গোটা আইএসএল মরশুমে গোলের সামনে এসসি ইস্টবেঙ্গলের অক্ষমতা বারবার সামনে এসছে। গোল করার লোকের অভাবে একাধিক ম্যাচে ভুগতে হয়েছে লাল-হলুদকে। এবার সেই সমস্যা দূর করতে নতুন স্ট্রাইকারকে দলে নিল মারিয়ো রিভেরার দল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ডার্বির ৪৮ ঘন্টা আগে যোগ দিলেন রাহুল পাসওয়ান।
জানুুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, আইএসএল লিগ তালিকায় লাস্টবয় লাল-হলুদের এটি তৃতীয় ট্রান্সফার। ২৫ জানুয়ারি স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো জোস সোতার পাশপাশি কিছুদিন আগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো রিবেইরাকে সই করিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এবার কলকাতা লিগে বিএসএস স্পোর্টিংয়ের হয়ে ছয়টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া রাহুলকে সই করাল তারা।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত রাহুল বলেন, ‘এসসি ইস্টবেঙ্গলের মতো এমন ঐতিহ্যবাহী এক ক্লাবে যোগ দেওয়ার আমার কাছে স্বপ্নের মতো। বাংলার সকল ফুটবলারই এই বড় ক্লাবগুলিতে খেলার স্বপ্ন দেখে এবং আমিও সেই তালিকার অন্তর্ভুক্ত। আমি নিজের সেরাটা দিয়ে দলকে যে কোনো উপায় সাহায্য করতে চাই।’ ২৩ বছর বয়সী তরুণ প্রতিভা দলে যোগ দেওয়ায় খুশি কোচ রিভেরাও। ‘পাসওয়ান একজন প্রতিভাবান তরুণ ফুটবলার। ও দলকে শক্তিপ্রদান করবে এবং আমি নিশ্চিত দলের হয়ে সেরাটা উজাড় করে দেবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।