বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2021-22: চাই মাত্র ১ পয়েন্ট, তবে নক আউট নয়, মোহনবাগানের আসল লক্ষ্য ফাঁস করলেন কোচ ফেরান্দো

ISL 2021-22: চাই মাত্র ১ পয়েন্ট, তবে নক আউট নয়, মোহনবাগানের আসল লক্ষ্য ফাঁস করলেন কোচ ফেরান্দো

দ্বিতীয় গোলের পর সবুজ-মেরুন ফুটবলারদের সেলিব্রেশন। ছবি- টুইটার (@IndSuperLeague)।

দুই ম্যাচে আর এক পয়েন্ট পেলেই নক আউটে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান।

নক আউটের দৌড়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়ে দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে এটিকে মোহনাবাগান। দুই অর্ধের একেবারে শেষের দিকে লিস্টন কোলাসো ও মনবীর সিং গোল করেন। এর জেরে দুই ম্যাচে আর প্রয়োজন মাত্র এক পয়েন্ট, তাহলেই এ মরশুমের আইএসএল নক আউটে স্থান একেবারে পাকা হয়ে যাবে। তবে শুধু নক আউটে পৌঁছনো কিন্তু সবুজ-মেরুনের লক্ষ্য নয়।

মোহনবাগানের ক্ষেত্রে সুবিধার জায়গা হল যে নক আউটের দৌড়ে থাক বাকি সব প্রতিপক্ষ একের অপরের বিরুদ্ধে খেলবে। কিন্তু, সেইসব সুবিধার কথা মাথায় না এনে পরের দুই ম্যাচ জয় তো বটেই দলের আসল লক্ষ্যও ফাঁস করলেন কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে ওড়িশা ম্যাচের (ড্র করে) পর আমাদের হাতে আর তেমন কিছু নেই। আমরা চেন্নাইয়িন ও জামশেদপুরকে হারানোর চেষ্টা করব। তবে মুম্বই-হায়দরাবাদ ও হায়দরাবাদ-জামশেদপুর ম্যাচের ওপরও অনেক কিছু নির্ভর করবে। লিগে প্রথম স্থানেই শেষ করাই কিন্তু আমাদের লক্ষ্য। আশা করছি ফলাফলগুলো আমাদের পক্ষে যাবে। তবে আমাদেরও পরের দুই ম্যাচ জিততেই হবে।’

তবে এক পা নক আউটে ইতিমধ্যেই দিয়ে ফেললেও সেই বিষয়ে কিন্তু খুব বেশি ভাবছেন না কোচ। ফেরান্দোর চোখ এখন স্রেফ চেন্নাইয়িন ম্যাচের দিকেই। ‘আজ রাতের আমরা পরের ম্যাচের কথাই ভাবছি। আমাদের ওই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি সারতে দুই দিন হাতে রয়েছে। আজ আমি খুশি কারণ আমাদের দলের সমর্থকরা খুশি। তবে আমাদের ক্ষেত্রে কাজটা হল পরের ম্যাচের ওপর নিজেদের ফোকাস বজায় রাখা।’ দাবি স্প্যানিশ কোচের। ৩ মার্চ চেন্নাইয়িনের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে-মোহনবাগান। ওই ম্যাচে জয় মানেই নক আউট পাকা। 

বন্ধ করুন