বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: ১০ ম্যাচে মাত্র তিনটিতে জয়, ৭টি হার, তবু EB কোচের দাবি, ‘দল ঠিক পথেই এগোচ্ছে’

ISL 2022-23: ১০ ম্যাচে মাত্র তিনটিতে জয়, ৭টি হার, তবু EB কোচের দাবি, ‘দল ঠিক পথেই এগোচ্ছে’

স্টিফেন কনস্ট্যান্টাইন।

আইএসএলে বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে যতবারই দেখা হয়েছে, জমে উঠেছে ফুটবলের লড়াই। পাঁচ বারের মুখোমুখিতে বেঙ্গালুরু জিতেছে দু’বার। ইস্টবেঙ্গলও দু’বার। বাকি এক বার ড্র হয়েছে।
  • এর আগে  আই লিগ ও ফেড কাপ মিলিয়ে মোট ১৫বারের মধ্যে ৮বার জিতেছে লাল-হলুদ, ছ’বার জিতেছে বেঙ্গালুরু। ড্র হয়েছে এক বার।
  • মরশুমের মাঝখানে দাঁড়িয়ে এখন অন্যান্য দলগুলির মতো আত্মবিশ্লেষণ চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি-ও। তাদের দলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন মনে করেন, দলের শক্তি ও দক্ষতা অনুযায়ী তারা ঠিক পথেই এগোচ্ছে। পাশাপাশি তিনি এ কথাও স্বীকার করে নিচ্ছেন, দলের ফুটবলাররা অনেক ভুল করেছেন, যা তাঁদের করা উচিত হয়নি। এত ভুল না হলে লিগ টেবলে আরও বেশি পয়েন্ট পেত তারা। এই সব ভুল থেকে শিক্ষা নিয়ে এবং সেগুলি শুধরেই শুক্রবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে লিগের এগারো নম্বর ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। এই বেঙ্গালুরুকেই প্রথম লিগে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল লাল-হলুদ বাহিনী। তাই দু’সপ্তাহ ছুটি কাটিয়ে ফিরে ঘরের মাঠে প্রথম জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ।

    ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন কনস্ট্যানটাইন, জেনে নিন বিস্তারিত:

    প্রশ্ন: বছর শেষ করার আগে আপনার লক্ষ্য কী?

    কনস্ট্যানটাইন: প্রতি ম্যাচে তিন পয়েন্ট পাওয়া। সব ম্যাচ জেতার পরিকল্পনা নিয়েই নামি আমরা। হয়তো সব ম্যাচে আমাদের লড়াই যথেষ্ট হয়ে ওঠে না। কিন্তু জেতার উদ্দেশ্য নিয়েই মাঠে নামি। বছরের শেষ ম্যাচেও তিন পয়েন্টই লক্ষ্য থাকবে।

    প্রশ্ন: দশ ম্যাচে আপনার দল মাত্র তিনটি জয় পেয়েছে, সাতটি হার। এই জায়গা থেকে ছবিটা বদলাবেন কী ভাবে?

    কনস্ট্যানটাইন: গত মরশুমে যদি আমি দায়িত্বে থাকতাম, তা হলে আমাকে বলা হত, ‘আপনি সারা মরশুমে মাত্র একটা ম্যাচ জিতেছেন’! দশটার মধ্যে তিনটি ম্যাচ জিতে আমিও খুশি নই। আরও পয়েন্ট পাওয়া উচিত ছিল আমাদের। সে সুযোগও পেয়েছিলাম আমরা। আমাদের কোথায় সমস্যা হচ্ছে, সেটা জানি, বুঝতে পেরেছি। এখন অনুশীলনে সেই ভুলগুলো শোধরাতে হবে আমাদের। দলের ছেলেরা সবাই খুব পরিশ্রম করছে। ওদের চেষ্টায় কোনও ত্রুটি নেই। কেউ সেই অভিযোগ করলে, আমি তা মানব না। হয়তো ওদের দক্ষতায় ঘাটতি হচ্ছে। অনেক ভুল হচ্ছে, মানছি। গত কয়েক বছরে যে ভুলগুলো হয়েছে, সব এখন শোধরাতে হচ্ছে। মরশুমের শুরুতে বলেছিলাম প্রথম ছয়ে থাকলে সেটা অলৌকিক কাণ্ড হবে। তবে আমার মনে হয়, এখনও আমরা ঠিক পথেই এগোচ্ছি। সবাইকে এখন ধৈর্য্য ধরে থাকতে হবে। আমাদের নিয়মিত ম্যাচ জিততে হবে।

    আরও পড়ুন: আমাদের নাম্বার নাইনের উপর নির্ভর করতে হয় না- গোয়াকে হারিয়ে বড় দাবি ATKMB কোচের

    প্রশ্ন: আপনার দলে চোট-আঘাতের অবস্থা কী?

    কনস্ট্যানটাইন: এই ম্যাচে দু'-একজন অনিশ্চিত রয়েছে। তবে তারা শেষ পর্যন্ত খেলতে পারবে কি না, তা জানার জন্য খেলা শুরুর আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    প্রশ্ন: প্রথম লিগের ম্যাচে বেঙ্গালুরুর এফসি-র বিরুদ্ধে ম্যাচের ফল কি এই ম্যাচে আপনাদের উদ্বুদ্ধ করবে?

    কনস্ট্যানটাইন: বেঙ্গালুরুর মতো দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে, সেটা জেনে মাঠে নামা মানে অবশ্যই আত্মবিশ্বাস কিছুটা বাড়বে। তা ছাড়া আমরা ঘরের মাঠে খেলছি। আমাদের সমর্থকেরা গ্যালারিতে থাকবেন। আমরা চাই তারা আমাদের পাশে থাকুক। বেঙ্গালুরু ভালো দল। তবে ওরা শেষ ম্যাচে হেরেছে। সেই জন্যই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য ওরা মরিয়া হয়ে উঠবে। ওদের ভালো ভালো খেলোয়াড় আছে। কঠিন ম্যাচ। আইএসএলে কোনও ম্যাচই সোজা হয় না।

    প্রশ্ন: এখনও পর্যন্ত আপনাদের সমর্থকেরা ঘরের মাঠে একটাও ম্যাচ জিততে পারেনি। শুক্রবার কি সেটা সম্ভব হবে?

    কনস্ট্যানটাইন: কেন সম্ভব নয়? সেই সুযোগ আমরা আগেও পেয়েছি। আমরা জিততেই চাই। কেউই হারতে চায় না। আমি পরাজয় একদম পছন্দ করি না। দল যখন হারে, তখন আমি খুব একটা ভালো মানুষ থাকতে পারি না। এই ম্যাচে আমরা জেতারই চেষ্টা করব। জিতে সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই।

    প্রশ্ন: দশটি ম্যাচের পর নিজের দল সম্পর্কে আপনার কী ধারণা?

    কনস্ট্যানটাইন: অবশ্যই আরও উন্নতির জায়গা আছে আমাদের। আরও ভালো কিছু করতে পারতাম আমরা। ছেলেরা চেষ্টা করেছে ঠিকই। কিন্তু সব ম্যাচে সেই চেষ্টা যথেষ্ট ছিল না। এখন আমরা আগের তুলনায় উন্নত। যতটা সম্ভব উন্নত হওয়া যায়, ততটাই। তবে প্রথম ছয়ে থাকতে গেলে আরও উন্নতি করতে হবে। অনেকে হয়তো বলবেন, গত দু’বছরের তুলনায় আমরা তেমন কিছুই ভালো করিনি। কিন্তু আমরা তো আগের বারের তুলনায় বেশি সংখ্যক ম্যাচ জিতেছি। কিন্তু ইস্টবেঙ্গলের মতো একটা বড় ক্লাবের কাছে এটা যথেষ্ট নয়। আমাদের আরও উন্নতি করতে হবে। কিন্তু এটা তো রাতারাতি সম্ভব নয়। সে জন্য আমাদের পরিশ্রম করতে হবে। সব দলই পরিশ্রম করে। সেরা ছয়ে থাকার মতো দল হিসেবে নিজেদের এখনও প্রমাণ করতে পারিনি ঠিকই। তবে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। এর জন্য সময় লাগবে। ৩-৪ বছর লেগে যাবে বলছি না। তবে সময় লাগবে।

    আরও পড়ুন: মধুর বদলা, ঘরের মাঠে গোয়াকে হারিয়ে অক্সিজেন পেল বাগান, উঠে এল তিনে

    প্রশ্ন: সুনীল ছেত্রীর জন্য কি কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে আপনার?

    কনস্ট্যানটাইন: মাঠে তো ওদের এগারো জন ফুটবলার থাকবে। আমাদেরও এগারো জন থাকবে ওদের সামলানোর জন্য। শুধু ছেত্রীর জন্য পরিকল্পনা কিছু নেই।

    প্রশ্ন: ডিসেম্বরের শেষে যে জায়গায় থাকার লক্ষ্য নিয়ে মরশুম শুরু করেছিলেন আপনারা, সেই জায়গার কতটা কাছাকাছি পৌঁছতে পেরেছেন বলে মনে হয়?

    কনস্ট্যানটাইন: আগেই বলেছিলাম, আমরা লিগ টেবলের সর্বশেষ জায়গায় থাকব না এবং একটার বেশি ম্যাচ জিতব। সেই লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি। এখন আমরা যেখানে রয়েছি, সেখানে আমাদের থাকার কথা নয়। আমরা সেরা ছয়ের মধ্যে থাকতে চাই। গত কয়েকটি ম্যাচে আমরা যদি কম ভুল করতাম, তা হলে সেরা ছয়ের মধ্যে না হোক, তার কাছাকাছি অবশ্যই থাকতাম। তবে এখনও ৩০ পয়েন্ট রয়েছে আমাদের সামনে। দশটার মধ্যে আটটা ম্যাচে আমরা যথেষ্ট ভালো খেলেছি। তার মধ্যে অন্তত পাঁচটি ম্যাচ থেকে আমাদের আরও পয়েন্ট পাওয়া উচিত ছিল। আমরা জানি, আমরা ভালো খেলতে পারি এবং সারা দেশ তা দেখেছে। আমাদের এখন বল-সহ, বল ছাড়া এবং ওঠা-নামায় আরও উন্নতি করতে হবে, নিখুঁত হতে হবে। ৩০ পয়েন্টের মধ্যে ৩০ পয়েন্টই পাওয়াটা কঠিন। তবে যত সম্ভব বেশি পয়েন্ট আমাদের তুলতে হবে সামনের ম্যাচগুলি থেকে।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    ফর্সা হতে গিয়ে কিডনির ক্ষতি করছেন না তো? ফেয়ারনেস ক্রিম ব্যবহারের আগে সাবধান বেগুনি টুপির মালিক বুমরাহ,বড় লাফ কোয়েটজিয়ার,কমলা ক্যাপের লিস্টে ৩-এ উঠলেন রোহিত PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল মাদক মামলা থেকে আরিয়ানকে ক্লিনচিট দেওয়া সঞ্জয় সিং নিলেন স্বেচ্ছাবসর Lok Sabha Vote LIVE: আজ ১০২ কেন্দ্রে ১৬২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ, শুরু হল ভোট পঞ্জাবকে হারিয়ে মুম্বইয়ের লম্বা জাম্প! গিল-ধাওয়ানদের পিছনে ফেললেন হার্দিকরা LIVE WB Lok Sabha Vote: বাংলার ৩ কেন্দ্রে শুরু ভোট, সাত কালে উত্তেজনা কোচবিহারে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

    Latest IPL News

    PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা?

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.