উজবেকিস্তানের বিরুদ্ধে আটকে গেল ভারতীয় মহিলা ফুটবল দল। ইঞ্জুরি টাইমে গোল হজম করে ম্যাচ হারতে হল ভারতকে। এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে উজবেকিস্তানের মেয়েরা। ভারতকে কোনও রকম সুযোগ দেয়নি তারা। এমনিতেই এই ম্য়াচে বিপক্ষের থেকে পিছিয়ে নামে ভারত। ফলে যা হওয়ার তাই হয়। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে নিয়ে কার্যত ছেলে খেলা করল উজবেকিস্তানের মেয়েরা।
ম্যাচের একেবারে শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন উজবেকিস্তানের দিওরা খাবিবুলেভা। ৭ মিনিটের মাথায় গোল করে ভারতকে ধাক্কা দেন তিনি। প্রথম ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় ভারতীয় মেয়েরা। পাল্টা আক্রমণে বিপক্ষকে ক্রমশ চাপে ফেলে দেয় ভারত। ২৩ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান ভারতের ডাঙ্গেমি গ্রেস। কিন্তু সেই গোলের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারতীয় মেয়েরা। ২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন লুডমিলা কারাচিক। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে উজবেকিস্তান।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। ক্রমেই চাপে পড়ে যায় উজবেকিস্তান। তারাও পাল্টা দিতে ছাড়েনি। কিন্তু ৬১ মিনিটের মাথায় গোল করে দলকে ফের সমতা ফেরায় ভারতীয় মেয়েরা। ভারতের হয়ে গোল করেন ইন্দুমাঠি কাঠিরেসান। এই গোলের ফলে কিছুটা হলেও অক্সিজেন ফিরে পায় ভারত।
একটা সময়ও পর্যন্তও এই ফলাফল দেখে মনে করা হয়েছিল ভারতীয় মেয়েরা অন্তত ড্র করে সম্মান রাখবে। নির্ধারিত সময় পর্যন্তও ফলাফল তেমনই থাকে। ২-২ ফলাফলে ম্যাচ শেষ করার কথা থাকলেও তা আর হয়নি। ম্যাচ শেষের দিকে যত গড়ায় ততই ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে ভারতীয় মেয়েরা। কিন্তু শেষ মুহূর্তে এসে পরিস্থিতি বদলে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। ইঞ্জুরি টাইমে ৯২ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে উজবেকিস্তানের জয় নিশ্চিত করেন কামিলা জারিপোভা। আর এই গোলের সঙ্গে সঙ্গে ভারতের হার নিশ্চিত হয়ে যায়। উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে হারতে হল ভারতীয় মহিলা ফুটবল দলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।