বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL Kolkata Derby: ইস্টবেঙ্গল যেখানে বলবে, সেখানেই আমরা খেলব, তবে… ডার্বি নিয়ে অকপট বাগান সচিব

ISL Kolkata Derby: ইস্টবেঙ্গল যেখানে বলবে, সেখানেই আমরা খেলব, তবে… ডার্বি নিয়ে অকপট বাগান সচিব

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

ডার্বি ডামাডোল চলছেই। কবে হবে বড় ম্যাচ, তা এখনও স্পষ্ট নয়। এবার আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে মুখ খুললেন বাগান সচিব দেবাশিস দত্ত।

মোহন-ইস্ট ডার্বি নিয়ে জলঘোলা অব্যাহত। কবে হবে আইএসএলের ফিরতি ডার্বি, তা নিয়ে এখনও জটিলতা চলছেই। শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশের জেরে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১০ মার্চ ডার্বি আয়োজন করা সম্ভব নয়। কারণ ব্রিগেডের জন্য তারা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারবে না। যদিও আয়োজক ইস্টবেঙ্গলের তরফ থেকে সবরকমের চেষ্টা করা হয় ১০ তারিখের পরিবর্তে ৯ তারিখ ম্যাচ করার। কিন্তু তাতেও আপত্তি জানায় বিধাননগর পুলিশ কমিশনারেট। স্বাভাবিকভাবেই ছুটির দিনে এমন 'হাই ভোল্টেজ' ম্যাচ না হওয়ায় হতাশ হয়ে পড়েছে দুই দলের সমর্থকরা। শেষ পর্যন্ত কবে এই ম্যাচ খেলা হবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কেউ।

তবে ডার্বির দিন যদি পরিবর্তন হয়, তাহলে নাকি মোহনবাগান খেলবে না, এমনও শোনা যাচ্ছিল গোটা ময়দান জুড়ে। যদিও বাগান কর্তা তা একেবারেই উড়িয়ে দিয়েছেন। বাগান সচিব দেবাশিস দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিল ইস্টবেঙ্গলকে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে লাল হলুদ-শিবির যেখানে বলবে সেখানেই খেলতে রাজি সবুজ-মেরুন শিবির। যদিও তারপরই তিনি জানিয়ে দেন যে সবকিছুই নির্ভর করছে এফএসডিএলের উপর।

চলতি আইএসএলে নিজেদের দাপট অব্যাহত রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাঝে যদিও তাল কেটেছিল, তবে পুরনো ছন্দে ফিরে আসতে বেশি সময় লাগেনি অ্যান্তোনিয় লোপেজ হাবাসের ছেলেদের। সুপার কাপের পর আইএসএল শুরু হতেই তাদের তরফ থেকে উঠে আসে একটা আলাদা মাত্রার ফুটবল। একের পর এক ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে সাদিকু, পেত্রাতোসরা। শুক্রবার, অর্থাৎ ১ মার্চ, যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা মুখোমুখি হয় জামশেদপুর এফসির এবং বড় ব্যবধানে পরাজিত করে তাদের। একেবারে ৩-০ গোলে জেতে মোহনবাগান।

এদিন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের সচিব দেবাশিস দত্ত এবং তাঁকে প্রশ্ন করা হয় বাতিল হয়ে যাওয়া ডার্বি ম্যাচ প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে বাগান কর্তা বলেন, 'ইস্টবেঙ্গল যেখানে বলবে আমরা সেখানেই খেলতে রাজি। আমাদের দিক থেকে কোনও রকমের কোনও সমস্যা নেই। এই ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই কারণ চূড়ান্ত সিদ্ধান্তটা একমাত্র এফএসডিএল নিতে পারবে। ওদের উপরই সবকিছু নির্ভর করছে। যদিও আমরা জানিয়ে দিয়েছি যে ১১ তারিখ খেলতে আমাদের কোনও অসুবিধা নেই। তবে সেটা যদি হয় তাহলে ১৩ তারিখের ম্যাচটা ১৪ তারিখে করতে হবে।'

এরপরই দেবাশিস দত্তকে প্রশ্ন করা হয় ডার্বির দিন বদল হলে মোহনবাগান খেলতে না চাওয়ার কারণ কি। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ইস্টবেঙ্গল যেদিন বলবে সেই দিন আমরা খেলব। আমরা যে খেলব না, এই কথাটা আমার কানেও এসেছে, এগুলো সব মিথ্যে কথা। গুজব ছড়ানো হচ্ছে। আমরা সবদিনই খেলতে রাজি আছি শুধু ১৩ তারিখের ম্যাচটা ১৪ তারিখ করতে হবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.