বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2024-25: ISL-এ আরও ভারতীয় কোচের সুযোগ পাওয়া উচিত, মোলিনা-কুয়াদ্রাতদের যুগে বললেন খালিদ

ISL 2024-25: ISL-এ আরও ভারতীয় কোচের সুযোগ পাওয়া উচিত, মোলিনা-কুয়াদ্রাতদের যুগে বললেন খালিদ

আইএসএল শুরুর আগে সাংবাদিক সম্মেলনে খালিদ জামিল। (ছবি সৌজন্যে: জামশেদপুর এফসি)

আইজলের হয়ে আইলিগ জয় থেকে প্রথম স্থায়ী ভারতীয় কোচ হিসেবে আইএসএলের মঞ্চে আত্মপ্রকাশ খালিদ জামিলের। জোসে মোলিনা, কার্লেস কুয়াদ্রাতদের যুগে তিনি আরও বেশি সংখ্যক ভারতীয় কোচের সওয়াল করলেন। আইএসএলের আগে তিনি সেই মন্তব্য করলেন।

খালিদ জামিল হলেন প্রথম ভারতীয় কোচ, যিনি আইএসএলের মঞ্চে কোনও দলের স্থায়ী কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় তিনি প্রথম ভারতীয় কোচ, যিনি আইএসএলের প্লে-অফে নিজের দলকে নিয়ে যেতে পেরেছিলেন। এবার তিনি আইএসএলের মঞ্চে আরও ভারতীয় কোচদের দেখতে চান বলে জানান এক সাংবাদিক বৈঠকে।বুধবার ইন্ডিয়ান সুপার লিগের মিডিয়া ডে'র অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামশেদপুর এফসির কোচ বলেন, ‘ভারতীয় কোচদের অবশ্যই আরও বেশি সুযোগ পাওয়া উচিত আইএসএলে। যদি তাঁরা সুযোগ পেয়ে থাকেন, তবে নিশ্চই নিজেদের আরও উন্নত করে তুলবেন। সঙ্গে ভারতীয় ফুটবলেরও উন্নতি হবে। তাঁরা নিজেদের প্রমাণ করবেন। নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি থাকবে। তবে সুযোগ পাওয়া জরুরি।’

জামশেদপুরের কোচের মতে, গুরুদায়িত্ব পালনের জন্য পুরোপুরি তৈরি তিনি। আপাতত তাঁর নজর আগামী ১৭ সেপ্টেম্বরের গোয়া ম্যাচের দিকে। তাঁর মতে, ‘অবশ্যই চাপ রয়েছে। আমাদের শুরুটা ভালো করতে হবে। আমাদের দলগতভাবে এগিয়ে যেতে হবে এবং খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে।’

গত মরশুমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘শেষের দিকে আমরা ভালো পারফরম্যান্স করতে পারিনি, সেই ভুল-ত্রুটিগুলি শুধরে নিতে হবে এ বছর ভালো করার জন্য।’ যদি মরশুম শুরুর আগে কোনও নির্দিষ্ট লক্ষ্য রাখতে চাননি খালিদ, প্রতিটি ম্যাচেই ভালো খেলাই প্রাথমিক লক্ষ্য তাঁর।

তবে জামশেদপুরের স্প্যানিশ স্ট্রাইকার জাভি সিভেরিও আশা করছেন এবছর দল সুপার সিক্সে নিশ্চয়ই যাবে। প্রাক্তন ইসবেঙ্গল স্ট্রাইকার জানিয়েছেন, ‘সুপার সিক্সে যাওয়ার জন্য আমাদের নিজের খেলাটা খেলতে হবে এবং কোচের নির্দেশ মেনে চলতে হবে। শুরু থেকেই ভালো করতে হবে। আমি মনে করি আমাদের দলের মধ্যে সুপার সিক্সে যাওয়ার মতো যোগ্যতা রয়েছে।’

উল্লেখ্য, এবছর ইন্ডিয়ান সুপার লিগে ভারতীয় কোচদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।নয়া নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে সহকারী কোচ হিসেবে অবশ্যই একজন ভারতীয় কোচ নিয়োগ করতে হবে। সহকারী কোচের কাছে ন্যূনতম এএফসি প্রো লাইসেন্স বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। যদি প্রধান কোচকে সরিয়ে দেওয়া হয় বা সাসপেন্ড করা হয়, সেক্ষেত্রে দলের যাবতীয় কোচিংয়ের দায়িত্ব দিতে ভারতীয় সহকারী কোচকে। যদিও এর আগে আইএসএলে বহু ভারতীয় কোচ কয়েকদিনের জনয (অস্থায়ী কোচ হিসেবে) দলের দায়িত্ব সামলেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চিনকে উড়িয়ে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন ভরতের অবনমন হচ্ছে, সেই ‘লাস্ট বয়’ কলকাতা পুলিশও ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে! মৃন্ময়ী মায়ের শিল্পী থেকে রিকশাচালক- ‘রক্ত-মাংসের দুর্গার’ বিচার চাইছে কলকাতা অহিন্দু, রোহিঙ্গা মুসলিমরা এই গ্রামে ঢুকবেন না, উত্তরাখণ্ডে অবাক করা সাইনবোর্ড আর্যর সঙ্গে প্রেম করছেন ‘মিঠিঝোরা’র আরাত্রিকা? সম্পর্কের কী নাম দিলেন দুজনে? ‘‌উই ডিমান্ড জাস্টিস’‌, স্লোগান পাল্টে রাজপথে নির্যাতিতার বাবার নিশানায় পুলিশ সূর্যর ঘরে বুধের অবস্থান, ৪ রাশিকে থাকতে হবে সতর্ক, আছে অর্থ ক্ষতির আশঙ্কা পাকিস্তানে প্রাকৃতিক গ্যাস ও তেলের বিরাট ভাণ্ডারের সন্ধান, এবার বড়লোক হয়ে যাবে? মায়াঙ্কের পরে এবার শূন্যে উড়ে আবেশের ক্যাচ ধরলেন পন্ত, টেস্টে কামব্যাক পাকা! তিন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর বউবাজার থানায়, সন্দীপ ঘনিষ্ঠরা বেকায়দায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.