AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে ২ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ট্রাক্টর এফসির। ম্যাচটি ট্রাক্টর এফসির হোম ম্যাচ। ইতিমধ্যেই ইরানের অস্থির পরিস্থিতির কারণে সবুজ-মেরুন শিবিরের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ম্যানেজমেন্টের তরফে। এই খবর যে প্রতিপক্ষ ক্লাবের কাছে পৌঁছেছে তা বলাইবাহুল্য। এবার নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোহনবাগানকে নিশানা করে পোস্ট করা হল ট্রাক্টর এফসির তরফে।
শনিবার ট্রাক্টর এফসির তরফে ফেসবুকে লেখা হয়, ‘ভারতের মোহনবাগান ক্লাব তাবরিজ এবং আজারবাইজানে না আসার জন্য বাহানা করছে। আসলে তারা ১ লক্ষ লোকের সামনে ১০-০ ব্যবধানে পরাজয়ের থেকে পেনাল্টিতে ৩-০ ব্যবধানে পরাজয়কে বেশি ভালো মনে করছে’। এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ম্যাচের আগেই মাঠের বাইরে এই ম্যাচ নিয়ে পারদ চড়তে শুরু করেছে। যদিও মোহনবাগান সমর্থকদের দাবি, যদি খেলা হয় তবে জয় পাবে তারাই। ভিসা সমস্যার জন্যই দল ইরানে যেতে পারছে না। এছাড়াও নিরাপত্তার বিষয়টিও জড়িত রয়েছে। AFC-কে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে ই-মেল করা হয়েছে সবুজ-মেরুন শিবিরের তরফে। ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গেও লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে।
তবে ট্রাক্টর এফসি যতই হুঁশিয়ারি দিক না কেন, ইরানের যে বর্তমান পরিস্থিতি মোটেও ভালো না তা পুরো দুনিয়া জানে। সেখানে খেলতে যাওয়া মানেই প্রাণের ঝুঁকি নেওয়া। ইজরায়েল এবং ইরানের মধ্যে লড়াইয়ে এয়ারস্ট্রাইকে প্রাণ গেছে হিজবুল্লা প্রধান নাসারউল্লাহর। এরপরই ঘটনার জন্য ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। এই পরিস্থিতিতে সেখানে ২ অক্টোবর ম্যাচ খেলা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন আছে। যদিও AFC-এর তরফে এর আগে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার। AFC চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে আল-ওয়াকরাহকে পরাজিত করেছিল ট্রাক্টর এফসি। অন্যদিকে প্রথম ম্যাচে রাভশানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল মোহনবাগান। যদিও ট্রাক্টরের বিরুদ্ধে আদৌ ২ অক্টোবর ম্যাচ হবে নাকি সেটাই বড় প্রশ্ন চিহ্ন। তবে সবুজ মেরুন শিবিরের বর্তমান ফর্ম যথেষ্ট চিন্তায় রেখেছে তাদের সমর্থকদের। শনিবার ISL-এ বেঙ্গালুরুর বিরুদ্ধেও ৩-০ ব্যবধানে পরাজিত হতে হয়েছে পেত্রাতোসদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।