বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর জ্বলে উঠল, ডার্বির আগে মুম্বইকে হারিয়ে চমক EBFC-র

ISL 2022-23: প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর জ্বলে উঠল, ডার্বির আগে মুম্বইকে হারিয়ে চমক EBFC-র

নওরেম মহেশের গোলে জয় পায় ইস্টবেঙ্গল।

গোটা টুর্নামেন্ট অপরাজিত থাকার পর লিগের শেষটা যদিও মধুর হল না মুম্বইয়ের। অন্য দিকে আইএসএলে নিজেদের ছ'নম্বর জয় তুলে নিল ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আবার লিগ টেবলের ন‌'নম্বর উঠে এল লাল হলুদ।

সব হারানোর পর হঠাৎ করেই জ্বলে উঠল ইস্টবেঙ্গল এফসি। সকলকে কিছুটা তাক লাগিয়ে দিয়েই জ্বলে উঠল তারা। এ বার লিগশিল্ড জয়ী মুম্বই এফসি-কে হারিয়ে সকলকে হতবাক করে দিল লাল-হলুদ। নিঃসন্দেহে এ বারের আইএসএলে এটা বড় অঘটন। এই বছর দুরন্ত ছন্দে থাকা মুম্বই আগের ম্যাচেও বেঙ্গালুরু এফসি-র কাছে হেরেছে। টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর, সুনীল ছেত্রীদের কাছেই প্রথম হেরেছিল তারা। আর রবিবার নিজেদের ঘরের মাঠে মুখ পোড়াল ইঃস্টবেঙ্গলের কাছে ১-০ হেরে। ম্যাচের একমাত্র গোলটি করেন লাল-হলুদের নওরেম মহেশ।

এ দিন ম্যাচ হারের কোনও প্রভাব যদিও পয়েন্ট তালিকায় পড়বে না। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে একনম্বরেই শেষ করলেন স্টুয়ার্ট, জাহুরা। গোটা টুর্নামেন্ট অপরাজিত থাকার পর লিগের শেষটা যদিও মধুর হল না মুম্বইয়ের। অন্য দিকে আইএসএলে নিজেদের ছ'নম্বর জয় তুলে নিল ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আবার লিগ টেবলের ন‌'নম্বর উঠে এল লাল হলুদ। সেই সঙ্গে সব হারানোর পর, মুম্বইয়ের মতো দলকে পরাজিত করাটা লাল-হলুদের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। পাশাপাশি ডার্বির আগে এই জয়টাও স্টিফেনের টিমের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

আরও পড়ুন: ত্রাতা ম্যাকহিউ, ১০ জনের কেরালাকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত করল ATKMB

এর আগে বেশির ভাগ ক্ষেত্রেই এগিয়ে গিয়েও, গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। বিশেষ করে প্রায় প্রতিটা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলতে দেখা গিয়েছে লাল-হলুদকে। কিন্তু এদিন অনবদ্য পারফরম্যান্স করেন লাল হলুদের ডিফেন্স।পাশাপাশি গোলকিপার কমলজিৎ-ও দুরন্ত ছন্দে ছিলেন। যার ফলে গোলের মুখই খুলতে পারল না মুম্বই।

বেঙ্গালুরুর কাছে হারের হতাশা কাটাতে এ দিন প্রথম মিনিট থেকেই জয়ের জন্য ঝাঁপায় মুম্বই। তবে লাল-হলুদের রক্ষণের পাতা জালে বারবার পরাস্ত হয় জাহু, স্টুয়ার্টরা। ম্যাচের ৩১ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মুম্বইয়ের সামনে। বাঁ-দিক থেকে বিপিনের ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন চাংতে। সেরা সুযোগ প্রথমার্ধের শেষলগ্নে। নোগুয়েরার পাস থেকে রাওলিন বর্জেসের শট পোস্টে লাগে। তবে ম্যাচের শুরুটা যথেষ্ট ভালো করেছিল ইস্টবেঙ্গলও। প্রথম ১০ মিনিট বিপক্ষের উপর চাপ সৃষ্টি করে রেখেছিল। ২২ মিনিটে গোলের সুযোগও এসেছিল। ক্লেটনের উদ্দেশে ছ'গজের বক্সের মধ্যে ক্রস রাখেন জার্ভিস। কিন্তু সেটা ব্রাজিলীয়র পায়ে পৌঁছনোর আগেই ক্লিয়ার করে দেন হার্দিক।

আরও পড়ুন: EB-র বিরুদ্ধেও ৩ পয়েন্ট চাই- প্লে-অফে জায়গা পাকা করেই ডার্বির ভাবনায় ডুবল ATKMB

প্রথমার্ধের বাকি সময়টা আক্রমণের ঝাঁঝ বেশি ছিল মুম্বইয়ের। কিন্তু বিরতির পর আবার খেলার রাশ নিজেদের হাতে নেয় লাল হলুদ। তার ফলও পায় তারা। ম্যাচের ৫২ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নওরেম মহেশ। ক্লেটনের পাস থেকে বাঁ-পায়ের নিখুঁত প্লেসিং। তবে এর পরপরই সমতা ফেরানোর জোড়া সুযোগ পায় মুম্বই। কোনওক্রমে গোল অক্ষত রাখেন লাল হলুদের কিপার এবং ডিফেন্ডাররা।‌ পিছিয়ে পড়ার পর মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে মুম্বই। কিন্তু গোলের মুখ খুলতে দেয়নি লাল-হলুদ। ইস্টবেঙ্গলও সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু তারাও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠে ছাড়ে ইস্টবেঙ্গল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রুতুরাজের সেঞ্চুরির পরেও হারল ধোনির দল, ছুঁলেন কোহলি, সঞ্জুদের যন্ত্রণার নজির বিমান বসুর পর এবার প্রচারে বেরিয়ে সাতসকালে শশী পাঁজার বাড়ি তাপস রায় আমি চিরকৃতজ্ঞ থাকব...হঠাৎ আবার কাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন করণ জোহর? ইউজিসি ২০২৪ জুনের পরীক্ষার ফর্ম প্রকাশ্যে! রইল লিঙ্ক, আবেদন জমার শেষ তারিখ কলেজে ভরতির পরীক্ষা ও NET-র নিয়ম পালটে যাচ্ছে! নম্বর যোগ হবে নয়া উপায়ে, কীভাবে? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ ISL-এ ‘বুড়ো’ স্ট্রাইকার নয়, মাত্র ৩ বিদেশির কাছে নয়া চুক্তিপত্র পাঠাল মহমেডান বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ২ দিনে দাম কমল ১৯০০, আজ কলকাতায় কততে বিকোচ্ছে ২২ ক্যারেট সোনা?

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.