মরশুমে নিজেদের অষ্টম ম্যাচে প্রথম জয়ের আশা নিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। সেই আশা ম্যাচ ১-১ ড্র হওয়ায় অধরাই রয়ে গিয়েছে। তবে ইস্টবেঙ্গলের সহকারী কোচ রেনেডি সিং দলের পারফরম্যান্সে আশার আলো খুঁজে পাচ্ছেন।
ম্যাচের প্রথমার্ধেই আমির দার্ভিসেভিচ ২০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিলেও ওগবেচের হেডারে ম্যাচে ফেরে হায়দরাবাদ। তবে ইস্টবেঙ্গল হয়ে প্রথমার্ধে আরও গোল করার বেশ কয়েকটি ভাল সুযোগ পেয়েছিল। ড্যানিয়েল চিমা চুকুউ নিজেই দুইবার গোলে শট নেওয়ার জন্য ভাল জায়গায় পৌঁছেও বল তেকাঠির মধ্যে রাখতে পারেননি। অপরদিকে, মহম্মদ রফিকের জোরাল শটও বারে লেগে ফিরে আসে।
ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের সহকারী কোচ রেনেডি সিং নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথমার্ধে দলের অজস্র সুযোগ নষ্ট করা নিয়েই আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধের শুরুটা আমরা মন্দ করিনি। আমরা তিনটি ভাল সুযোগ পেয়েছিলাম এবং সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হতেই পারত।’ দ্বিতীয়ার্ধে তেমন বড় সুযোগ না তৈরি করলেও জমাট রক্ষণের নিদর্শন দেখিয়েছে লাল-হলুদ।
তিন পয়েন্ট হাতছাড়া করার দুঃখ থাকলেও দলের লড়াকু মানসিকতা বেশ প্রভাবিত করেছে রেনেডিকে। লাল-হলুদের সহকারী কোচ আশাবাদী, এমন লড়াই করলে শীঘ্রই জয়ের মুখ দেখবে তাঁর দল। ‘দল যেভাবে লড়াই করেছে তাতে আমি খুশি। আমরা এই মরশুমে একদমই ভাল খেলতে পারিনি। তবে যদি আজকের মতো এভাবেই লড়াই চালিয়ে যাই, বিশেষত দ্বিতীয়ার্ধে আমরা যেমন খেলেছি, তাহলে শীঘ্রই জয় আসবে। তবে আমাদের এক এক ম্যাচ অনুযায়ী এগোতে হবে।’ মত রেনেডির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।