বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2021-22: নক আউটে পৌঁছেও ‘আসল লক্ষ্য’ থেকে নজর সরাতে নারাজ ATKMB কোচ জুয়ান ফেরান্দো

ISL 2021-22: নক আউটে পৌঁছেও ‘আসল লক্ষ্য’ থেকে নজর সরাতে নারাজ ATKMB কোচ জুয়ান ফেরান্দো

এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ছবি- টুইটার (@IndSuperLeague)।

বিগত ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে এটিকে মোহনবাগান।

প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট, তবে টানটান মোকাবিলায় রয় কৃষ্ণর গোলে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারিয়ে নক আউটে জায়গা পাকা করেছে এটিকে মোহনবাগান। উঠে এসেছে লিগ তালিকার দুই নম্বরে। এমনকী নিজেদের শেষ ম্যাচে ফলাফল তাদের পক্ষে গেলে লিগ শীর্ষেও শেষ করার সুযোগ রয়েছে এটিকে মোহনবাগানের।

রেকর্ড টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে নক আউটে পৌঁছে গেলেও, দলের পারফরম্যান্স নিয়ে খুঁতখুঁতানি যাচ্ছে না এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর। দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে ত্রুটি ধরিয়ে দিলেন নিজেই। ম্যাচ শেষে ফেরান্দো বলেন, ‘আমার মতে প্রথমার্ধে আমরা বেশি ভাল জায়গায় ছিলাম, ম্যাচে ২-০ এগিয়ে যেতেই পারতাম। তবে দ্বিতীয়ার্ধে বেশ কঠিন লড়াই হয়। আমরা নিজেরা ভাল খেলছিলাম না, কিছুটা ক্লান্তও দেখাচ্ছিল আমাদের। বড় সুযোগ তো তৈরি করতে পারছিলামই না, উল্টে মিস পাস করছিলাম।’

আগেই চেন্নাইয়িন নক আউটের দৌড় থেকে বাইরে চলে গিয়েছিল। এই মরশুমে এটাই তাদের শেষ ম্যাচও ছিল। এমন পরিস্থিতিতে নক আউটের দৌড়ে থাকা দলের ওপর চাপ অনেক বেশি থাকে এবং মুক্তমনে খেলা চেন্নাইয়িনের মতো এইসব ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেই বলে মনে করেন ফেরান্দো। সেই দিক থেকে দলের খেলোয়াড়দের প্রয়াশে সন্তুষ্ট তিনি। পাশাপাশি মুশকিল সময় কাটিয়ে দলের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ গোলে ফেরায়ও উচ্ছ্বসিত তিনি। রেকর্ড টানা ১৫ ম্যাচে অপরাজিত এটিকে মোহবাগান। পৌঁছে গিয়েছে নক আউটে। তবে এসবের মাঝেও কিন্তু নিজের আসল লক্ষ্যে অটল ফেরান্দো।

বর্তমানে টপার জামশেদপুরের সঙ্গে সমান পয়েন্ট থাকলেও সবুজ-মেরুন একটি ম্যাচ বেশি খেলেছে। সুতরাং, লিগ শীর্ষে শেষ করে শিল্ড জিততে হলে ফাইনাল ম্যাচে জামশেদপুরকে হারাতেই হবে এটিকে মোহনবাগানের। জামশেদপুরের অবশ্য ওড়িশা এফসির বিরুদ্ধে আরেক ম্যাচ রয়েছে। সেখানে ওড়িশার থেকে কিছুটা মদতের আশাতেও রয়েছেন ফেরান্দো। ‘আশা করছি ওড়িশা আমাদের মদত করবে। তবে এই মরশুমে জামশেদপুর দারুণ খেলেছে। ওরা যদি ওড়িশার বিরুদ্ধে জিতে শীর্ষে শেষ করে, তাহলে ওদের অভিনন্দন দিতেই হবে। দেখা যাক কি হয়। তবে আমার লক্ষ্য জিতে লিগ শীর্ষে শেষ করা।’ দাবি এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচের।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.