বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL JFC vs EB: ৩-১ গোলে জিতে ইস্পাতনগরী থেকে পুরো তিন পয়েন্ট তুলে আনল ইস্টবেঙ্গল
গোল করার পরে মহেশ ও ক্লেটনের সেলিব্রেশন (ছবি-ইস্টবেঙ্গল টুইটার) 

ISL JFC vs EB: ৩-১ গোলে জিতে ইস্পাতনগরী থেকে পুরো তিন পয়েন্ট তুলে আনল ইস্টবেঙ্গল

প্রথমার্ধে প্রথম থেকে আক্রমণ শুরু করেছিল ইস্টবেঙ্গল। যার ফলে প্রথমার্ধের শুরুতে ২-০ এগিয়ে গিয়েছিল লাল হলুদ ব্রিগেড। তবে তারপরে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জামশেদপুর। শেষ পর্যন্ত বিতর্কিত পেনাল্টি থেকে জেট গোল করে ব্যবধান কমায় জামশেদপুর। তবে এরপরে আরও একটি গোল করেন ক্লেটন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট জিতল ইস্টবেঙ্গল।  

জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতে লিগ টেবিলে ৮ নম্বরে উঠল ইস্টবেঙ্গল। ৮ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ৯। এই ফলে খুশি হবেন লাল হলুদের হেড কোচ স্টিফেন কনস্টান্টাইন।

27 Nov 2022, 09:34:20 PM IST

খেলা শেষ তিন পয়েন্ট পেল ইস্টবেঙ্গল

পুরো ম্যাচে অনেকটা এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। খেলার পজিশন থেকে গোলের ব্যবধান সবেতেই এগিয়ে রইল ইস্টবেঙ্গল।  

27 Nov 2022, 09:23:16 PM IST

৯০ মিনিটের খেলা শেষ

৯০ মিনিটের খেলা শেষ, ৬ মিনিটের অতিরিক্তি সময় দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কি আর কোনও আসবে সেটা দেখতে আর কয়েক মিনিটের অপেক্ষা।

27 Nov 2022, 09:03:53 PM IST

৭০ মিনিট: JFC-1, EB-3

১-৩ গোলে পিছিয়ে যাওয়ার পরে বারবার আক্রমণ চালাচ্ছে জামশেদপুর এফসি। ইস্টবেঙ্গল ২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দয়ের বিষয়ে নিশ্চিত হয়নি। তারাও ব্যবধান বাড়িয়ে নিয়ে চাইছে। 

27 Nov 2022, 08:51:32 PM IST

গোলললল…

ম্যাচের ৫৭ মিনিটে দারুণ আক্রমণ করল জামশেদপুর। চিমা ও জেটের জুটি লাল হলুদের রক্ষণকে ভেঙে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কমনজিৎ দারুণ সেভ করলেন। তবে শেষ পর্যন্ত ম্যাচের ৫৮ মিনিটে ক্লেটন সিভার গোলে ব্যবধান বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। এই গোলের পিছনেও ছিল মহেশের বড় ভূমিকা।

27 Nov 2022, 08:48:32 PM IST

৫৫ মিনিট: জামশেদপুর-১, ইস্টবেঙ্গল-২

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর থেকে সেভাবে প্রতিপক্ষের গোলের কাছে পৌঁছাতে পারেনি কোনও দল। এখন দেখার নিজেদের ব্যবধান বাড়াতে পারে কিনা।

27 Nov 2022, 08:38:22 PM IST

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে ওড়িশা ম্যাচের রিপিট টেলিকাস্ট দেখতে চাইবে না লাল হলুদ ব্রিগেড। সেই ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচে জিতে তিন পয়েন্ট তুলতে চাইবে 

27 Nov 2022, 08:23:33 PM IST

প্রথমার্ধের খেলা শেষ

প্রথমার্ধে প্রথম থেকে আক্রমণ শুরু করেছিল ইস্টবেঙ্গল। যার ফলে প্রথমার্ধের শুরুতে ২-০ এগিয়ে গিয়েছিল লাল হলুদ ব্রিগেড। তবে তারপরে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জামশেদপুর। শেষ পর্যন্ত বিতর্কিত পেনাল্টি থেকে জেট গোল করে ব্যবধান কমায় জামশেদপুর। এখন দেখার বাকি ৪৫ মিনিটে খেলা কোন দিকে গড়ায়।

27 Nov 2022, 08:17:52 PM IST

৪৫ মিনিটের খেলা শেষ

৪৫ মিনিটের খেলা শেষ, ৬ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও ২-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল।

27 Nov 2022, 08:11:55 PM IST

গোললল..

পেনাল্টি থেকে গোল করতে ব্য়বধান কমাল জামশেদপুর। বক্সের মধ্যে ফাউল করে লাল হলুদ ডিফেন্স। পরে কার্ড দেখেন সুহের। পেনাল্টি থেকে গোল করে ১-২ করেন জেট।

27 Nov 2022, 08:04:56 PM IST

আক্রমণের ঝড় তুলল জামশেদপুর 

ঘরের মাঠে ০-২ গোলে পিছিয়ে যেতেই যেন নিজেদের খোলস থেকে বেরিয়ে এসেছে জামশেদপুর। বারবার আক্রমণ ঝড় তুলেছে চিমারা। 

27 Nov 2022, 07:58:31 PM IST

গোলললল

ক্লেটন সিলভার গোলে ব্যবধান বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। এই গোলের সময়ে পাশ দিলেন মহেশ নাওরেম সিং। দুটো গোলের পিছনে রয়েছে মহেশ সিং নাওরেমের কৃতিত্ব। কাউন্টার অ্যাটাকে গোল পায় 

27 Nov 2022, 07:56:56 PM IST

২৫ মিনিট: JFC-0, EB-1

এক-শূন্যতে এগিয়ে থাকার পরেও নিজেদের ব্যবধান বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল। অন্যদিকে জামশেদপুর লাল হলুদের রক্ষণকে ভাঙতে চাইছে। ২ মিনিটে গোল হয়ে যাওয়ার পরে কোনও দল এখনও আর গোল করতে পারেনি। তবে ইস্টবেঙ্গলের একটি গোল বাতিল না হলে খেলার ফল অন্য হতেই পারত। ইভেন গঞ্জালেস মাঠে ব্যান্ডেজ বেঁধে খেলছে। চোট পেলেও লড়াই ছাড়েননি।   

27 Nov 2022, 07:45:19 PM IST

বাতিল হল EB-র গোল

ম্যাচের প্রায় ১৩ মিনিটে ফের জামশেদপুরের গোলের মুখ খুলে ফেলেছিল ইস্টবেঙ্গল। কিন্তু অফ সাইডের জন্য বাতিল হয়ে গেল লাল হলুদের গোল। এই সময়ে ক্লেটন সিলভা 

27 Nov 2022, 07:44:05 PM IST

১২ মিনিট: JFC-0, EB-1

১২ মিনিটে খেলা শেষ এখনও এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে গোল করে সমতায় ফেরার চেষ্টা করছে জামশেদপুর, ইস্টবেঙ্গল আক্রমণ চালিয়ে যাচ্ছে।

27 Nov 2022, 07:33:18 PM IST

শুরুতেই গোললললল.

শুরুতেই ম্যাচের ২ মিনিটের মধ্যে সুহেরের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। মহেশের ক্রসকে দারুণ ভাবে হেড দিয়ে গোল করে, লাল হলুদকে চালকের আসনে বসিয়ে দিলেন সুহের।

27 Nov 2022, 07:31:53 PM IST

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা

চিমা এবারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছে। দুই দলের সামনে ঘুরে দাঁড়ানো

27 Nov 2022, 07:30:01 PM IST

হেড টু হেডের ইতিহাস

হিরো আইএসএলে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি-র মধ্যে যে চারবার দেখা হয়েছে, তার মধ্যে একবার করে জিতেছে দুই দল। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। ২০২০-২১ মরশুমে প্রথম মুখোমুখিতে গোলশূন্য ড্র হয়। দ্বিতীয়বার ২-১-এ জেতে লাল-হলুদ বাহিনী। গত মরশুমে প্রথম লেগে ১-১ হয় এবং দ্বিতীয় লেগে ইশান পন্ডিতার ৮৮ মিনিটের গোলে জেতে জামশেদপুর এফসি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.