জানুয়ারির দলবদলে নেমে পড়ল এটিকে মোহনবাগান। সার্বিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচকে নিয়ে আসছে তারা। নতুন বছরে সবুজ-মেরুন জার্সিতে মাঠে দেখা যাবে চেন্নাইয়িন এফসি-র এই প্রাক্তন ফুটবলারকে। বুধবার ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
মরশুম শুরুর আগে বেশ ঘটা করে ঢাকঢোল বাজিয়ে যাঁকে নিয়ে আসা হয়েছিল, সেই ফ্লোরেন্তিন পোগবাকে ছেড়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে ক্লাব। তাঁর পরিবর্তে আসছেন স্লাভকো। পোগবা ভারতে আসার পর চোট পান এবং তাঁর পায় অস্ত্রোপচারও হয়। ফলে তিনি আর এই মরশুমে খেলতে পারছেন না। সেই কারণেই তাঁর জায়গায় এই ৩০ বছরের সার্বিয়ান ডিফেন্ডারকে আনছে সবুজ-মেরুন বাহিনী।
গত মরশুমে চেন্নাইয়িন এফসি-র হয়ে ১৯টি ম্যাচ খেলেছিলেন স্লাভকো। ৪০টি ট্যাকল, ৮৯টি ক্লিয়ারেন্স, ৪৩টি ব্লক ছিল তাঁর খতিয়ানে। প্রতি ম্যাচে গড়ে ৩২টি করে পাস করেছেন, যার মধ্যে ৮২.৭% ছিল নিখুঁত। গত হিরো আইএসএলের পরে তিনি সার্বিয়ার সুপার লিগ ক্লাব নোভি পাজরে যোগ দিলেও, শেষ পর্যন্ত ফিরে এলেন ভারতের এক নম্বর ফুটবল লিগে।
আরও পড়ুন: ওড়িশার বিরুদ্ধে ৭ জনকে নিয়ে মাঠে নেমেছি, হুগোকে ঝুঁকি নিয়ে খেলিয়েছি- ফেরান্দো
এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় স্লাভকো বলেছেন, ‘এটিকে মোহনবাগানে সই করতে পেরে আমি খুবই খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। নতুন দলের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। নিজের ভূমিকা যথাযথ ভাবে পালন করে ক্লাবকে সাফল্য এনে দিতে চাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’
আরও পড়ুন: ওদের সীমাহীন বাজেট, ২ দলের মানই তফাৎ গড়ে দিল- MCFC ম্যাচ হেরে কাঁদুনি EB কোচের
ছ’ফুটের ওপর উচ্চতার এই ডিফেন্ডার সার্বিয়ান লিগে তাঁর পেশাদার ফুটবল জীবন শুরু করেন ২০১২-১৩ সালে। এফকে স্পার্টাক সাবোটিকা ক্লাবের হাত ধরে। হাঙ্গেরি, উজবেকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাতেও খেলেছেন তিনি। ২০২০-২১-এ সার্বিয়ায় ফিরে যান। সেখানকার এফকে টিএসসি বাকা টোপোলা ক্লাবে যোগ দেন এবং তাদের হয়ে ১১টি ম্যাচ খেলার পরে ২০২১-এর অগস্টে দু’বারের হিরো আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি-তে যোগ দেন। এ বার আর এক আইএসএল ক্লাবে নিজেকে প্রমাণ করার জন্য মাঠে নামবেন তিনি।
এদিকে জনি কাউকোরও চোট। আর সেই চোটের জন্য কাউকোর পক্ষে বাকি টুর্নামেন্টে আর পাওয়া যাবে না। তাঁর পরিবর্ত খেলোয়াড়ও আনা হবে, এমনই ইঙ্গিত দিয়েছেন দলের কোচ ফেরান্দো। ভুবনেশবরে গত ম্যাচের পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দু’জন খুব গুরুত্বপূর্ণ পজিশনের খেলোয়াড় আসছে। একজন সেন্টার ব্যাককে (ফ্লোরেন্তিন পোগবার জায়গায়) আনতেই হবে। জনি কাউকোর জায়গাতেও একজনকে আনা হবে, যে নম্বার নাইন বা নম্বার টেন হিসেবে খেলতে পারে।’
এ দিকে ফেরান্দোর দলের পয়েন্ট এখন ২০। খেলেছে ১০ টি ম্যাচ। লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। চলতি মাসের ২৪ তারিখ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।