ভারতীয় পুরুষ ফুটবল দল, আর মহিলা ফুটবল দল। পড়ে আছে যেন একই জায়গায়। ইগর স্টিম্যাচের শেষ জমানায় ভারতীয় ফুটবল দলের খারাপ পারফরমেন্সের একটা ধারাবাহিকতা লক্ষ্য করা গেছিল। যেটা কিছুক্ষেত্রে সুনীল ছেত্রী থাকার কারণে অনেকটা ঢেকে দিতেন। কিন্তু তাঁর চলে যাওয়ার পর ম্যানোলো মার্কোয়েজের পুরুষ দল এখনও পর্যন্ত একটা ম্যাচে জিততে পারেনি। মহিলা দলের অবস্থাও ঠিক তেমনই।
এমনিতেই ভারতীয় মহিলা দল খুব বেশি ম্যাচ খেলেনা। হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলে বছরে। ফলও যা হওয়ার তাই হয়েছে। ভারতীয় মহিলা দল এদেশের ফুটবল ইতিহাসে সব থেকে খারাপ ক্রমতালিকায় নেমে গেল। এত খারাপ স্থান ফিফা ক্রমতালিকায় আজ পর্যন্ত কখনও হয়নি ভারতীয় মহিলা ফুটবল দলের, যেটা এবারে হল।
সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকা অনুযায়ী মহিলাদের ফুটবল ভারতীয় দলের স্থান রয়েছে ৬৯ নম্বরে। ২০২২ সাল থেকেই ভারতীয় মহিলা দলের এই অবনতি শুরু হয়েছে। তবে এত খারাপ ফল কখনই হয়নি। ২০২২ সালের জুন মাসে ভারতীয় মহিলা দল নেমে গেছিল ফিফা ক্রমতিলকায় ৫৬তম স্থানে, তখন মনে করা হয়েছিল সেটাই হয়ত সব থেকে খারাপ।
কিন্তু তখনও ভাগ্যের খেলা বাকি ছিল। সেই বছরেরই অক্টোবর মাসে ৬১ নম্বরে নেমে গেছিল ভারতীয় দল। ২০২৩ সালের ডিসেম্বরে আরও পতন হয় টিম ইন্ডিয়া প্রমিলা বাহিনির। তাঁরা নেমে যায় ৬৫ নম্বরে। এবারে সেটাই চলে এল ৬৯এ। ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই ভারতীয় দলই ছিল ফিফা ক্রমতালিকায় প্রথম ৫০এর মধ্যে। সেই দলের এমন পতন সত্যিই মেনে নেওয়া যায় না।
আশালতা দেবীর ভারতীয় মহিলা দল চলতি বছরের শুরুটা করেছিল ভালোভাবেই। এস্তোনিয়া এবং হংকংয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করে তাঁরা। কিন্তু এর পরপরই মহিলা ব্রিগেড হেরে যায় কসোভো, উজবেকিস্তান, মায়ানমারের কাছে। আরও লজ্জাজনকভাবে সম্প্রতি ভারতীয় মহিলা দলকে হার স্বীকার করতে হয় বাংলাদেশের কাছেও।
এই হার থেকেই বোঝা যায় ভারতীয় দলের ধারাবাহিকতার অভাব রয়েছে, আর সেটা শুধু ফুটবলারদের দোষে নয়। পরিকাঠামো এবং সঠিক সিস্টেমের অভাবেও। অতীতে এএফসির এশিয়ান কাপে রৌপ্য পদক জয়ের পাশাপাশি তিনবার সাউথ এশিয়ান গেমসেও চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। এআইএফএফের তরফে যদি এখনও মহিলা ফুটবলের জন্য সঠিক পরিকাঠামো তৈরি করা হয়, তাহলে হয়ত এদেশের ফুটবল বাঁচতে পারে। নাহলে ভারতীয় মহিলা ফুটবলের অবনমন আরও বাড়তেই থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।