বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: ত্রাতা ম্যাকহিউ, ১০ জনের কেরালাকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত করল ATKMB

ISL 2022-23: ত্রাতা ম্যাকহিউ, ১০ জনের কেরালাকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত করল ATKMB

কার্ল ম্যাকহিউয়ের জোড়া গোলে প্লে-অফে কেরালা ব্লাস্টার্স।

এ দিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু কার্ল ম্যাকহিউ ত্রাতা হয়ে উদ্ধার করে সবুজ-মেরুনকে। তাঁর জোড়া গোলেই যুবভারতীতে শেষ হাসি হাসে বাগান। স্বস্তি পেলেন সবুজ-মেরুন সমর্থকেরাও।

অবশেষে স্বস্তি ফিরে পেল বাংলার ফুটবলপ্রেমীরা। উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকেরাও। তিন ম্যাচ পরে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। ডার্বির আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড। কার্ল ম্যাকহিউয়ের জোড়া গোলে কেরালা ব্লাস্টার্সকে ঘরের মাঠে ২-১ হারাল তারা। তবে জয়সূচক গোলটি হয়েছে, কেরালা দশ জন হয়ে যাওয়ার পর। এই জয়ের সঙ্গে সঙ্গে লিগ টেবলের ছয় নম্বর থেকে এক লাফে পয়েন্ট তালিকার তিনে উঠে এল বাগান শিবির। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট এটিকে মোহনবাগানের। তবে এই জায়গা ধরে রাখতে হলে মোহনবাগানকে ডার্বি জিততেই হবে।

প্লে-অফে জেতে হলে কেরালার কাছে হারলে চলত না। কারণ শেষ ম্যাচ ডার্বি। সেই ম্যাচের ফল সব সময়েই অনিশ্চিত। তাই যুবভারতীতে শনিবারের ম্যাচ মোহনবাগানের কাছে ছিল মরণ-বাঁচন লড়াই। এ দিন ম্যাচের শুরুর দিকে এক গোলে পিছিয়েও পড়েছিল বাগান। তার পর দুরন্ত কামব্যাক করে জুয়ান ফেরান্দোর টিম। তাদের আক্রমণের ঝাঁজে বারবার নড়ে যায় কেরালার রক্ষণ। আর এই আক্রমণের ঝাঁজ এ দিন বাড়িয়ে দেন কার্ল ম্যাকহিউ। তিনি চোটের জন্য হায়দরাবাদ ম্যাচে খেলতে পারেননি। তা না হলে হয়তো সেই ম্যাচে হেরে মাঠ ছাড়তে হত না সবুজ-মেরুনকে।

আরও পড়ুন: ফেরান্দোর পারফরম্যান্সে অখুশি ATKMB কর্তৃপক্ষ, পুরনো কোচকে ফেরানোর ভাবনা

তবে এ দিন মাঠে ফিরেই তাঁর দাপট দেখালেন ম্যাকহিউ। বেশ কয়েক ম্যাচ পর আবার দৃষ্টিনন্দন ফুটবলও খেলতে দেখা গেল মোহনবাগানকে। প্রথমার্ধে দুই দলেরই সমান আধিপত্য ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ প্রায় পুরোটাই বাগানের দখলে চলে যায়। বিশেষ করে ম্যাচের ৬৪ মিনিটে কেরালা দশ জন হয়ে যাওয়ার পর, বাগান যেন তাদের চেপে ধরে।

এ দিন জয়ের লক্ষ্যে সেই পুরনো ছকে ফিরে যান ফেরান্দো। দিমিত্রি পেত্রাতোসকে সামনে রেখে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান জুয়ান। ম্যাচের শুরুতে একটু ম্লান‌ লেগেছিল। এমন কী ১৬ মিনিটের মাথায় পিছিয়েও পড়ে সবুজ মেরুন। অ্যাপোসটোলোসের পাস থেকে গোল করেন দিয়ামান্টাকোস দিমিত্রিয়স। তার আগেই অবশ্য গোলের সুযোগ পেয়েছিল হুগো বৌমাস এবং আশিক কুরুনিয়ান।‌ কিন্তু কাজে লাগাতে পারেননি।

তবে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি বাগান শিবির। ম্যাচের ২৩ মিনিটের মাথায় দিমিত্রির ফ্রিকিক থেকে হেডে ১-১ করেন কার্ল ম্যাকহিউ। এ দিন প্রথম একাদশে ফিরলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি হুগো। ম্যাচের ২৬ মিনিটে তাঁকে ফাউল করেন রাহুল কেপি। কেরলের ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। হুগোকে বিরতিতে তুলে নেন ফেরান্দো। পরের ম্যাচই ডার্বি। তাই কোনও ঝুঁকি নিতে চাননি।

আরও পড়ুন: বেঙ্গালুরুর কাছে ISL 2022-23-এ প্রথম হার মুম্বইয়ের, সুনীলরা চাপে ফেললেন ATKMB-কেও

দ্বিতীয়ার্ধের শুরুতেই নামান গাল্লেগোকে। বিরতির পর আশিক, মনবীরদের প্রেসিং ফুটবলে ব্যাকফুটে চলে যায় কেরালা। ৫২ মিনিটেই এগিয়ে যেতে পারত সবুজ মেরুন। পেত্রাতোসের ক্রস থেকে মনবীরের হেড পোস্টে লাগে। ৬৪ মিনিটে ম্যাচের রং পুরো বদলে যায়। আশিককে ফাউল করে দ্বিতীয় হলুদকার্ড (লাল) দেখে মাঠ ছাড়েন রাহুল কেপি। দশ জনের কেরালাকে পেয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় সবুজ মেরুন। ৭১ মিনিটে জয়সূচক গোলটিও করেন কার্ল ম্যাকহিউ। কার্লের গোলেই বহু প্রত্যাশিত জয় আসে সবুজ-মেরুনে। জোড়া গোল করে ম্যাচের সেরা হন সবুজ মেরুন মিডিয়ো।

প্লে-অফে উঠলেও এটিকে মোহনবাগানের পারফরম্যান্সের গ্রাফ কিন্তু মোটেও স্বস্তিদায়ক নয়। ঘরের মাঠে শেষ জয় ছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। তার পর থেকেই চলছিল খরা। শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি ফেরান্দোর দল। দু'টিতে হেরেছে, একটি একটি ড্র করেছে। তবে কেরালার বিরুদ্ধে জয় হয়তো ডার্বির আগে তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এবং ডার্বি জিতলে সেই আত্মবিশ্বাস আবার প্লে-অফে ভালো খেলতে সাহায্য করবে বাগানকে। এখন তাই সবুজ-মেরুন সমর্থকেরা ডার্বি জয়ের অপেক্ষায় রয়েছেন।

ইস্টবেঙ্গল তো আগেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। মোহনবাগানও ছিটকে গেলে, বাংলার কোনও ক্লাবই আর আইএসএলের প্লে-অফে থাকত না। তাই বাংলার ফুটবলের জন্য সবুজ-মেরুনের জয়টা ছিল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আরেক সাইজ বড় হলে…’, ছেলে কোলে রাতুলকে বিয়ে, ট্রোলের মুখে রূপাঞ্জনার নতুন বর ‘তোমায় যেভাবে দেখি..’, ২১-এর জন্মদিন নিসার, অদেখা ছবি শেয়ার করলেন কাজল ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? শিশু পর্নোগ্রাফি দেখা অপরাধ? মোবাইলে থাকলেও মুছে ফেলুন, আর কী বলল সুপ্রিম কোর্ট? ‘‌কেন সংসদে প্রশ্ন তোলেননি?’‌ খগেনকে নিশানা করে প্রসূনকে নিয়ে কথা দিলেন মমতা ‘মিথ্যে’র পর ফিরছে পরম-হুমার জুটি! কোন ছবিতে দেখা যাবে তাঁদের? মেনে নিন, আপনিও তোলাবাজি করেছেন,নির্বাচনী বন্ড নিয়ে রাহুলকে খোলা চ্যালেঞ্জ শাহের প্রবল তাপপ্রবাহের লাল সতর্কতা রবিতেও, মাত্র ৩ জেলায় হবে বৃষ্টি, কোথায় কোথায়? যদি সংবিধান বদলের ইচ্ছে থাকত…বিরোধীদের দাবি উড়িয়ে দিলেন শাহ ৮০ কোটির ফ্ল্যাট জলের দরে বউকে বিক্রি রাজ কুন্দ্রার! ED-র নজরে শিল্পা শেট্টিও

Latest IPL News

‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.