বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: দলের জয়ে পুরোপুরি খুশি নই- খুব মন খারাপ ATKMB কোচের

ISL 2022-23: দলের জয়ে পুরোপুরি খুশি নই- খুব মন খারাপ ATKMB কোচের

জুয়ান ফেরান্দো।

যুবভারতী ক্রীড়াঙ্গনে এলিমিনেটর ম্যাচে রীতিমতো দাপুটে পারফরম্যান্স করে ২-০ জেতে সবুজ-মেরুন বাহিনী। প্রথমার্ধে হুগো বৌমাস ও দ্বিতীয়ার্ধে দিমিত্রি পেত্রাতোসের গোলে ওড়িশা এফসিকে তারা হাারিয়ে সেমিতে উঠল। যদিও অসংখ্য সুযোগ পেয়েছিল কলকাতার দল। সেগুলোর অর্ধেক কাজে লাগাতে পারলেও, ব্যবধান আরও বাড়তে পারত।

ওড়িশা এফসি-র বিরুদ্ধে শনিবার প্লে অফে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও সেই জয় ভালো ভাবে উপভোগ করতে পারলেন না এটিকে মোহনবাগানের কোচ ও ফুটবলাররা। কারণ, বিশাল কাইথের চোট। শনিবার বিশালের মাথায় চোট লাগার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে ক্লাবের কর্তারা কোচকে অবশ্য জানিয়ে দেন বিশাল সুস্থ আছেন এবং খেলার অবস্থায় আছেন। কিন্তু তার আগে প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে ছিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রীতিমতো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০ জেতে সবুজ-মেরুন বাহিনী। প্রথমার্ধে হুগো বৌমাস ও দ্বিতীয়ার্ধে দিমিত্রি পেত্রাতোসের গোলে এ দিন ম্যাচ জিতে নেয় তারা। যদিও অসংখ্য সুযোগ পেয়েছিল কলকাতার দল। সেগুলোর অর্ধেক কাজে লাগাতে পারলেও, আরও বড় ব্যবধানে জিতত তারা। তবে ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই দলের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ও দ্বিতীয়ার্ধে মাথায় গুরুতর চোট পান গোলকিপার বিশাল।

ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে কোচ বলেন, ‘দলের এই জয়ে আমি পুরোপুরি খুশি নই। বিশাল হাসপাতালে রয়েছে। আশিকের চোটটাও গুরুতর। এই পরিস্থিতিতে জয়ের আনন্দ করা কঠিন। দলের ছেলেদের শারীরিক অবস্থা নিয়ে আমি বেশি চিন্তিত। বিশালের কী হয়েছে আমি বুঝতে পারছি, আমি ওর কাছাকাছি ছিলাম ও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওই সময় ওর চেতনা ছিল না।’

আরও পড়ুন: ওড়িশা এফসির বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে সেমিতে চলে গেল ATK মোহনবাগান

পেত্রাতোসের গোলের দু’মিনিট পর দিয়েগো মরিসিওর সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন বিশাল ও কয়েক সেকেন্ডের জন্য অচৈতন্য হয়ে পড়েন। মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স ডেকে আনেন রেফারি। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যে বিশাল উঠে দাঁড়ালেও দলের ডাক্তারদের পরামর্শে তিনি আর খেলতে পারেননি। অ্যাম্বুলেন্সে উঠে তিনি সোজা হাসপাতালে যান, যেখানে তাঁর মস্তিষ্কের পরীক্ষা হয়। ৬৬ মিনিটের মাথায় বিশালের পরিবর্তে নামেন অর্শ আনোয়ার শেখ।

ফেরান্দো বলেন, ‘এই মুহূর্তে জেতা, হারা বা সেমিফাইনালে ওঠা কোনও কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ফুটবল নিয়ে কথা বলার ইচ্ছাও নেই। দলের ছেলেদের সঙ্গে গত ছ’মাস ধরে রয়েছি। ওরা এখন আমার পরিবারের সদস্যদের মতোই হয়ে গিয়েছে। ওদের কিছু হলে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। বিশাল যখন হাসপাতাল থেকে ছাড়া পাবে, সব কিছু ঠিকমতো মনে রাখতে পারবে, তখন এই জয় নিয়ে আনন্দ করতে পারব।’

সেমিফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘দলের যা অবস্থা, আশিক, ব্রেন্ডন, গ্লেনরা অনিশ্চিত হয়ে রয়েছে। এই সময় দল সেমিফাইনালের জন্য কতটা প্রস্তুত, তা বলা কঠিন। এই মুহূর্তে দলে নানা সমস্যা রয়েছে। ২-৩ দিনের মধ্যে খেলোয়াড়রা সবাই ফের চাঙ্গা হয়ে যাবে, আশা করি। এর আগেও দল কঠিন সময়ে চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব দেখিয়েছে। গত বছরের তুলনায় এ বার আমরা ভালো জায়গায় আছি কি না, তা বলা কঠিন। গতবার ওদের এমবাপে ছিল, আরও অনেকে ছিল। এ বার পরিস্থিতি অন্য রকম। দেখা যাক কী হয়।’

গত বার শেষ চারের লড়াইয়ে যাদের কাছে হেরে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, সেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেই ফের সেমিফাইনালে নামতে হবে তাদের। আগামী ৯ ও ১৩ মার্চ গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় থাকলে এটিকে মোহনবাগানকে রোখা যে বেশ কঠিন হবে, এ দিন যুবভারতীর গ্যালারিতে বসে তা ভাল ভাবেই বুঝে নিলেন হায়দরাবাদের কোচ মানোলো মার্কেজ।

আরও পড়ুন: লুটিয়ে পড়লেন ATK মোহনবাগানের গোলকিপার, নিয়ে যেতে হল হাসপাতালে

এই ম্যাচের পরিকল্পনা নিয়ে ফেরান্দো বলেন, ‘দুই ব্যাকের মধ্যে জায়গা বের করাই ছিল আজকের ম্যাচের পরিকল্পনা। আশিকের চোটের পরে আমাদের পরিকল্পনায় কিছু খুঁটিনাটি জিনিসে বদল আনতে হয়, যেটা বেশ কঠিন কাজ ছিল। লিস্টনকে দায়িত্ব নিতে হয়েছে। পুইতিয়াকে শুরু থেকে নামিয়ে দেওয়াও কঠিন সিদ্ধান্ত ছিল। শুধু চেন্নাইয়িনের বিরুদ্ধে ও ৪৫ মিনিট খেলেছিল। প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গলের চেয়ে ওডিশা অন্য রকম। তবে আমাদের ছেলেরা ভালো খেলেছে। এক গোল হয়ে যাওয়ার পর দলের মধ্যে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।’

এ দিন সাংবাদিক বৈঠকে কোচের সঙ্গে ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড় কার্ল ম্যাকহিউও, যিনি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও জোড়া গোল করে প্লে অফে জায়গা পাকা করতে দলকে সাহায্য করেছিলেন, তিনি বলেন, ‘কে ম্যাচের সেরা হল, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার কাছে দলের জয়টাই আসল। কেরালার বিরুদ্ধে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ওই জয়ে আমাদের সেরা ছয়ে জায়গা পাকা হয়েছিল। আর এই ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে উঠলাম। এটাও কম গুরুত্বপূর্ণ নয়।’

আক্রমণের পাশাপাশি এ দিন রক্ষণেও যথেষ্ট তৎপরতা দেখায় এটিকে মোহনবাগান। প্রতিপক্ষের ধারালো ফরোয়ার্ড দিয়েগো মরিসিওকে বোতলবন্দী করে রাখে তারা। নন্দকুমার শেখর, ভিক্টর রডরিগেজরাও বহু বার গোলের চেষ্টা করলেও বারবার তাঁরা আটকে যান প্রীতম কোটাল, স্লাভকো দামিয়ানোভিচ জুটির তোলা পাঁচিলে। এই ম্যাচের পরিকল্পনা নিয়ে ম্যাকহিউ বলেন, ‘চার ব্যাক ও সেন্টার হাফের মধ্যে জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা এবং সফলও হয়েছি। মরিসিও প্রচুর গোল করেছে এ বার। তাই ওকে আটকানো খুব প্রয়োজন ছিল। ওদের অন্য অ্যাটাকারদেরও আটকানোর দরকার ছিল। ওদের খুব বেশি সুযোগ তৈরি করতেও দিইনি। সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স আজ ভাল হয়েছে বলেই জিততে পেরেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক অস্কার পেলেও ‘জয় হো’ কম্পোজ করেননি রহমান! কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল? আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান ‘কী করে তুমি…’!মদের গ্লাস, লাল-সাদা শাড়ি, বারে স্বস্তিকা! মন্তব্য মেয়ে অন্বেষার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.