Jamshedpur vs East Bengal Highlights: এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হল ইস্টবেঙ্গলকে। জামশেদপুরের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরে আরও চাপে পড়ে গেল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। স্বাভাবিক ভাবেই এই হার সমস্যায় ফেলতে পারে লাল হলুদকে।
Jamshedpur vs East Bengal Highlights: ফের হার ইস্টবেঙ্গলের
ব্যর্থতা যেন একেবারেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। গত ম্যাচে ঘুরে দাঁড়ালেও ফের একবার হারের মুখ দেখতে হল তাদের। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হল তাদের। এর ফলে বড় ধাক্কা খেল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।
Jamshedpur vs East Bengal Live: ফুল টাইম
শেষ মুহূর্তে মনজোরোর দুর্দান্ত গোল। আর তাতেই ইস্টবেঙ্গলের হার নিশ্চিত হয়ে গেল। ফের ধাক্কা খেল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। ম্যাচ শেষ হল ২-১ ফলাফলে।
Jamshedpur vs East Bengal Live: গোওওওওওললললল…..
৯০+৭- ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করলেন মানজোরো। শেষ মুহূর্তে এগিয়ে গেল জামশেদপুর।
Jamshedpur vs East Bengal Live: কার্ড পেলেন রাকিব
৯০+৫- রেফারির সঙ্গে তর্ক করায় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের রাকিব।
Jamshedpur vs East Bengal Live: সাত মিনিট অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা শেষ হয়ে গিয়েছে। আরও সাত মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। ইস্টবেঙ্গল পারবে গোল করতে?
Jamshedpur vs East Bengal Live: গোওওওওওললললললললল……
৮১ মিনিট- অবশেষে সমতা ফেরাল জামশেদপুর। ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরালেন রেই।
Jamshedpur vs East Bengal Live: সহজ গোলের সুযোগ নষ্ট মহেশের
৮০ মিনিট- সহজ গোলের সুযোগ নষ্ট করলেন মহেশ। ২-০ তে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। তা আর হল না।
Jamshedpur vs East Bengal Live: সহজ গোলের সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের
৭৫ মিনিট- আরও একটি গোল হয়ে যেতে পারত ইস্টবেঙ্গলের। অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হল বিষ্ণুর। বার পোস্টে লেগে বল ফিরে এল।
Jamshedpur vs East Bengal Live: আক্রমণ বাড়াচ্ছে জামশেদপুর
৬২ মিনিট- পরপর আক্রমণ করছে জামশেদপুর। বলা ভালো, ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে গোলের মুখ খুলতে পারছে না জামশেদপুর এফসি।
Jamshedpur vs East Bengal Live: কিছুটা ডিফেন্সিভ খেলার চেষ্টা জামশেদপুরের
৫৫ মিনিট- দ্বিতীয়ার্ধের খেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে। তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা ডিফেন্সিভ দেখাচ্ছে জামশেদপুরকে।
Jamshedpur vs East Bengal Live: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
৪৬ মিনিট- ১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করল ইস্টবেঙ্গল। এই গোল সংখ্যা বাড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
Jamshedpur vs East Bengal Live: হাফ টাইম
রেফারি বাশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। এই মুহূর্তে ম্যাচের ফলাফল ইস্টবেঙ্গল ১ এবং জামশেদপুর ০।
Jamshedpur vs East Bengal Live: তিন মিনিট অতিরিক্ত সময়
প্রথমার্ধের খেলা শেষের পথে। তিন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।
Jamshedpur vs East Bengal Live: গোওওওওওলললললল……
৪৫ মিনিট- ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল। গোলক্ষককে বোকা বানিয়ে গোল করলেন নন্ধাকুমার। সেই সঙ্গে ১-০ গোলে এগিয়ে গেল লাল হলুদ।
Jamshedpur vs East Bengal Live: এখনও গোলের দেখা নেই
৩১ মিনিট-৩০ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনও কোনও দলই গোলের দেখা পায়নি। তবে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে জামশেদপুর। লড়াই চালাচ্ছেন সৌভিকরা।
Jamshedpur vs East Bengal Live: ম্যাচে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল
১৭ মিনিট- শুরু থেকেই ব্যাকফুটে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। আক্রমণ করেই চলেছে জামশেদপুর। তবে নিজেদের গুটিয়ে না রেখে ঘুরে দাঁড়াতে চাইছে লাল-হলুদ।
Jamshedpur vs East Bengal Live: অল্পের জন্য গোল হাতছাড়া জামশেদপুরের
১৬ মিনিট- বল নিয়ে এগিয়ে চলেছেন সেভেরিও। বক্সের ঠিক বাইরে থেকে দূরপাল্লার শট। কিন্তু বাঁচিয়ে দিলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক। নিশ্চিত গোল হাতছাড়া জামশেদপুরের।
Jamshedpur vs East Bengal Live: চাপ বাড়াচ্ছে জামশেদপুর
১২ মিনিট- ম্যাচের শুরু থেকেই চাপ বাড়াচ্ছে জামশেদপুর। এখনও পর্যন্ত দুটি আক্রমণ করেছে তারা। যদিও গোল করতে পারেনি।
Jamshedpur vs East Bengal Live: শুরুতেই ইস্টবেঙ্গলকে চাপে রাখল জামশেদপুর
১ মিনিট- ম্যাচের শুরুতেই চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল। সব ঠিক থাকলে শুরুতেই গোল হজম করছিল কলকাতার এই প্রধান। কর্ণার করে বল বিপদমুক্ত হল।
Jamshedpur vs East Bengal Live: মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা
মাঠে নামলেন জামশেদপুর এবং ইস্টবেঙ্গল দুই দলের ফুটবলাররা। এখন দেখার বিষয় কোন দল শেষ পর্যন্ত বাজিমাত করে।
Jamshedpur vs East Bengal Live: জয়ের ধারা বজায় রাখতে পারবে ইস্টবেঙ্গল?
গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। যা কিছুটা হলেও অক্সিজেন দিয়েছে কুয়াদ্রাতকে। আজ সেই ধারা বজায় রাখতে পারে কিনা তাঁর দল, সেটাই এখন দেখার বিষয়। তবে জামশেদপুরও খুব একটা ভালো জায়গায় নেই। মাত্র একধাপ উপরে রয়েছে তারা।
Jamshedpur vs East Bengal Live: ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
অজয় ছেত্রী, ভাজকুয়েজ, ক্লেইটন সিলভা, নন্ধা কুমার, মহম্মদ রাকিব, গিল, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, প্যানটিক, নাওরেম মহেশ।
Jamshedpur vs East Bengal Live: জামশেদপুরের কারা সুযোগ পেলেন প্রথম একাদশে?
লালডিনপুঁইয়া, জেভিয়ার সিভেরিও, ফিলিপ মানজোরো, প্রভাত লকরা, সনন মহম্মদ, ইমরান খান, মুইরাং, প্রতীক চৌধুরি, রেহনেশ, এলসন, চিমা।
নমস্কার HT বাংলায় আপনাকে স্বাগত
নমস্কার, হিন্দুস্তান টাইমস বাংলায় আপনাকে স্বাগত জানাই। আজ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। গত ম্যাচ জিতে কিছুটা হলেও আত্মবিশ্বাসী কুয়াদ্রাতের ছেলেরা। এখন এটাই দেখার আজকের ম্যাচে কোন দল জেতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।