বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > India vs Sweden: দুর্দান্ত লড়েও একেবারে শেষ মুহূর্তে গোল হজম, সুইডেনের বিরুদ্ধে হার ভারতের

India vs Sweden: দুর্দান্ত লড়েও একেবারে শেষ মুহূর্তে গোল হজম, সুইডেনের বিরুদ্ধে হার ভারতের

দুর্দান্ত লড়েও একেবারে শেষ মুহূর্তে গোল হজম, সুইডেনের বিরুদ্ধে হার ভারতের। (ছবি সৌজন্যে, ইউটিউব AIFF)

India vs Sweden: অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে আয়োজকদের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ভারতের সিনিয়র মহিলা দল। ম্যাচের ৯০+৬ মিনিটে জয়সূচক গোল করেন লিন ভিকিয়াস। সুইডেন আক্রমণ উঠে এলেও ভারতীয় রক্ষণভাগ যথেষ্ট ভালো খেলে।

শেষ মুহূর্তের গোলে সুইডেনে হার দিয়ে শুরু হল ভারতের যাত্রা। বুধবার অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে আয়োজকদের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ভারতের সিনিয়র মহিলা দল। ম্যাচের ৯৬ মিনিটে জয়সূচক গোল করেন লিন ভিকিয়াস।

প্রস্তুতির জন্য সুইডেনের অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে খেলতে এসেছে ভারতের সিনিয়র মহিলা দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সুইডেনের সঙ্গে ভালো টক্কর দেন আশালতা দেবীরা। প্রথমার্ধে সুইডেন আক্রমণ উঠে এলেও ভারতীয় রক্ষণভাগ যথেষ্ট ভালো খেলে। ভারতের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হন জালাটান ইব্রাহিমোভিচদের অনূর্ধ্ব-২৩ বিভাগের মেয়েরা। সেই পরিস্থিতিতে গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

আরও পড়ুন: রিম্পার হ্যাটট্রিক, রাজস্থানকে ৮-০ গোলে হারাল বাংলা

দ্বিতীয়ার্ধের শুরুতেও ভালো ছন্দে খেলতে থাকেন ভারতীয়রা। রক্ষণভাগের ফাঁক গলে ভারতের জালে ঠেলার সুযোগ পায়নি সুইডেন। যদিও অতিরিক্ত সময় কর্নার থেকে বলের ফ্লাইট মিস করেন ভারতীয় গোলকিপার অদিতি চৌহান। প্রচুর পায়ের ভিড়ের মধ্যে গোলের দিকে যায় বল। সুইডেনের খেলোয়াড়রা গোলের আবেদন করতে থাকেন। কিছুটা অপেক্ষা করে গোল দেন রেফারি। যদিও ভারতীয়রা সেই সিদ্ধান্তে খুশি ছিল না। তাতে অবশ্য কোনও কাজ হয়নি। শেষপর্যন্ত ১-০ ব্যবধানে হেরে যায় ভারত। এবার ভারত আমেরিকার বিরুদ্ধে নামবেন রেণুরা।

বন্ধ করুন
Live Score