প্রথমবার এই মরশুমে ISL খেলছে মহামেডান। প্রথম দিকে জয় পেলেও এখন লাগাতার ম্যাচ হেরে বেশ চাপে তারা। প্রশ্ন উঠতে শুরু করেছে কোচ আন্দ্রে চেরনিশভের ভূমিকা নিয়ে। তবে এরকম পরিস্থিতিতেও দলের একাংশ তাঁর পাশেই দাঁড়াচ্ছেন। বুধবার ক্লাব তাঁবুতে বসেই মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ কোচের পদত্যাগ দাবি করেছিলেন। এমনকী বলেছিলেন, ‘কোচের লজ্জা থাকলে ও নিজেই পদত্যাগ করত।’ তিনি এও দাবি করেছিলেন, আই লিগ জয়ের ক্ষেত্রে চেরনিশভের থেকে তাঁর পূর্বসূরি মেহরাজউদ্দিনের অবদান বেশি। আর ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন, মহামেডানের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান কর্তা কামারুদ্দিন। এদিনের সাংবাদিক সম্মেলনে ইনভেস্টর শ্রাচির তরফে উপস্থিত ছিলেন রাহুল টোডি এবং তমাল ঘোষাল। অনেকেই মনে করছেন সচিবের মুখে কুলুপ পরাতেই এই সিদ্ধান্ত।
কিন্তু কেন কোচ ছাঁটাইয়ের পথে যাচ্ছে না মহামেডান?
এর কারণ অবশ্য একটা নয়, দুটো। প্রথমত, কোচ বদলালেই যে সাফল্য আসবে এরকম কোনও কথা নেই। চেরনিশভের হাত ধরেই গত মরশুমে একাধিক সাফল্য পেয়েছিল মহামেডান। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কলকাতা লিগ চ্যাম্পিয়নও হয়েছিল তারা। আর আইএসএলের মান যে আই লিগের থেকে অনেক উঁচুতে তা আগেই স্বীকার করে নিয়েছিলেন কোচ। প্রথম মরশুমে তাই কিছুটা মানিয়ে নিতেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর দ্বিতীয়ত, কোচকে ছাঁটাই করতে হলে বেতন এবং ক্ষতিপূরণের বিষয়টিও জড়িয়ে রয়েছে। তাই সেই আর্থিক ধাক্কা থেকে বাঁচতেই কোচের পক্ষে সওয়াল করছেন কর্তারা।
অন্যদিকে নতুন মুখপাত্র নিয়োগের বিষয় নিয়ে ক্লাব সভাপতি বলেন, ‘আমি কারোর নাম না করেই বলছি, কেউ কেউ এমন বক্তব্য রাখছে যার জন্য দল এবং ইনভেস্টরদের বিব্রত হতে হচ্ছে। তাই আমরা নতুন মুখপাত্র নিয়োগ করলাম।’ অবশ্য এই বিষয়ে কিছুই জানেন না সচিব বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে এই বিষয় নিয়ে কেউ কোনও কথা বলেনি। আমি জানিও না, তাই মন্তব্য করব না।’
শুক্রবার পঞ্জাবের মুখোমুখি হবে মহামেডান:
শুক্রবার ISL-এ পঞ্জাবের বিরুদ্ধে খেলা রয়েছে মহামেডান এসসির। এই মরশুমে দারুন ছন্দে রয়েছে পঞ্জাব। মহামেডানের মতো তারাও আই লিগ জিতে আইএসএল খেলতে এসেছিল। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে পঞ্জাব। ১৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে তারা। অন্য দিকে মহামেডান ৯ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে। ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।