ভারত যেখানে ১০১ র্যাঙ্কিং-এ ছিল সেখানে লেবাননের র্যাঙ্কিং ৯৯। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অবশ্য দ্বিতীয়ার্ধে সেই অঙ্ক গুলিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।
দেখে নিন পুরো ম্যাচের রিপোর্ট কার্ড
বল পজিশন- ভারত ৫৬%, লেবানন- ৪৪%শট- ভারত ১৩, লেবানন- ১২শট অন টার্গেট- ভারত ৪, লেবানন- ২হলুদ কার্ড - ভারত ২, লেবানন- ১লাল কার্ড - ভারত ০, লেবানন- ০কর্ণার- ভারত ৮, লেবানন- ৭অফ সাইড- ভারত ০, লেবানন- ২
চ্যাম্পিয়ন ভারত
২০১৮ সালে প্রথমবার আয়োজনের বছরেই কেনিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরের বার অবশ্য সুনীলদের স্থান ছিল চতুর্থ। চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। এবার আবার ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হল ভারত।
উফ একটুর জন্য রক্ষা পেল
৯৩ মিনিটে ৩-০ করার সুযোগ পেয়েছিলেন মহেশ, কিন্তু লেবাননের গোলরক্ষকের জন্য সেটা হতে পারল না।
অল্পের জন্য মিস করলেন রহিম আলি
৯০ মনিটের খেলা শেষ, চার মিনিটের অতিরিক্ত সময় দিয়েছেন রেফারি। এর মাঝেই ৯০+১ মিনিটে গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন রহিম আলি।
হিরো অফ দ্য ম্যাচ ছাংতে
ম্যাচের ৯০ মিনিট গড়িয়েছে, তার মধ্যে ম্যাচের সেরা তারকার নাম জানা গেল। ছাংতে হলেন ফাইনা ম্যাচের হিরো। একটি গোল করিয়েছেন এবং অন্য গোলটি তিনি করেছেন।
বাকি আর পাঁচ মিনিট
পাঁচ মিনিটের খেলা বাকি রয়েছে, কী হবে সেটাই এখন দেখার। লেবানন ম্যাচে ফেরার চেষ্টা করছে, কিন্তু জমি ছাড়তে নারাজ ভারত।
দিনের সেরা সুযোগ নষ্ট করল লেবানন
ম্যাচের ৮১ মিনিটে ভারতীয় রক্ষণের স্তম্ভ সন্দেশ ঝিঙ্গানকে একদিকে ফেলে গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন লেবাননের অ্যাটাকাররা। তবে শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় লেবানন। ম্যাচে লিড ধরে রেখেছে ভারত।
৮০ মিনিট, ভারত-২ লেবানন-০
ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে লড়াইয়ে ফিরেছে ভারত। ম্যাচের ৮০ মিনিটে ২-০ এগিয়ে রয়েছে সুনীল ছেত্রীরা।
দেখুন ছাংতের সেলিব্রেশন
দেখে নিন গোলের পরে কেমন বাবে সেলিব্রেশন করেছিলেন ছাংতে।
দেখুন ছাংতের গোলের ভিডিয়ো
দেখে নিন কেমন ভাবে গোলটি করেছিলেন ছাংতে।
লেবাননের রক্ষণকে মাটি ধরালেন ছাংতে
ম্য়াচের ৬৬ মিনিটে সুনীলের পাস যায় মহেশের কাছে। সেখান থেকে লেবাননের গোলে শট নেন মহেশ, তবে সেই বলকে গোলে কনভার্ট করেন ছাংতে।
গোলললল
আবার গোল করল ভারত। এবার ছাংতের গোলে ২-০ করল ভারত।
সুনীলের গোলের পরে ভারতীয় শিবিরের সেলিব্রেশন
সুনীল ছেত্রীর গোলের পরে কেমন ভাবে সেলিব্রেশন করল ভারতীয় শিবির?
দেখুন সুনীলের গোলের ভিডিয়ো
দেখুন কীভাবে ছাংতের পাস থেকে গোল করলেন সুনীল ছেত্রী?
ভারতীয় দলে দুটো পরিবর্তন
দুটো পরবর্তন করলেন স্টিমাচ। আশিকের জায়গায় মাঠে এলেন জ্যাকসন
ছাংতের পাস, গোল করলেন সুনীল ছেত্রী
দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে তখন কয়েক সেকেন্ড গড়িয়েছিল, সেই সময়ে লেবাননের বক্সে পৌঁছে গিয়েছিলেন ছাংতে। বক্সের মধ্যে থেকে লেবাননের রক্ষণকে বোকা বানিয়ে ক্রস দেন, তখন সুনীল নিজের অভিজ্ঞতা দিয়ে সেই বলে গোল করতে ভুল করেননি। ১-০ এগিয়ে যায় ভারত।
গোললললল
দ্বিতীয়ার্ধ শুরুতেই গোলের মুখ খুলে দিলেন সুনীল ছেত্রী।
দেখে নিন প্রথমার্ধে কারা এগিয়ে কারা পিছিয়ে
বল পজিশন- ভারত ৫৭%, লেবানন- ৪৩%শট- ভারত ৩, লেবানন- ৭শট অন টার্গেট- ভারত ০, লেবানন- ২হলুদ কার্ড - ভারত ১, লেবানন- ১লাল কার্ড - ভারত ০, লেবানন- ০কর্ণার- ভারত ৩, লেবানন- ৪অফ সাইড- ভারত ০, লেবানন- ১
প্রথমার্ধের খেলা শেষ, ভারত-০, লেবানন-০
প্রথমার্ধের খেলা শেষ, কোনও দলই গোল করতে পারল না। বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন সুনীল ছেত্রীরা। তবে এখনও পর্যন্ত ভারতের আক্রমণাত্মক ফুটবল ও রক্ষণ দেখে দর্শকরা খুশি হতেই পারেন।
৪৫ মিনিট, ভারত-০, লেবানন-০
ম্যাচের প্রথমার্ধ শেষ, ৩ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তবে এখনও কোনও দলই এখনও গোল করতে পারল না। তবে আক্রমণের দিকে থেকে এগিয়ে রইল ভারত।
হলুদ কার্ড দেখলেন আশিক
ম্যাচের ৩৮ মিনিটে কার্ড দেখলেন আশিক কুরুনিয়ান।
৩৫ মিনিট, ভারত-০, লেবানন-০
কর্ণার পেয়েও ব্যর্থ লেবানন। প্রায় ৩৫ মিনিটের খেলা শেষ এখনও কোনও দলই গোল করতে পারল না।
কুলিং ব্রেক
২৫ মিনিটর খেলার পরেই কুলিং ব্রেকের ডাক দিলেন রেফারি। নিজেদের গেম প্ল্যান তৈরি করে নিচ্ছে দুই দল।
অফ সাইড
ম্যাচের ২৬ মিনিটে লেবানন আক্রমণ করেছিল। কিন্তু অফ সাইডের জালে আটকে দেন ভারতের ডিফেন্ডাররা।
২১ মিনিট, ভারত-০, লেবানন-০
ছাংতে দারুণ ভাবে ডান দিক থেকে উঠে এসে কুরুনিয়ানকে পাস দেন, কিন্তু কুরুনিয়ান বক্সের বাইরে তেকে বলটি সামাদের গায়ে মারেন ও লক্ষ্যভ্রষ্ট হন।
বড় সুযোগ
ম্যাচের ১৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে দারুণ সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রী। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি সুনীল। গুরপ্রীত বল ধরে সুনীলকে লক্ষ্য করে ছুঁড়ে ছিলেন। কিন্তু সুনীলের সামনে তখন শুধু গোলরক্ষক থাকলেও সেই বলকে কাজে লাগাতে ব্যর্থ হন ছেত্রী।
১৫ মিনিট, ভারত-০, লেবানন-০
এখনও গোলের মুখ খুলতে পারল না দুই দল। তবে এখনও পর্যন্ত লেবাননের বক্সের মধ্যে আক্রমণ করে যাচ্ছে ভারত। তবে গোলের দেখা পায়নি সুনীল ছেত্রীরা।
ভারত-০, লেবানন-০
ম্যাচের পাঁচ মিনিটে ছেত্রীর একটি ভালো ক্রস কিন্তু সাহল ও কুরুনিয়ানের নাগালের বাইরে চলে যায়। ছয় মিনিটেও সুযোগ পেয়েছিল ভারত।
শুরু ফাইনাল ফাইট
শুরু দুই দলের ফাইনাল লড়াই। প্রথম থেকেই লেবাননের বক্সে ঢুকে সুযোগের খোঁজ চালাচ্ছে ভারত।
মাঠে নেমেছে দুই দল
শেষ মুহূর্তের অনুশীলন শেষ হয়েছে। এই মুহূর্তে মাঠে নেমেছে দুই দল। কিছুক্ষণের মধ্য়েই শুরু হবে ফাইনাল ফাইট।
দেখে লেবাননের প্রথম একাদশ
ফাইনালে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করল লেবানন।
দেখে নিন ভারতের প্রথম একাদশ
ফাইনালের জন্য চূড়ান্ত লাইন আপের ঘোষণা করল ভারত। ছেত্রীর নেতৃত্বে মাঠে নামতে তৈরি ভারতীয় দল।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম লেবানন, ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল?
১৮ জুন ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Odisha) ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও লেবানন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।