লিগ টেবিলে আট নম্বরে থাকল চেন্নাইয়িন এফসি। এদিনের ম্যাচ গোলশূন্য ড্র করে এটিকে মোহনবাগান ২৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে।
খেলা শেষ
এক পয়েন্ট নিয়ে চেন্নাই থেকে ফিরল এটিকে মোহনবাগান। ১৪ ম্যাচের শেষে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরেই তাকল এটিকে মোহনবাগান। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আট নম্বরে থাকল চেন্নাইয়িন এফসি।
এটিকে মোহনবাগানের সমস্যা কোথায়?
বক্স স্ট্রাইকারের অভাব টের পেল এটিকে মোহনবাগান। এদিনের ম্যাচ ড্র করে চার নম্বরেই কি থেকে যাবে সবুজ মেরুন ব্রিগেড?
৮৫ মিনিট: CFC-0, ATKMB-0
দুরন্ত অ্যাটাক করেছিল চেন্নাইয়িন। কিন্তু বিশাল কাইথ দারুণ সেভ দেন। এই গোল যদি হয়ে যেত তাহলে পিছিয়ে যেতে পারত এটিকে মোহনবাগান।
৭৫ মিনিট: CFC-0, ATKMB-0
এখনও গোল করতে পরল না দুই দল। ম্যাচে বল পজিশনে একটু এগিয়ে রয়েছে মোহনবাগান। শট মারার দিকে একটু এগিয়ে চেন্নাইয়িন। তবে পাশ করার ক্ষেত্রেও এগিয়ে এটিকে মোহনবাগান। তবে শট অল টার্গেটের ক্ষেত্রে দুই দলই চারটি করে মেরেছেন।
৫৭ মিনিট: CFC-0, ATKMB-0
ম্যাচের ৫৭ মিনিট খেলার ফল এখন গোল শূন্য। বল পজিশনে এগিয়ে রয়েছে চেন্নাইয়িন। তবে শট মারার দিকে এগিয়ে রয়েছে চেন্নাইয়িন।
শুরু হল দ্বিতীয়ার্ধে খেলা
প্রথমার্ধে গোল শূন্য থাকার পরে এই অর্ধে গোল পেতে চাইবে দুই দল। পুইতিয়ের জায়গায় দলে এলেন লেনি রডরিগেজ।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ, এক মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। ৪৬ মিনিটেও কোনও দলই এখনও গোল করতে পারল না। তবে দ্বিতীয়ার্ধের দিকে তাকিয়ে দুই দলের সমর্থকেরা।
৩৮ মিনিট: CFC-0, ATKMB-0
সেভাবে শট অন টার্গেট দেখা যায়নি। মাঝ মাঠে এগিয়ে রয়েছে চেন্নাইয়িন। এমন অবস্থায় খেলার গতি থাকলেও গোলের দেখা নেই।
২৮ মিনিট: CFC-0, ATKMB-0
এখনও গোলের দেখা পাওয়া গেল না। দুই দলই বারবার প্রতিপক্ষের গোলের কাছে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত গোল করতে পারেনি। প্রথমে মোহনবাগান খেলার রাশ ধরে রাখলেও পরের দিকে চেন্নাইয়িন সবুজ মেরুনকে চেপে ধরে রেখেছে।
১৮ মিনিট: CFC-0, ATKMB-0
ম্যাচের ১৮ মিনট খেলা গড়িয়েছে কিন্তু ম্য়াচের ফলে কোনও পরিবর্তন দেখা যায়নি। এটিকে মোহনবাগান এখনও গোলের মুখ খুলতে পারেনি, একই অবস্থা চেন্নাইয়িনের।
আক্রমণাত্মক খেলা শুরু করল দুই দল
ম্যাচের দশ মিনিট হয়ে গেল, কিন্তু দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে দুই দলই আক্রমনাত্মক ফুটবল খেলছে।
দেখুন এটিকে মোহনবাগানের লাইন আপ
গোলে বিশাল কাইথকে রেখে প্রীতম কোটালের নেতৃত্বে দল নামাচ্ছে এটিকে মোহনবাগান।
দেখুন চেন্নাইয়িনের একাদশ
গোলে সমিক, মাঝমাঠে থাপা, ডুকের ও জিতেশ্বরকে রেখে আক্রমণে পিটারকে রাখল চেন্নাইয়িন এফসি। দেখুন তাদের স্কোয়াডকে।
HT বাংলার লাইভে আপনাকে স্বাগত
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অনেক চেষ্টা করেও জিততে না পারার যন্ত্রণা এবং চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম লিগে হারের জ্বালা- এই নিয়ে শনিবার ফের খেলতে নামছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ের ঘরের মাঠে জুয়ান ফেরান্দো দলকে হারিয়ে এই দ্বিগুণ জ্বালা মেটাতে পারবে কি এটিকে মোহনবাগান? এই ম্যাচে আপনাকে স্বাগত জানাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।