বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট না পেলে সেরা ছয় অনিশ্চিত, কী বলছেন ATKMB কোচ?

ISL 2022-23: হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট না পেলে সেরা ছয় অনিশ্চিত, কী বলছেন ATKMB কোচ?

জুয়ান ফেরান্দো।

হায়দরাবাদ এফসি ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আনতে না পারলে, এটিকে মোহনবাগানের সেরা ছয়ে থাকা কঠিন হয়ে পড়বে। চলতি লিগে ঘরের মাঠে ফেরান্দোর দল গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রীতিমতো দাপুটে জয় পেয়েছিল। এই ম্যাচে সেই জয়েরই পুনরাবৃত্তি দেখতে চান সবুজ-মেরুন সমর্থকেরা।

দলের হাল খুব একটা ভাল না হলেও হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ থেকে ফোকাস হারাতে রাজি নন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। মঙ্গলবার এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আনতে না পারলে, তাদের সেরা ছয়ে থাকা কঠিন হয়ে পড়বে। চলতি লিগে ঘরের মাঠে ফেরান্দোর দল গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রীতিমতো দাপুটে জয় পেয়েছিল। এই ম্যাচে সেই জয়েরই পুনরাবৃত্তি দেখতে চান সবুজ-মেরুন সমর্থকেরা। কিন্তু দিমিত্রি পেত্রাতোসের সাম্প্রতিক পারফরম্যান্স যে রকম, তাতে কাজটা মোটেই সহজ হবে না।

ফেরান্দো অবশ্য নভেম্বরের সেই ম্যাচ নিয়ে ভাবতে একেবারেই রাজি নন। বরং তিনি বলছেন, ‘আমাদের কাছে এটা একটা নতুন ম্যাচ। হায়দরাবাদ এফসি-তে ফোকাস করতে হবে এখন। যে ম্যাচগুলিতে হেরে গিয়েছি আমরা, সেগুলি নিয়ে ভেবে আর কিছু করা যাবে না এখন। ভুল থেকে শিক্ষা নেওয়া যেতেই পারে। তবে এই ম্যাচটাতে এখন মনোনিবেশ করা বেশি জরুরি। গত ম্যাচে তিন পয়েন্ট পেয়েছিলাম ঠিকই। কিন্তু এই ম্যাচেও তিন পয়েন্টই পেতে হবে। সব ম্যাচেই আমরা এই মানসিকতা নিয়েই মাঠে নামি।’

আরও পড়ুন: ফেরান্দোর পারফরম্যান্সে অখুশি ATKMB কর্তৃপক্ষ, পুরনো কোচকে ফেরানোর ভাবনা

কেরালা ব্লাস্টার্স এফসি সম্প্রতি বেঙ্গালুরু এফসি-র কাছে হেরে যাওয়ায় এই ম্যাচটা এটিকে মোহনবাগানের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হায়দরাবাদকে হারাতে পারলে লিগ টেবলে কেরালা ব্লাস্টার্সকে ছুঁয়ে ফেলবে তারা। এই সুযোগটাকে কাজে লাগাতে চান সবুজ-মেরুন কোচ। বলেওছেন, ‘তিন পয়েন্ট পেয়ে তিন নম্বর জায়গাটা পাওয়া নিয়েই বেশি ভাবছি আমি। প্লে অফের বাইরে চলে যাওয়ার কথা ভাবছিই না। কেরালা ব্লাস্টার্স হেরে যাওয়ায় আমাদের সামনে একটা বড় সুযোগ এসেছে। সেক্ষেত্রে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালে মতো হয়ে যাবে। তবে দলের সবাই জানে যে, কালকের ম্যাচটা কঠিন হবে। এই মরশুমে ওরা যথেষ্ট ভালো খেলছে। ওদের দলে ভালো ভালো ফুটবলার আছে। তাই অনেকগুলো ব্যাপার আমাদের নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।’

দলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রি পেত্রাতোসের (১৬ ম্যাচে আট গোল, একটি হ্যাটট্রিক) প্রশংসা করে কোচ বলেন, ‘পরিসংখ্যানের দিক থেকে ও ভালো জায়গায় আছে। প্রতিপক্ষকে চাপে রাখা ও আক্রমণের সময় জায়গা তৈরির ক্ষেত্রে ও খুবই ভালো। আক্রমণে তো বটেই, রক্ষণেও দলকে ও যথেষ্ট সাহায্য করে। এ বারের আইএসএলের সেরা ফুটবলারদের মধ্যে ও নিশ্চয়ই আছে। ওর পারফরম্যান্স নিয়ে আমি খুবই খুশি।’

আরও পড়ুন: অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন, ২ ম্যাচ বাকি থাকতেই ISL 2022-23-এর লিগ শিল্ড জয় মুম্বইয়ের

দলের রক্ষণে অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও মঙ্গলবার জয় নিয়ে আশাবাদী। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে। কারণ, ভালো-মন্দ যাই হোক, সবই আমাদের হাতে। ফুটবলে ভুল হতেই পারে। আমরা যত বার ভুল থেকে শিক্ষা নিয়ে সেগুলো কাজে লাগিয়েছি, তত বার দফায় দফায় সাফল্য পেয়েছি। আসলে ধারাবাহিকতা দরকার, যা মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলেছি। দলের প্রত্যেকের লক্ষ্য এক। তাই সবাই মিলে লড়াই করে সেই লক্ষ্যপূরণ করতে হবে আমাদের। আপাতত আমাদের লক্ষ্য হায়দরাবাদকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করা।’

বছর তিরিশের এই ডিফেন্ডার ১৬ ম্যাচে ৭৮টি ক্লিয়ারেন্স ও ২৪টি ইন্টারসেপশন করেছেন। হ্যামিল দল হিসেবে খেলার উপর জোর দেন। তাঁর মতে, ‘আমরা পুরো দলটা আক্রমণে উঠি। রক্ষণও করি দলের সবাই মিলে। অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করছি আমরা। সাম্প্রতিক পারফরম্যান্সে আমরা নিজেরা একেবারেই খুশি নই। ভুল থেকে অনেক কিছু শিখেছি। এবং সেটা দু-একজন নয়, দলের, ক্লাবের সবাই।’

পরিস্থিতি যেমনই থাকুক, সবুজ-মেরুন শিবিরে বেশ ভালই আছেন বলে সাংবাদিকদের জানান হ্যামিল। বলেন, ‘সময়গুলো বেশ আনন্দে কাটাচ্ছি, উপভোগ করছি। খেতাব জয়ের জন্য আমি খুবই মরিয়া। জয়ের খিদে নিয়েই মাঠে নামি সর্বদা। এই বয়সে উন্নতি করা ছাড়া আর কীই বা ভাবা যায় এবং আমার লক্ষ্য জয়। দলেরও লক্ষ্য একই। জেতার জন্য আমার যেটুকু করার করছি। আমরা একটা পরিবার হিসেবে সেই লড়াইটা লড়ছি। সেজন্য আমি খুশি। এখন পরের ম্যাচেই আমাদের সবার নজর রয়েছে।’

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.