আইএসএল ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে টাইব্রেকারে জিতেছে প্রীতম কোটালের মোহনবাগান। আইএসএল জয়ের পরের দিন সকাল সকাল টুইটারে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে যে ট্রফি নিয়ে সোজা কলকাতায় হাজির হচ্ছে গোটা দল। গোয়া থেকে রবিবার ১৯ মার্চ দুপুর ১২.৪০ মিনিট নাগাদ তিলোত্তমায় ফিরবেন প্রীতম-দিমিত্রিরা। তবে রবিরার ফুটবলাররা ট্রফি নিয়ে ক্লাব তাঁবুতে যাবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই বিষয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, ‘ফুটবলাররা সারা রাত জেগে ভোরবেলা বিমান ধরবেন। ফলে সকলেই খুব ক্লান্ত থাকবেন, এই অবস্থায় তাদের ক্লাবে টেনে না নিয়ে যাওয়াই ভালো। সময় তো আছে। দেখেশুনে নেওয়া যাবে।’
আরও পড়ুন… বিরাট ভাঙছেন সবার রেকর্ড, অন্যদিকে দ্বিশতরানে তাঁকে ছাপিয়ে যাওয়ার মুখে উইলিয়ামসন
ফাতোরদায় আইএসএলের মহারণের শুরুতে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ১৪ মিনিটে দিমিত্রি পেত্রাতোস এগিয়ে দেন বাগানশিবিরকে। প্রথমার্ধের অ্যাডেড টাইমে পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুকে সমতায় ফেরান সুনীল ছেত্রী। ৭৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বেঙ্গালুরুকে ২-১ এগিয়ে দেন সবুজ মেরুনের প্রাক্তন তারকা রয় কৃষ্ণা। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান দিমিত্রি। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়েও স্কোরলাইন ২-২ থাকার পর, ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৪-৩ গোলে জিতে আইএসএল চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন।
আরও পড়ুন… ৮৫ বলে ৯২ রান! অভিষেক ম্যাচেই সেরা হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের ২২ বছরের তাওহিদ হৃদয়
ফাতোরদা স্টেডিয়ামকে সবুজ-মেরুন রংয়ে রাঙিয়ে কলকাতায় ফিরছে আইএসএল জয়ী মোহনবাগান। বাগানশিবির আইএসএল ট্রফি জেতার পরই ‘রিমুভ এটিকে’ আন্দোলনের জয় হয়েছে। ফলে এখন থেকে আর এটিকে মোহনবাগান ক্লাব রইল না। মোহনবাগান সমর্থকদের কাছে ১৮ মার্চ দিনটা বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। আইএসএল জয়ের আনন্দ দ্বিগুণ হয়েছিল যখন ‘এটিকে’ সত্যিই মোহনবাগান থেকে রিমুভড হয়ে যায়। এ বার মেরিনার্সদের ট্রফি নিয়ে সেলিব্রেশনের পালা। ভারতসেরা হওয়ার পরের দিনই ট্রফি নিয়ে সোজা তিলোত্তমায় ফিরছেন মোহনবাগানের ফুটবলার থেকে সাপোর্ট স্টাফরা। সকল মেরিনার্সরাও তাদের প্রিয় তারকাদের বরণ করে নিতে তৈরি থাকবে। এখন দেখার কীভাবে কলকাতা তাদের নায়ক ও প্রিয় ট্রফিকে বরণ করে নেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।