NEUFC vs EBFC: এই ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-২ গোলে হারাল নর্থইস্ট। জোড়া গোল করেন ইউরিক।
NEUFC vs EBFC Live: পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল ও নর্থইস্টের অবস্থান
পয়েন্ট টেবিলে নিজেদের ছয় নম্বর জায়গা ধরে রাখল নর্থ-ইস্ট। ১৫ ম্যাচের শেষে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েগেল ইস্টবেঙ্গল।
NEUFC vs EBFC Live: ম্যাচ শেষ, ৩-২ গোলে জিতল নর্থইস্ট
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গোল করেছিলেন ইউরিক-নেস্টর। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন নন্দকুমার। ফের গোল করেন ইউরিক। এরপরে আবার গোল করে ইস্টবেঙ্গল। এবারের স্কোরার ছিলেন ফেলিসিও। খেলার ফল ৩-২।
NEUFC vs EBFC Live: শেষ ৯০ মিনিট
৯০ মিনিটের খেলা শেষ। আট মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
NEUFC vs EBFC Live: গোলললল.. ৮২ মিনিট, ৩-২ নর্থইস্ট
ক্লেটন সিলভা বলটি বক্সের ভিতরে পেয়ে তার দুর্বল বাম পায়ে শটে নেন। শটটি ব্লক করে, তবে হাইল্যান্ডাররা সেটি পরিষ্কার করতে পারে না। বলটি পান ফেলিসিও। পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটিকে জালের ভিতরে ঠেলে দেন তিনি। ৩-২ করে ইস্টবেঙ্গল।
NEUFC vs EBFC Live: মাঠে নামলেন মেসির সতীর্থ
মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজকে মাঠে নামালেন কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের লাইন আপের রিজার্ভ দলে রাখা হয়েছিল তাঁকে। ম্যাচের ৭৬ মিনিটে অজয় ছেত্রীর জায়গায় ভিক্টর ভাসকেজ মাঠে নামেন।
NEUFC vs EBFC Live: ৭৫ মিনিট, ৩-১ নর্থইস্ট
এরমধ্যে নর্থইস্ট একটি পরিবর্তন করে। নেস্টরকে তুলে নেওয়া হয়। মাঠে নামেন রেগ্রাগুই। এর মাঝেই জিথিন ও রিডিম একাধিক আক্রমণ করেছিলেন।
NEUFC vs EBFC Live: ৬৬ মিনিট, অসাধারণ গোললললল
ম্যাচের ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ গোল করেন অস্ট্রেলিয়ার টমি ইউরিক।
NEUFC vs EBFC Live: ৬৫ মিনিট, ইস্টবেঙ্গলে পরিবর্তন
সায়নকে তুলে নিয়ে ফেলিসিওকে মাঠে নামাল ইস্টবেঙ্গল। দারুণ সুযোগ তৈরি করেছিল নর্থইস্ট।
NEUFC vs EBFC Live: ৫৫ মিনিট, ২-১ লড়াইয়ে ফিরছে ইস্টবেঙ্গল
লড়াইয়ে ফিরছে ইস্টবেঙ্গল। চাপ বাড়াচ্ছ লাল হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধ দারুণ ভাবে শুরু করেছে নন্দকুমাররা।
NEUFC vs EBFC Live: গোলললললল
নন্দকুমারের গোলে ব্যবধান কমাল ইস্টবেঙ্গল। বিষ্ণুর থেকে বল পান কেল্টন। সেখান থেকে বল পেয়ে কোনও ভুল করেননি নন্দকুমার।
NEUFC vs EBFC Live: ৫০ মিনিট, ২-০ এগিয়ে নর্থইস্ট
দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই দলই আক্রমণ করেছিল। কিন্তু কোনও পক্ষই সফল হতে পারেনি।
NEUFC vs EBFC Live: শুরু দ্বিতীয়ার্ধ, ২-০ এগিয়ে নর্থইস্ট
শুরুতেই ইস্টবেঙ্গল দুটো পরিবর্তন করল। মাঠে এলেন মন্দার রাও ও বিষ্ণু। তুলে নেওয়া হল নিশু ও পারদোকে
NEUFC vs EBFC Live: শেষ প্রথমার্ধ, ২-০ এগিয়ে নর্থইস্ট
প্রথমার্ধের খেলা শেষ, ২-০ এগিয়ে রয়েছে নর্থইস্ট। গোল দুটি করেছেন ইউরিক-নেস্টর। ইস্টবেঙ্গল প্রথম ৪৫ মিনিটের খেলা ভুলতে চাইবে ও দ্বিতীয়ার্ধে নতুন খেলা লিখতে চাইবে।
NEUFC vs EBFC Live: ৪৫ মিনিট
৪৫ মিনিটের খেলা শেষ, ৩ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
NEUFC vs EBFC Live: জিথিনের আক্রমণ
ম্যাচের ৪০ মিনিটে দারুণ একটা আক্রমণ করল নর্থইস্ট। জিথিন বারবার বাঁদিক থেকে আক্রমণ করছেন। এখানেও একটা সুযোগ তৈরি করেছিলেন।
NEUFC vs EBFC Live: ৩৫ মিনিট, চেষ্টা করলেন সায়ন
ড্রিঙ্কস ব্রেকের পরেই ইস্টবেঙ্গলের সায়ন দারুণ একটা আক্রমণ করেছিলেন। ম্যাচে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রথম গোলের মুখ খুলতে চেয়েছিলেন তিনি।
NEUFC vs EBFC Live: ৩০ মিনিট, ২-০ এগিয়ে নর্থইস্ট
ড্রিঙ্কস ব্রেক! এখনও পর্যন্ত ম্যাচের সব দিক থেকে এগিয়ে রয়েছে নর্থইস্ট। দেখার কী ভাবে ইস্টবেঙ্গল ম্যাচে ফিরে আসে।
NEUFC vs EBFC Live: কার্ড দেখলেন ক্লেটন সিলভা
হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা। তাঁকে পরের ম্যাচে মিস করবে তাঁর দল।
NEUFC vs EBFC Live: ২০ মিনিট, ২-০ এগিয়ে নর্থইস্ট
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অর্ধেকের ভিতরেই সব ফুটবল খেলা হচ্ছে। লাল হলুদ চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
NEUFC vs EBFC Live: আবার গোল
১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গেল নর্থ ইস্ট। এবার গোল করলেন নেস্টর। এবারে কাউন্টার অ্যাটাকে এই গোলটি হয়। দারুণ একটা রান নেয় নেস্টর। জিথিন বলটি রিডিমকে দেন, তারপর বলটি অসাধারণ ফিনিশ করেন নেস্টর।
NEUFC vs EBFC Live: গোল
পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে গেল নর্থইস্ট। পিছন থেকে খেলতে গিয়ে বলের পজিশন হারায় ইস্টবেঙ্গল। জিথিন বলটি বহন করে নেস্টরের দিকে দেন যিনি ওভারল্যাপ করেছিলেন। টমি ইউরিককে লক্ষ্য করে বক্সের ভিতরে পাস দেন নেস্টর। বলটি গোল দিতে ভুল করেননি টমি ইউরিক।
NEUFC vs EBFC Live: শুরু হয়ে গেল ম্যাচ
নিজেদের সাদা জার্সি পরে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল। লাল জার্সি গায়ে খেলছে নর্থ ইস্ট। ইন্ডিয়ান সুপার লিগে আজ ডাবল হেডার। দুই ভেনুতে নামছে কলকাতার দুই প্রধান। দিনের প্রথম ম্যাচে গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল। লিওনেল মেসির সতীর্থকে আজ লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে। লাইন আপের রিজার্ভে রয়েছেন ভিক্টর ভাসকেজ।
দেখে নিন দুই দলের হেড টু হেডের লড়াই
হেড টু হেড লড়াই-ম্যাচ খেলা হয়েছে – সাতটানর্থইস্ট ইউনাইটেড এফসি জিতেছে ৩ বারইস্টবেঙ্গল জিতেছে – ২ বারড্র হয়েছে – ২ বার
NEUFC vs EBFC: HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। লাইনআপ ঘোষণা করা হয়েছে। রিজার্ভে রয়েছেন মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।