল এখন মালদ্বীপের মুখোমুখি হতে প্রস্তুত। এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে, আর মালদ্বীপ আগামী মঙ্গলবার ফিলিপাইনের মুখোমুখি হবে।
ISL সেমিফাইনালের আগে মনবীর সিং-কে নিয়ে মোহনবাগানের দুশ্চিন্তা বাড়ল
মনবীর সিংয়ের চোটের ফলে আইএসএলের সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট। জাতীয় দলের ক্যাম্পে চোট পেয়ে শিলং থেকে কলকাতায় ফিরে আসছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং। এপ্রিলের শুরুতেই আইএসএলের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, তার আগে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট মোহনবাগানের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।
মোহনবাগানের বিস্ফোরক অভিযোগ
মনবীরের চোট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের টিম ম্যানেজমেন্ট বিস্ফোরক অভিযোগ তুলেছে। তাদের দাবি, চোট পাওয়ার দুই দিন পরেও জাতীয় দলের ফিজিওরা জানতেন না যে মনবীর গুরুতর চোট পেয়েছেন। মোহনবাগান সূত্রে জানা গেছে, ভারতীয় দলের ক্যাম্পে মনবীরকে তার স্বাভাবিক ১১০ কেজির পরিবর্তে ১২০ কেজি ওজন তুলতে বাধ্য করা হয়েছিল। অতিরিক্ত চাপের কারণেই তার হিপের নীচের অংশে চোট লেগেছে বলে মনে করা হচ্ছে।
আশিক কুরুনিয়ানের স্মৃতি উস্কে দিল
এর আগেও জাতীয় দলের ক্যাম্পে একই ধরনের ঘটনা ঘটেছিল। গত মরশুমে ভারতীয় শিবিরে যোগ দেওয়ার পর চোটের কারণে দলের বাইরে চলে গিয়েছিলেন আশিক কুরুনিয়ান। সেই সময়ও এমন অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এবার আরও বেশি ক্ষুব্ধ মোহনবাগান কর্তৃপক্ষ। মোহনবাগান সুপার জায়ান্টের টিম ম্যানেজমেন্ট এখন মনবীর সিংয়ের দ্রুত সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, তবে সেমিফাইনালের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন … IPL 2025: আমি ওয়াংখাড়েতে MI বাদে অন্য কোনও রঙ দেখতে চাই না… হার্দিকের বিশেষবার্তা
ভারত বনাম মালদ্বীপ: অতীত পরিসংখ্যান ও স্মরণীয় জয়
ভারত ও মালদ্বীপ সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে ‘ব্লু টাইগার্স’ নামে পরিচিত ভারতীয় দল ৩-১ গোলের জয় পেয়েছিল। সে ম্যাচে ভারতের হয়ে প্রথম গোলটি করেছিলেন মনবীর সিং, আর সুনীল ছেত্রী দুটি গোল করে দলের জয়ের নায়ক হয়েছিলেন। সেই জয় ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে।
মালদ্বীপের বিরুদ্ধে ভারত আধিপত্য দেখাতে চাইবে
মনবীরের অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে কোচ মানোলো মার্কুয়েজ ও তার দল এই পরিস্থিতি সামলাতে প্রস্তুত। শিলংয়ে এই প্রীতি ম্যাচটি ভারতীয় দলের জন্য নিজেদের কৌশল ও শক্তিমত্তা যাচাই করার সুযোগ দেবে, যা আগামী গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচগুলোর প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হবে। মালদ্বীপের বিরুদ্ধে ভারত তাদের আধিপত্য ধরে রাখতে চাইবে।
আরও পড়ুন … SRH SWOT Analysis: IPL 2025-এ হায়দরাবাদ কি সবচেয়ে শক্তিশালী দল? দেখে নিন কামিন্সদের শক্তি ও দুর্বলতা
সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন: সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু
ভারত বনাম মালদ্বীপ ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হল কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন। ২০২৪ সালে ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। অবসরের সময় তিনি ভারতের হয়ে ১৫১টি ম্যাচে ৯৪টি গোল করেছিলেন। তবে, এই অসাধারণ স্ট্রাইকার আবারও মাঠে নামছেন, এবং তার গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাবেন।
ভারতীয় দলের স্কোয়াড
ভারতীয় দলে রয়েছে অভিজ্ঞ ও তরুণ প্রতিভার দারুণ সমন্বয়। দলে রয়েছেন:
গোলরক্ষক: আমরিন্দর সিং, গুরমিত সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আশিস রাই, বরিস সিং থাংজাম, চিংলেনসানা সিং কোংশাম, হ্মিংথানমাওয়া, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশান সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান, শুভাশীষ বোস।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, আয়ুষ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ব্রিসন ফার্নান্ডেজ, জিকসন সিং থৌনাওজাম, লালেংমাওয়া, লিস্টন কোলাকো, মহেশ সিং নাওরেম, সুরেশ সিং ওয়াংজাম।
স্ট্রাইকার: সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ।
আরও পড়ুন … সচিন বা কোহলি নন, এই ক্রিকেটারের বিরাট ফ্যান সলমন খান! ভক্ত হওয়ার কারণ জানালেন বলিউডের ‘ভাইজান’
ভারত বনাম মালদ্বীপ: ম্যাচের তারিখ ও সম্প্রচার তথ্য
ভারত বনাম মালদ্বীপ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মার্চ, বুধবার। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া, জিও সিনেমা ও হটস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ম্যাচটিতে ভারতীয় দল মালদ্বীপের বিরুদ্ধে তাদের আধিপত্য ধরে রাখতে চাইবে এবং কোচ মানোলো মার্কুয়েজ দলের নতুন কৌশল পরীক্ষা করার সুযোগ পাবেন। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।