সেরি এ-র শীর্।স্থানে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ইন্টার মিলান। জুভেন্তাসের কাছে ১-০ গোলে হেরে গেল ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফ্রান্সিসকো কোইনসিয়াও। ম্যাচে প্রচুর গোলের সুযোগ নষ্ট করে মিলানের দল ইন্টার। সেই সুবাদে নাপোলির থেকে ২ পয়েন্ট পিছিয়ে রইল তাঁরা।
ইন্টার কোচ সিমিয়ন ইনাঘি বলছেন, ‘আমাদের গোল করা উচিত ছিল, আতি অত্যন্ত বিরক্ত পয়েন্ট হাতছাড়া হওয়ায়। প্রথমার্ধে অত ভালো ফুটবল খেলরা পর ব্রেকের আগে আমাদের এগিয়ে যাওয়া উচিতত ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা প্রথমার্ধের মতো খেলতে পারিনি। আমাদের আরও পরিশ্রম করতে হবে, কারণ আমরা যেটা করছি সেটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষট নয়। ’।
আগামী দু সপ্তাহের মধ্যেই নাপোলির মাঠে লিগের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেত যাবে মিলান। তাঁর আগে ইন্টার কোচ বলছেন, এই ম্যাচের থেকে তাঁরা ভালোই খেলবেন। ইন্টারের স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ সহস সুযোগ নষ্ট করেন, বল বারের ওপর দিয়ে পাঠিয়ে দিয়ে। তবে গোলের তলায় সজাগ সতর্ক ছিলেন ইয়ান সোমার, যিনি একাধিক সেভ দেন।
ডেনজেল ডামফ্রইসের দুটি শটও বারে লেগে প্রতিহত হয়। কিন্তু নবাগত কুলো মুয়ানির অ্যাসিস্টে গোলের খাতা খুলে ফেলে জুভেন্তাস। জটলার মধ্যে থেকেই বল পেয়ে তা সুন্দরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেন সতীর্থ ফুটবলারদের। এরই মমধ্যে কোইনসিয়াও সেই বল ধরে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন।
এরপর ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত জুভেন্তাস। কিন্তু কুমেইনার্সের শট গোললাইনে আটকে দেন ডামফ্রাইস। ম্যাচে মার্কাস থুররাম খেললেন ইন্টারের হয়ে আর ছোটভাই খেপরান থুররাম খেললেন জুভেন্তাসের হয়ে। মার্কাস চোট কাটিয়ে ওঠায় তাঁকে ৭৬ মিনিট নাগাদ ম্যাচে নামানো হয়। এরপর ভাইয়ের বিরুদ্ধে তিনি খেলেন ১৫ মিনিট। তাঁদের বাবা লিলিয়ান থুররাম দুই ছেলের খেলা দেখতে উপস্থিত ছিলেন স্ট্যান্ডে।
এদিকে সেরি এর অন্য ম্যাচে ফিওরেন্তিনার মাঠে গিয়ে জিতে এল কোমো। তাঁদের হয়ে গোল করলেন নিকো পাজ এবং আসানে দিয়াও। অন্য ম্যাচে পাওলো দিবালাকে ছাড়াই পারমার বিরুদ্ধে ১-০ ম্যাচ জিতে মাঠ ছাড়ল এএস রোমা দল। গোলদাতা সৌল। আগামী কয়েক সপ্তাহের লড়াইয়ের পরই বোঝা যাবে শেষ পর্যন্ত কোন দল সেরি এতে চ্যাম্পিয়নের শিরোপা জিততে পারছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।