বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: লুটিয়ে পড়লেন ATK মোহনবাগানের গোলকিপার, নিয়ে যেতে হল হাসপাতালে

ম্যাচের ৫৯ মিনিট। ওড়িশা এফসি-র বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকে চালকের আসনে এটিকে মোহনবাগান। স্বভাবতই খুশি সল্টলেকের গ্যালারি। হঠাৎ করে সমবেত আর্তনাদ। বল ধরতে গিয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন মোহনবাগানের গোলি বিশাল কাইথ। শেষ অবধি যদিও নিজের পায়ে হেঁটেই অ্যামবুলেন্সে করে হাসপাতালে পরীক্ষার জন্য গেলেন তিনি। তবে সেমিফাইনালের আগে নিশ্চিত ভাবেই চিন্তায় রাখলেন এটিকে এমবি-র ম্যানেজমেন্টকে। ম্যাচে পেত্রাতোস ও বৌমসের গোলে ওড়িশাকে সহজেই হারিয়ে সেমিতে চলে গেল বাগান। 

তবে এদিনের ম্যাচে বিশালের চোটের বিষয়টি একটা সময় সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল। সেটপিস থেকে ভেসে আসা বল ধরতে গিয়েই লুটিয়ে পড়েন বিশাল ঠিক ম্যাচের ৫৯ মিনিটে। তখনই রেফারির নির্দেশে মাঠে ছুটে আসে অ্যাম্বুলেন্স। তবে অ্যাম্বুলেন্স নয় নিজের পায়েই মাঠ ছাড়়েন তিনি। কিছুতেই মাঠ ছাড়তে চাইছিলেন না বিশাল তবে তাঁর মাথা তখনও ভোঁ ভোঁ করছিল। তাই ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি। তাঁর জায়গায় গোলকিপিংয়ের দায়িত্ব নেন আর্শ শেখ। ধারাভাষ্যকাররা জানিয়েছেন যে তাদের কাছে খবর এসেছে যে কোনও গুরুতর চোট পাননি বিশাল। তাঁর এমনি বড় ধাক্কা লেগে চোট লেগেছে তবে এতে কোনও চিন্তার কারণ নেই। তবুও পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, সেটা পরেই বোঝা যাবে। 

এদিন প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলেছে মোহনবাগান। তবে ডিফেন্সে যথেষ্ট আটোসাঁটো ছিল ওড়িশা। প্রথম গোলটা বৌমস করার পরেই আলগা হয়ে যায় ওড়িশার রাশ। তার কিছু পরেই ব্যবধান বাড়ান পেত্রাতোস। তারপর ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায় ওড়িশা। নকআউট ম্যাচ হলেও সেরকম কোনও জোর লাগাতে পারেনি প্রতিবেশী রাজ্যের ক্লাবের প্লেয়াররা। সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে। দুই লেগে হবে এই সেমিফাইনাল। নয় ও তেরো মার্চ এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের আগে বিশাল সুস্থ হতে পারেন কিনা, সেটাই দেখার। 

 

বন্ধ করুন