বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > যে কোনও বড় দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের- লিগের ১১টি ম্যাচ হেরেও দাবি EB কোচের

যে কোনও বড় দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের- লিগের ১১টি ম্যাচ হেরেও দাবি EB কোচের

স্টিফেন কনস্ট্যান্টাইন।

আইএসএলে চেন্নাইয়িন এফসি এবং ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে অদ্ভূত একটা সম্পর্ক রয়েছে। এই মরশুমের আগে পর্যন্ত কোনও দলই একে অপরের বিরুদ্ধে জিততে পারেনি। চার বারের মুখোমুখিতে প্রতি বারই ড্র হয়েছেল। চলতি মরশুমের প্রথম ম্যাচে চেন্নাইয়িন প্রথম কলকাতার এই দলকে হারায় ১-০-তে। ইস্টবেঙ্গলের বদলা নেওয়া এখনও বাকি।

লিগ টেবলের নয় নম্বরে থাকলেও ইস্টবেঙ্গল এফসি-র কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন মনে করেন, তাঁর দলের আইএসএলের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে। রবিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে তাদের অ্যাওয়ে ম্যাচে নামার আগে স্টিফেন জানিয়ে দেন, ধারাবাহিকতার অভাবে তারা আজ এই জায়গায়। না হলে যে কোনও দলকে হারাতে পারে তারা।

লাল-হলুদ কোচ সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা বেঙ্গালুরুকে দু'বার হারিয়েছি। কেরালাকেও হারিয়েছি সম্প্রতি। আমরা যে কোনও দলকেই হারাতে পারি। কিন্তু যে দিন আমরা নিজেদের সেরাটা মেলে ধরতে পারি, সেই দিনই সম্ভব হয়। কিন্তু আমরা কখনও ধারাবাহিক হতে পারিনি। এটাই সমস্যা। আমরা সব ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নামি। কিন্তু প্রতি ম্যাচ জেতা সম্ভব নয়।’

আরও পড়ুন: অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন, ২ ম্যাচ বাকি থাকতেই ISL 2022-23-এর লিগ শিল্ড জয় মুম্বইয়ের

এই ব্যর্থতার মাঝেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ব্রিটিশ কোচ। তিনি বলেন, ‘কেরালার বিরুদ্ধে দারুণ জয় পেয়েছিলাম। কিন্তু তার পরেই নর্থইস্টের বিরুদ্ধে দু’পয়েন্ট হারালাম। সেই ফলে আমি খুব হতাশ হয়েছি। মনে হল যেন ম্যাচটা হেরে গিয়েছি। আবারও হয়তো কিছু বাজে ভুল করব। গোল করার পরেই ছেলেরা উদ্ধত হয়ে যাচ্ছে। যেন ম্যাচটা আমরাই জিততে চলেছি। গত ম্যাচে আমরা যদি দ্বিতীয় গোলটা দিয়ে দিতে পারতাম, তা হলে ওরা হয়তো ওখানেই থেমেই যেত। কিন্তু সেটা তো হলই না, বরং আমরা ভুলের পর ভুল করতে লাগলাম।’

দলের এই ব্যর্থতায় স্বাভাবিক ভাবেই হতাশ কনস্ট্যান্টাইন। তিনি বলেন, ‘একটা ভালো দল নিয়েও, এ ভাবে ব্যর্থ হওয়াটা সহজে মেনে নেওয়া যায় না। বেঞ্চে তেমন ভালো খেলোয়াড় নেই বলে ঠিক মতো পরিবর্তনও করতে পারছি না। লিগের সর্বোচ্চ স্কোরার আমাদের দলের খেলোয়াড়, কারণ আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করি। আমাদের আক্রমণে সেই আগ্রাসন আছে। এ ছাড়াও আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি। যেমন লালচুংনুঙ্গা, অঙ্কিত, ক্লেটন, মহেশ, মোবাশির এরা সবাই আমাদের ইতিবাচক দিক। আমাদের সব কিছু খারাপ নয়। যে নেতিবাচক দিকগুলো রয়েছে, মরশুমের শেষে আমরা এ সব ভুল শোধরানোর কাজে হাত দেব।’

আরও পড়ুন: পজিটিভ স্ট্রাইকারের অভাব, দিশাহীন ফুটবল, সেকেন্ড লাস্টবয়দের কাছে মুখ পুড়ল বাগানের

পরবর্তী প্রতিপক্ষ নিয়ে লাল-হলুদ কোচ বলেন, ‘চেন্নাইয়িনকে আমাদের মতোই লাগছে। আটটা ম্যাচে ওরা ভালো ফল করতে পারেনি। তবে ওরা ভালো দল। এই ম্যাচে জেতার জন্য ওরা নিশ্চয়ই উজ্জীবিত থাকবে। তবে আমার বেশি চিন্তা নিজের দলকে নিয়ে, ওদের নিয়ে নয়।’

যেহেতু আর কোনও লক্ষ্য নেই লাল-হলুদের, তাই কী ভাবে নিজেদের উজ্জীবিত করছেন, জানতে চাইলে প্রাক্তন ভারতীয় কোচ বলেন, ‘এখন মোটিভেশন পরের ম্যাচ জেতা, তার পরের ও পরেরটাও জেতা। এর পরে সুপার কাপ আছে, যেখানে সফল হলে এএফসি কাপে খেলার সুযোগ আছে। এটাই এখন মোটিভেশন। পরের মরশুমে খেলব, আরও কয়েক জন খেলোয়াড়কে দলে সই করাতে পারব।’

ব্রাজিলীয় মিডফিল্ডার অ্যালেক্স লিমা ও বঙ্গ ডিফেন্ডার সার্থক গলুইয়ের চোট রয়েছে, জানিয়ে দিলেন কোচ। বলেন, ‘সার্থক গত ম্যাচে খেলতে পারেনি একটা হাল্কা স্ট্রেন হওয়ায়। ওকে নামিয়ে ১৫ মিনিট পরে তুলে নিতে চাইনি। অনুশীলনে ওকে দেখে তার পরে সিদ্ধান্ত নেব, পরের ম্যাচে খেলতে পারবে কি না। লিমা এই ম্যাচে খেলতে পারবে না। ওর কার্ড সমস্যা, চোট দুটোই রয়েছে।’ কার্ড সমস্যা মিটিয়ে রবিবার মাঠে ফিরবেন তরুণ মিডফিল্ডার মোবাশির রহমান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রবিবার করে মেট্রো চলবে না গ্রিন লাইনে, পুরো ট্রাফিক ব্লক, কারণটা কী! বারবার আগুনের স্বপ্ন দেখা কিসের ইঙ্গিত দেয়! দেখে নিন কী বলছে স্বপ্নশাস্ত্র ডেঙ্গির মশা কামড়ালে ত্বকে কেমন দাগ হয়? সজাগ থেকে জেনে রাখুন এই ১০ তথ্য LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত? জমির বদলে চাকরি দুর্নীতি মামলা, লালুকে জেরা ইডি-র স্টার কিড হওয়ার ঝক্কি হাজার! করিনার সঙ্গে নিজের তুলনা টেনে কী বললেন কঙ্কনা? ‘বসতি এলাকায় বোমা ছুঁড়ছে’ যুদ্ধবিরতি কার্যত খারিজ পুতিনের! বিধ্বস্ত ইউক্রেন রাজস্থানের কোটি টাকার তারকা IPLএ সুযোগই পাবেন না! বিক্রমের মন্তব্যে বড় জল্পনা জেলায় শিল্পস্থাপনে উৎসাহ দিতে বাম সরকারের আইন বাতিল করতে বিল আনলেন মমতা দার্জিলিংয়ে টয়ট্রেনের সঙ্গে ফের ধাক্কা গাড়ির

IPL 2025 News in Bangla

LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত? IPL 2025-এ ৩০০ রান উঠবে! এবিডি-র ভবিষ্যদ্বাণী, পতিদারকে দিলেন নেতৃত্বের পরামর্শ সলিড ব্যাটিং,স্পিনের কেমিস্ট্রি,ধোনির উপস্থিতি CSK-এর শক্তি, আর দুর্বলতাগুলো কী? অধিনায়ক বদল, গৌতির না থাকা, অনভিজ্ঞ পেস-অ্যাটাক- KKR-এর চিন্তা, প্লাস-পয়েন্ট কী? IPL 2025 শুরুর আগে দেখুন কামিন্সের নেতৃত্বাধীন SRH-এর সম্পূর্ণ স্কোয়াড ও সূচি ইশান কি তিন নম্বরে নামবেন? কোন একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স ‘স্টার্ক, কামিন্স নই! তবে ম্যাচ আমিও জেতাতে পারি,’ বলছেন PBKSর 5.5 কোটির তারকা IPL 2025: ওয়াংখাড়েতে MI বাদে অন্য কোনও রঙ দেখতে চাই না… হার্দিকের বিশেষবার্তা IPL 2025-এর সবচেয়ে শক্তিশালী দল কি SRH? দেখে নিন কামিন্সদের শক্তি ও দুর্বলতা রোহিতদের জন্যই MI দলনায়ক হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করছেন হার্দিক, ব্যাপারটা কী?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.