প্রথম চারের দৌড় থেকে আগেই বাইরে হয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, এবার শুধু ‘পার্টি স্পয়লার্স’ হতে পারেন তারা। সোমবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঠিক এই লক্ষ্যেই মাঠে নামবে লাল-হলুদ।
বর্তমানে ১৬ ম্যাচ খেলে এক জয়, সাত ড্র ও আটটি পরাজয়ের জেরে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। অপরদিকে, ছয়ে থাকা কেরালা ব্লাস্টার্সের পাঁচ জয়, চার ড্র এবং সাতটি পরাজয়ের সুবাদে ২৩ পয়েন্ট রয়েছে। প্রথম চারের দৌড়ে থাকা কেরালাকে এই ম্যাচে হারলে নক আউটের দৌড় থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়বে। অপরদিকে, ইস্টবেঙ্গলের কাছে হারানোর কিছুই নেই। বেশিরক্ষেত্রেই এমন সময় মুক্তমনে নিজেদেরকে মেলে ধরতে পারে পিছিয়ে পড়া দলগুলি। মার্সেলো রিভেরাও নিশ্চয়ই তেমনটাই প্রত্যাশা রাখবেন তাঁর দলের কাছ থেকে।
গত সাক্ষাৎকারে দুই দল ১-১ ড্র করেছিল, এবার ড্র করে কারুরই খুব একটা কিছু লাভ হবে না। তাই জয়ই একমাত্র লক্ষ্য। এই ম্যাচে আরেকদিক থেকে ব্যাখা করলে সেট পিস স্পেশালিস্ট বনাম সেটপিসে সবথেকে দুর্বল দলেরও। ইস্টবেঙ্গল যেখানে নিজেদের ৭০ শতাংশ (১২) গোল সেট পিসের মাধ্যমে করেছে, সেখানে আবার কেরালার সেটপিস থেকে নয় গোল খেয়েছে। সুতরাং, দিনের শেষে সেটপিস কিন্তু ম্যাচের ভাগ্য গড়েই দিতে পারে।
দক্ষিণের দলের হয়ে আবার হরমনজ্যোৎ সিং খাবরা এই ম্যাচের জন্য সাসপেন্ডেজ, নেই ভরসাযোগ্য ডিফেন্ডার মার্কো লেসকোভিচও। তাই এই সুযোগে ম্যাচ জেতার বড় হাতছানি লাল-হলুদের সামনে। কোথায়, কখন অনুষ্ঠিত হবে এই ম্যাচ, দেখবেন বা কী করে, এক নজরে দেখে নিন।
কবে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ: ১৪ ফেব্রুয়ারি, ২০২২ (সোমবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: তিলক ময়দান (ভাস্কো, গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।