বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: গোলের সামনে আরও আত্মবিশ্বাসী হতে হবে- রয়দের বিরুদ্ধে নামার আগে সাবধানী ফেরান্দো

ISL 2022-23: গোলের সামনে আরও আত্মবিশ্বাসী হতে হবে- রয়দের বিরুদ্ধে নামার আগে সাবধানী ফেরান্দো

জুয়ান ফেরান্দো।

ইন্ডিয়ান সুপার লিগের গত দুই মরশুমে এটিকে মোহনবাগানে এবং বেঙ্গালুরু এফসি- দুই দল মুখোমুখি হয়েছে মোট পাঁচ বার। তার মধ্যে চার বারই জিতেছে এটিকে মোহনবাগান এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএলে জয় এখনও অধরা বেঙ্গালুরু এফসি-র।

রবিবার এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। যারা টানা চার ম্যাচ জিতেছে। প্রথম লেগে তাদের হারালেও, এখন বেঙ্গালুরু টিমটি অনেক বদলে গিয়েছে। গত চার ম্যাচে এগারো গোল দিয়েছে তারা। এই রকম একটা দলকে আটকানোর পরিকল্পনা সবুজ-মেরুন শিবিরে তৈরি ঠিকই, কিন্তু হুগো বৌমাস এবং আশিক কুরুনিয়ানের মতো তারকাদের এই ম্যাচে না পাওয়া বহু সমর্থককেই চিন্তায় রেখেছে। তাঁদের আস্বস্ত করতে চান স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, দুই তারকা না খেললেও, যাঁরা রয়েছেন, তাঁদের নিয়েই ম্যাচ জেতার ক্ষমতা তাঁর দলের আছে।

কার্ড সমস্যার জন্য বৌমাস এবং কুরুনিয়ানকে রবিবার ঘরের মাটে ম্যাচে পাওয়া যাবে না। তবে এই নিয়ে খুব একটা চিন্তিত নন সবুজ-মেরুন কোচ। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলব। তাই এই ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা তো করতেই হবে। আমাদের ২৫ জন খেলোয়াড় আছে। হুগো, আশিক খেলতে না পারলেও অন্যরা তৈরি আছে। ওরা খেলবে। যে খেলোয়াড়দের পাওয়া যায়, তাদের নিয়েই পরিকল্পনা করি আমরা। গত কয়েকটা ম্যাচে বেঙ্গালুরু যথেষ্ট উন্নতি করেছে। ওরা প্লে অফে যাওয়ার জন্য মরিয়া। কালকের ম্যাচটা আগের ম্যাচের চেয়ে একেবারে অন্য রকম। কারণ, পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। আমরা আত্মবিশ্বাসী, যে রকম খেলে এসেছি, সে রকমই খেলব। ঘরের মাঠে তিন পয়েন্টই লক্ষ্য।’

আরও পড়ুন: একটা নয়, আরও বেশি গোলে জেতা উচিত ছিল- কেরালাকে হারালেও, পুরো সন্তুষ্ট নন স্টিফেন

দুই তারকা না খেললেও পরিকল্পনা ও লক্ষ্য একই থাকবে বলে জানান কোচ ফেরান্দো। বলেন, ‘চার-পাঁচ দিন ধরেই পরিকল্পনা চলছে। যেহেতু গত ম্যাচের পরেই জেনে গিয়েছিলাম এই ম্যাচে দু'জনকে পাব না, সেই অনুযায়ীই পরিকল্পনা হয়েছে। যারা আছে তারা দলকে সাহায্য করতে প্রস্তুত। আমি খুব একটা চিন্তিত নই। কারণ, এই মরশুমে অনেক চোট-আঘাত সমস্যা গিয়েছে। কঠিন সময় পেরিয়ে এসেছি আমরা। সমস্যার সমাধান করতে হয়েছে। কখনও সাফল্য পেয়েছি, কখনও পাইনি। দলের সবাই জানে এই অবস্থায় তিন পয়েন্ট কত জরুরি। আশা করি, যারা আছে, তারাই লক্ষ্যে পৌঁছে দেবে।’

হুগোর জায়গায় সম্ভবত মরশুমের মাঝে যোগ দেওয়া অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গায়েগোকে শুরু থেকে দেখা যাবে। তবে এই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। ফেরান্দো বলেছেন, ‘হুগোর জায়গায় খেলার মতো অনেকেই আছে আমাদের দলে। রিকি, গায়েগো রয়েছে। ওদের মধ্যে কেউ খেলবে। পরে ঠিক করব, কাকে খেলানো যাবে। আপাতত পাঁচ জন বিদেশি খেলার জন্য তৈরি আছে আমাদের। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাকে শুরু থেকে খেলাব, কাকে বিরতির পর নামাব, এ সব অনেক কিছুর উপর নির্ভর করে। সে সিদ্ধান্ত পরে নেব।’

আরও পড়ুন: কবে হবে ISL 2022-23 মরশুমের ফাইনাল? প্লে-অফের ম্যাচই বা কবে হবে? জানুন বিস্তারিত

বেঙ্গালুরু গত চারটি ম্যাচে টানা জিতেছে। কিন্তু তাঁর দল এতটা ধারাবাহিক নয়। গত পাঁচটি ম্যাচের দু’টিতে জিতেছে তারা, দু’টিতে হেরেওছে, একটি ড্র করেছে। এই জায়গায় প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকলেও দলের ওপর আস্থা রাখছেন ফেরান্দো। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার দলের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একই ভাবে আস্থা বজায় রেখে যাব। খেলোয়াড়দের সময় খারাপ গেলে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত। এটা ফুটবলেরই অঙ্গ। এখন হয়তো আমরা প্রচুর গোল মিস করছি, ধারাবাহিকতা তেমন নেই। কিন্তু ভবিষ্যতে যে ছবিটা পাল্টাবে না, তার কোনও মানে নেই। এই যে ম্যাচের এক দিন পরেই দলের ছেলেরা সবাই অনুশীলনে চলে আসছে, পরিশ্রম করছে, সে জন্য আমি খুশি।’

শুক্রবার এই যুবভারতীতেই ইস্টবেঙ্গল এফসি তিন নম্বরে থাকা কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে। এই ম্যাচ থেকেই বোঝা গিয়েছে, আইএসএল কতটা অনিশ্চয়তায় ভরা এবং এর প্লে অফে ওঠা কতটা কঠিন। এই প্রসঙ্গে গত বারের সেমিফাইনালিস্টদের কোচ বলেন, ‘গত কালের ম্যাচে এটাই প্রমাণিত হয়েছে যে প্লে অফে ওঠা মোটেই সোজা নয়। ইস্টবেঙ্গল গতকাল কেরালার থেকে যথেষ্ট ভাল খেলেছে। তবে এখন ওই ম্যাচের চেয়ে নিজেদের ম্যাচ নিয়ে বেশি ভাবা উচিত।’

আগামী দশ দিনে যে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়াতে হবে, সে কথা মনে করিয়ে দিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, ‘আমাদের যথাসাধ্য ভাল জায়গায় থেকে লিগ শেষ করতে হবে, এটাই লক্ষ্য। এর পরে জামশেদপুর ও হায়দরাবাদের বিরুদ্ধেও খেলতে হবে। দশ দিনে তিনটে ম্যাচ খেলতে হবে আমাদের। তাই বেশি আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না। পরের দুটো ম্যাচ বাইরে গিয়ে খেলতে হবে। সে জন্য মানসিক ভাবে শক্তিশালী হতে হবে আমাদের। এটাই লিগ টেবলে সেরা জায়গায় যাওয়ার সবচেয়ে বড় সুযোগ।’

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.