বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: বেঙ্গালুরু ম্যাচই পরের লক্ষ্য- হায়দরাবাদ জয় অতীত করে হিসেব কষা শুরু ATK MB কোচের

ISL 2022-23: বেঙ্গালুরু ম্যাচই পরের লক্ষ্য- হায়দরাবাদ জয় অতীত করে হিসেব কষা শুরু ATK MB কোচের

জুয়ান ফেরান্দো।

গোয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতীতে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারাল সবুজ মেরুন। ম্যাচের একমাত্র গোল হুগো বৌমাসের। জয়ের ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে উঠে এল এটিকে মোহনবাগান।

মাত্র পাঁচ দিন আগে এফসি গোয়ার কাছে শোচনীয় হারের পর, লিগের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো যে যথেষ্ট কঠিন ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে শনিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয়টা কিন্তু সবুজ-মেরুনের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিল। এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোও স্বস্তি পেয়েছেন।

শনিবার হায়দরাবাদ এফসি-কে ১-০ হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন জুয়ান ফেরান্দো? জেনে নিন।

প্রশ্ন: হায়দরাবাদের মতো শক্তিশালী প্রতিপক্ষকে যখন হারাতে পারলেন, এ বার কি চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছেন?

ফেরান্দো: আমি এখন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ ছাড়া কিছু ভাবছিই না। এখনই চূড়ান্ত লক্ষ্য নিয়ে ভাবার সময় আসেনি। এখন শুধু পরবর্তী লক্ষ্য স্থির করার সময়। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয়টা আমাদের খেলোয়াড়দের জন্য খুবই জরুরি ছিল। কারণ, এত চোট-আঘাতের পরে দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা খুবই দরকার। আশিক, কিয়ানের মতো খেলোয়াড়রা দলকে খুবই সাহায্য করে। ওরা খুবই পরিশ্রম করে। আমাদের পক্ষে এটা খুবই জরুরি। তবে এখন থেকে আমাদের বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি নিয়ে ভাবতে হবে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে পেনাল্টি পেল না হায়দরাবাদ! ১ গোলে জিতল মোহনবাগান, উঠল ৪ নম্বরে

প্রশ্ন: অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও আপনার ফুটবলাররা সেগুলো হাতছাড়া করছে। কী সমস্যা হচ্ছে?

ফেরান্দো: আমরা ম্যাচটা জিতেছি, তিন পয়েন্ট পেয়েছি, এটাই যথেষ্ট। এটা আমার কাছে কোনও সমস্যা নয়। যদি কুড়িটা সুযোগ নষ্টের পরে ম্যাচটা হারতাম, তখন বলতাম, এটা সমস্যা। আজ এই দুর্দান্ত জয়ের পরে ফুটবলারদের এটা বলা মোটেই ঠিক হবে না, তাদের কী ভুল হয়েছে। অসাধারণ দল আমাদের। হায়দরাবাদকে হারিয়েছি আমরা। ওরা গত তিন বছর ধরে একই ভাবে খেলে যাচ্ছে। ওগবেচে, ভিক্টর, চিয়ানিজ, বোরহাদের মতো খেলোয়াড়দের হারিয়েছি। এর পরে আমার কাছে এটা কোনও সমস্যাই নয়।

আরও পড়ুন: চোট গুরুতর, ATK MB-কে চাপে ফেলে ISL 2022-23 মরশুম থেকেই ছিটকে যেতে পারেন কাউকো

প্রশ্ন: মনবীর সিং ও দিমিত্রি পেত্রাতোসের চোটের পরিস্থিতি কী?

ফেরান্দো: শুক্রবার অনুশীলনে দিমি খুব একটা ভালো বোধ করছিল না। তাই ওর পক্ষে আজ মাঠে নামা খুবই কঠিন ছিল। দেখা যাক, ও কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মনবীরের স্ক্যান রিপোর্টে কী বেরোয়, তা দেখতে হবে। এখন আমাদের ছ'-সাত জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট রয়েছে। কয়েক জনের হাল্কা চোটও রয়েছে। যদিও এগুলো ফুটবলের অঙ্গ। তবে আমাদের দলে অনেক ভালো ভালো ফুটবলার আছে। মনবীর না পারলে কিয়ান, কিয়ান না পারলে ফারদিন, সেও না পারলে রানা। ২৬ জনের দল আমাদের। সবাইকে নিয়েই আমি খুশি।

প্রশ্ন: এই বিশ্বকাপের মধ্যেও ২৬ হাজার সমর্থক আজ যুবভারতীর গ্যালারিতে আপনাদের জন্য গলা ফাটাতে এসেছিলেন। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?

ফেরান্দো: আমরা সমর্থকদের জন্যই ফুটবল খেলি। এখানকার সমর্থকেরা তাদের প্রিয় দলের প্রতি খুবই আবেগপ্রবণ। তাই এত মানুষ আজ গ্যালারিতে ছিল। এটা খুবই ভালো। ফুটবলে সমর্থকেরা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাদের আনন্দ পাওয়াটা খুবই জরুরি।

বন্ধ করুন