কোচ বদলের পরও যেন ভারতীয় ফুটবল যেই তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেল। অন্তত মঙ্গলবার ইন্টার-কন্টিনেন্টাল কাপের ম্যাচের পর তেমনই মনে করছেন ফুটবল সমর্থকরা। মঙ্গলবার হায়দরাবাদ স্টেডিয়ামে ফিফা ক্রমতালিকায় ১৭৯ নম্বরে থাকা মরিশাসের মুখোমুখি হয়েছিল ভারত। কার্যত হতশ্রী ফুটবল খেলতে দেখা যায় ভারতীয় ফুটবলারদের। একাধিক গোলের সুযোগ নষ্ট করেন মনবীর সিং-নন্দকুমার শেখররা। নিজের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে কোচ কার্যত স্বীকার করে নিলেন এর থেকে বাজে খেলা সম্ভব নয়। উল্লেখ্য, ভারতের জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ ছিল ম্যানোলো মার্কোয়েজের।
এমন হতশ্রী পারফরম্যান্সের পরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করলেন ফুটবলার সুরেশ সিং। তিনি লেখেন, ‘মঙ্গলবার রাতের ম্যাচের বিষয়ে কোনও অজুহাত দেব না। আমরা অনেক মানুষকে হতাশ করেছি, আমাদের আরও ভালো করতে হবে। আমাদের দলে কিছু পরিবর্তন হয়েছে এবং আমরা কোচের পরিকল্পনামাফিক নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।'
এখন দেখার বিষয় আগামিদিনে ভারতীয় ফুটবল কোনদিকে এগোয়, কোচ ম্যানোলো কী পরিকল্পনা নিয়ে আসেন নতুন করে। মঙ্গলবারের ম্যাচে ফুটবলপ্রেমীরা সুনীল ছেত্রীর অনুপস্থিতি অনুভব করলেন ভালোভাবেই। সুনীলের ছেড়ে যাওয়া জায়গার দায়িত্ব কে নেবেন, তা এখনও স্পষ্ট নয়।
মঙ্গলবার মরিশাসের বিরুদ্ধে ম্যাচে প্রথম থেকেই ভারতীয় ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। গোলের সামনে একাধিক সুযোগ পেয়েও সঠিক সময় শট নিতে ব্যর্থ হন মনবীর-নন্দরা। অন্যদিকে, বেশ কয়েকটি ভালো আক্রমণ করতে দেখা যায় মরিশাসকে। যদি ভাগ্যক্রমে সেগুলির মধ্যে একটি গোলে প্রবেশ করত, তবে হারের মুখ দেখতেই হতে পারত ভারতকে। অনেক ফুটবলপ্রেমী মনে করছেন কোচের দল গঠনে ত্রুটি ছিল, যদিও সেই প্রশ্ন টুর্নামেন্ট শুরুর আগে থেকেই রয়েছে।
প্রসঙ্গত, লাগাতার ব্যর্থতার জেরে কোচ ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা AIFF। এরপর কোচ নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, নাম আসে দেশ-বিদেশের একাধিক কোচের। তবে দৌড়ে বাজিমাত করেন ম্যানোলো মার্কোয়েজ। ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর প্রথম পরীক্ষা ইন্টার-কন্টিনেন্টাল কাপ। হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়াও অংশগ্রহণ করছে মরিশাস ও সিরিয়া। প্রথম ম্যাচে মরিশাসের কাছে ধাক্কা খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে এখন কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার। ৯ সেপ্টেম্বর ইন্টার-কন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।