ISL 2021-22: ড্র করে শীর্ষে হায়দরাবাদ, লাস্টবয় SCEB, কত নম্বরে ATKMB? এক নজরে পয়েন্ট তালিকা
1 মিনিটে পড়ুন . Updated: 05 Jan 2022, 11:47 PM IST- লিগের এক নম্বর থেকে সাত নম্বর দলের মধ্যে মাত্র তিন পয়েন্টের পার্থক্য রয়েছে।
নতুন বছরে জমে উঠেছে আইএসএলের লড়াই। সেয়ানে সেয়ানে এক অপরকে টক্কর দিচ্ছে এক, দুই নয়, সাত-সাতটি দল। এক ম্যাচে জয়, পরাজয় বা ড্র সম্পূর্ণরূপে বদলে দিতে পারে লিগ তালিকায় কোনো দলের অবস্থান। এ বারের আইএসএল কতটা হাড্ডাহাড্ডি হচ্ছে, তা এক থেকে সাতে থাকা দলের মধ্যে মাত্র তিন পয়েন্টের ব্যবধানই স্পষ্ট করে দেয়।
গোয়ার ফাতোরদা স্টেডয়ামে এমন পরিস্থিতিতে বুধবার (৫ জানুয়ারি) লিগ তালিকায় শীর্ষস্থান দখলের লক্ষ্যে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি ও এটিকে মোহনবাগান। ম্যাচ জিতলে শীর্ষে পৌঁছে যেত সবুজ মেরুন। অপরদিকে, শীর্ষে যেতে নিজামের শহরের জন্য ড্রই যথেষ্ট ছিল। ম্যাচ শেষে ৯১ মিনিটে হাভি সিভোরিয়োর গোলে হায়দরাবাদ ২-২ ড্র করে প্রথমবার আইএসএলের শীর্ষে পৌঁছে গেল। মুম্বই সিটি এফসির সঙ্গে তাদের সমান সংখ্যক, ১৬ পয়েন্টে থাকলেও, বেশি ভাল গোলপার্থক্যের সুবাদে ১ নম্বরে উঠে এল।
অপরদিকে, মন্থরভাবে মরশুম শুরু করেও নতুন কোচ জুয়ান ফোরান্দোর অধীনে এটিকে মোহনবাগান বেশ ভালই খেলছে। এই ম্যাচ ড্র করে তারা এক স্থান উপরে, তিনে উঠে এল। তবে এসসি ইস্টবেঙ্গলের অবস্থা বেশ করুণ। পরপর দুই ম্যাচে লড়াকু ড্র করেও তারা লিগ টেবিলের লাস্টবয়। এখনও অবধি লাল-হলুদই একমাত্র দল যারা লিগে একটিও ম্যাচ জিততে পারেনি। প্রতিদিনের উঠা পড়ার মাঝেই এক নজরে দেখে নিন বর্তমানে আইএসএলে আপনার প্রিয় দল কত নম্বরে রয়েছে।
আইএসএল ২০২১-২২'এর আপডেটেড পয়েন্ট টেবিল:-
১. হায়দরাবাদ এফসি: ম্যাচ-৯, জয়-৪, ড্র-৪, হার-১, পয়েন্ট-১৬, গোল পার্থক্য: +১১
২. মুম্বই সিটি এফসি: ম্যাচ-৯, জয়-৫, ড্র-১, হার-৩, পয়েন্ট-১৬, গোল পার্থক্য: +৫
৩. এটিকে মোহনবাগান: ম্যাচ-৯, জয়-৪, ড্র-৩, হার-২, পয়েন্ট-১৫, গোল পার্থক্য: +২
৪. কেরালা ব্লাস্টার্স এফসি: ম্যাচ-৯, জয়-৩, ড্র-৫, হার-১, পয়েন্ট-১৪, গোল পার্থক্য: +৫
৫. চেন্নাইয়িন এফসি: ম্যাচ-৯, জয়-৪, ড্র-২, হার-৩, পয়েন্ট-১৪, গোল পার্থক্য: -২
৬. জামশেদপুর এফসি: ম্যাচ-৯, জয়-৩, ড্র-৪, হার-২, পয়েন্ট-১৩, গোল পার্থক্য: +৪
৭. ওড়িশা এফসি: ম্যাচ-৯, জয়-৪, ড্র-১, হার-৪, পয়েন্ট-১৩, গোল পার্থক্য: -৪
৮. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-১০, জয়-২, ড্র-৪, হার-৪, পয়েন্ট-১০, গোল পার্থক্য: -২
৯. এফসি গোয়া: ম্যাচ-৯, জয়-২, ড্র-৩, হার-৪, পয়েন্ট-৯, গোল পার্থক্য: -৫
১০. নর্থ-ইস্ট ইউনাইটেড: ম্যাচ-৯, জয়-২, ড্র-২, হার-৫, পয়েন্ট-৮, গোল পার্থক্য: -৬
১১. এসসি ইস্টবেঙ্গল: ম্যাচ-৯, জয়-০, ড্র-৫, হার-৪, পয়েন্ট-৫, গোল পার্থক্য: -৮